ETV Bharat / briefs

BJP-র উস্কানি ও প্ররোচনাতেই সন্দেশখালিতে সংঘর্ষ, দাবি পার্থর

author img

By

Published : Jun 9, 2019, 4:14 PM IST

Updated : Jun 9, 2019, 9:33 PM IST

সন্দেশখালির সংঘর্ষের ঘটনায় BJP-র দিকে আঙুল তুলে পার্থর দাবি, "যারা উস্কানি দিচ্ছে তারাই রক্তপাত ঘটাচ্ছে । আমাদের দায়িত্ব মাথা ঠান্ডা করে রাজ্যের মানুষের পাশে দাঁড়ানো ।" একইসঙ্গে তাঁর দাবি ক্ষমতায়নের লোভে পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলার অবনতি ঘটছে ।

BJP-র উস্কানি ও প্ররোচনাতেই সন্দেশখালিতে সংঘর্ষ, দাবি পার্থর

কলকাতা, 9 জুন : সন্দেশখালি নিয়ে তৃণমূল-BJP রাজনৈতিক আক্রমণ-প্রতি আক্রমণ চরমে । গেরুয়া শিবির থেকে আক্রমণটা সরাসরি ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে । আর তার 24 ঘণ্টা কাটতে না কাটতেই আসরে নামল তৃণমূল । গোটা ঘটনার জন্য BJP-কে কাঠগড়ায় তুললেন দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় ।

সন্দেশখালির সংঘর্ষের ঘটনায় BJP-র দিকে আঙুল তুলে পার্থর দাবি, "যারা উস্কানি দিচ্ছে তারাই রক্তপাত ঘটাচ্ছে । আমাদের দায়িত্ব মাথা ঠান্ডা করে রাজ্যের মানুষের পাশে দাঁড়ানো ।" একইসঙ্গে তাঁর দাবি ক্ষমতায়নের লোভে পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলার অবনতি ঘটছে ।

এই সংক্রান্ত খবর : BJP-তৃণমূল সংঘর্ষে রণক্ষেত্র সন্দেশখালির ন্যাজাট, মৃত 4

আজ তৃণমূলের মহাসচিব দাবি করেন BJP পরিকল্পনা করে তৃণমূল কর্মীদের খুন করেছে । তাঁদের চক্রান্ত করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে । একইসঙ্গে তিনি জানান, শান্তিপূর্ণভাবে ও অহিংস পথে গোটা ঘটনার প্রতিবাদ-প্রতিরোধ করা হবে ।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

এই সংক্রান্ত খবর :থমথমে সন্দেশখালি : রাস্তায় সতেজ কার্তুজের খোল

গতকাল সন্দেশখালির ন্যাজাটে তৃণমূল BJP সংঘর্ষে মৃত্যু হয় 4 জনের । যদিও মৃত্যুর প্রকৃত সংখ্যা নিয়ে ধন্দ চরমে । BJP-র দাবি, তাঁদের 5 কর্মীকে খুন করেছে তৃণমূল । যদিও পুলিশের রিপোর্টে সম্পূর্ণ অন্য কথা বলা হয়েছে । পুলিশ জানাচ্ছে , সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে । এরমধ্য 2 জন BJP কর্মী, একজন এলাকায় তৃণমূল করেন । গোটা ঘটনার রিপোর্ট চেয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক । আজকের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে । এই পরিস্থিতি আগামিকালই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে বসছেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী । রাজনৈতিক মহলের খবর, সেই বৈঠকে সবথেকে বেশি গুরুত্ব পেতে পারে সন্দেশখালি প্রসঙ্গ ।

কলকাতা, 9 জুন : সন্দেশখালি নিয়ে তৃণমূল-BJP রাজনৈতিক আক্রমণ-প্রতি আক্রমণ চরমে । গেরুয়া শিবির থেকে আক্রমণটা সরাসরি ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে । আর তার 24 ঘণ্টা কাটতে না কাটতেই আসরে নামল তৃণমূল । গোটা ঘটনার জন্য BJP-কে কাঠগড়ায় তুললেন দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় ।

সন্দেশখালির সংঘর্ষের ঘটনায় BJP-র দিকে আঙুল তুলে পার্থর দাবি, "যারা উস্কানি দিচ্ছে তারাই রক্তপাত ঘটাচ্ছে । আমাদের দায়িত্ব মাথা ঠান্ডা করে রাজ্যের মানুষের পাশে দাঁড়ানো ।" একইসঙ্গে তাঁর দাবি ক্ষমতায়নের লোভে পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলার অবনতি ঘটছে ।

এই সংক্রান্ত খবর : BJP-তৃণমূল সংঘর্ষে রণক্ষেত্র সন্দেশখালির ন্যাজাট, মৃত 4

আজ তৃণমূলের মহাসচিব দাবি করেন BJP পরিকল্পনা করে তৃণমূল কর্মীদের খুন করেছে । তাঁদের চক্রান্ত করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে । একইসঙ্গে তিনি জানান, শান্তিপূর্ণভাবে ও অহিংস পথে গোটা ঘটনার প্রতিবাদ-প্রতিরোধ করা হবে ।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

এই সংক্রান্ত খবর :থমথমে সন্দেশখালি : রাস্তায় সতেজ কার্তুজের খোল

গতকাল সন্দেশখালির ন্যাজাটে তৃণমূল BJP সংঘর্ষে মৃত্যু হয় 4 জনের । যদিও মৃত্যুর প্রকৃত সংখ্যা নিয়ে ধন্দ চরমে । BJP-র দাবি, তাঁদের 5 কর্মীকে খুন করেছে তৃণমূল । যদিও পুলিশের রিপোর্টে সম্পূর্ণ অন্য কথা বলা হয়েছে । পুলিশ জানাচ্ছে , সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে । এরমধ্য 2 জন BJP কর্মী, একজন এলাকায় তৃণমূল করেন । গোটা ঘটনার রিপোর্ট চেয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক । আজকের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে । এই পরিস্থিতি আগামিকালই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে বসছেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী । রাজনৈতিক মহলের খবর, সেই বৈঠকে সবথেকে বেশি গুরুত্ব পেতে পারে সন্দেশখালি প্রসঙ্গ ।

Intro:সন্দেশ খালি নিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের বাইটBody:সন্দেশ খালি নিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের বাইটConclusion:null
Last Updated : Jun 9, 2019, 9:33 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.