ETV Bharat / briefs

মাথাভাঙায় TMCP জেলা সভাপতির উপর হামলার অভিযোগ, থানা ঘেরাও - Mathabhanga

তৃণমূলের অভিযোগ, BJP আশ্রিত দুষ্কৃতীরা হামলার ঘটনায় জড়িত । হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে মাথাভাঙা থানা ঘেরাও করে বিক্ষোভ দেখাচ্ছে তৃণমূল কংগ্রেস সমর্থকরা ।

ভাঙচুর
author img

By

Published : Jun 11, 2019, 1:56 AM IST

কোচবিহার, 11 জুন : কোচবিহারের TMCP জেলা সভাপতির উপর হামলা চালানোর অভিযোগ উঠল BJP আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে । হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে মাথাভাঙা থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় তৃণমূল কংগ্রেস কর্মী-সমর্থকরা । হামলার ঘটনায় জড়িত সন্দেহে দু'জনকে আটক করেছে পুলিশ । উত্তেজনা থাকায় এলাকায় পুলিশ ও RAF মোতায়েন করা হয়েছে । যদিও অভিযোগ অস্বীকার করেছে BJP । ঘটনাটি মাথাভাঙার সুটুঙ্গা ব্রিজ এলাকার ।

গতরাত সুটুঙ্গা ব্রিজের কাছে একটি দোকানে গেছিলেন TMCP জেলা সভাপতি নরেন্দ্রচন্দ্র দত্ত । অভিযোগ, তখন একদল দুষ্কৃতী বাইকে করে এসে তাঁর উপর হামলা চালায় । হামলার খবর পেয়ে আশপাশের তৃণমূল কর্মী-সমর্থকরা ঘটনাস্থানে আসে । তাদের দেখে বাইক ফেলেই দুষ্কৃতীরা পালিয়ে যায় । উত্তেজিত তৃণমূল কর্মী-সমর্থকরা বাইক ভাঙচুর করে । এর জেরে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে । মোতায়েন করা হয়েছে পুলিশ ও RAF ।

তৃণমূলের অভিযোগ, BJP আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালিয়েছে । অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে মাথাভাঙা থানা ঘেরাও করে বিক্ষোভ দেখাচ্ছে তৃণমূলের লোকজন । পরে দুই সন্দেহভাজন হামলাকারীকে আটক করেছে পুলিশ ।

কোচবিহার, 11 জুন : কোচবিহারের TMCP জেলা সভাপতির উপর হামলা চালানোর অভিযোগ উঠল BJP আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে । হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে মাথাভাঙা থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় তৃণমূল কংগ্রেস কর্মী-সমর্থকরা । হামলার ঘটনায় জড়িত সন্দেহে দু'জনকে আটক করেছে পুলিশ । উত্তেজনা থাকায় এলাকায় পুলিশ ও RAF মোতায়েন করা হয়েছে । যদিও অভিযোগ অস্বীকার করেছে BJP । ঘটনাটি মাথাভাঙার সুটুঙ্গা ব্রিজ এলাকার ।

গতরাত সুটুঙ্গা ব্রিজের কাছে একটি দোকানে গেছিলেন TMCP জেলা সভাপতি নরেন্দ্রচন্দ্র দত্ত । অভিযোগ, তখন একদল দুষ্কৃতী বাইকে করে এসে তাঁর উপর হামলা চালায় । হামলার খবর পেয়ে আশপাশের তৃণমূল কর্মী-সমর্থকরা ঘটনাস্থানে আসে । তাদের দেখে বাইক ফেলেই দুষ্কৃতীরা পালিয়ে যায় । উত্তেজিত তৃণমূল কর্মী-সমর্থকরা বাইক ভাঙচুর করে । এর জেরে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে । মোতায়েন করা হয়েছে পুলিশ ও RAF ।

তৃণমূলের অভিযোগ, BJP আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালিয়েছে । অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে মাথাভাঙা থানা ঘেরাও করে বিক্ষোভ দেখাচ্ছে তৃণমূলের লোকজন । পরে দুই সন্দেহভাজন হামলাকারীকে আটক করেছে পুলিশ ।

Intro:কোচবিহারের মাথাভাঙ্গায় তৃণমূলের ছাত্র পরিষদের জেলা সভাপতির উপর হামলা, থানা ঘেরাও করে তৃণমূলের , উত্তেজনা, আটক ২ ৷

কোচবিহার : ১০ জুন: কোচবিহার জেলা ছাত্র পরিষদের জেলা সভাপতি নরেন্দ্র চন্দ্র দত্তের উপর হামলা চালাল একদল দুষ্কৃতি। অভিযোগ ওই দুষ্কৃতীরা বিজেপির অনুগামী বলে অভিযোগ । যদিও বিজেপি পাল্টা দাবী ঘটনায় যুক্ত নয় বিজেপির কেউ ৷ শাসক দলের জেলা সভাপতির উপর হামলার ঘটনায় ব্যাপক উত্তেজনা মাথাভাঙায়। থানা ঘেরাও করে বিক্ষোভ তৃণমূলের ৷ মাথাভাঙ্গা থানা ঘেরাও করে দুষ্কৃতিদের গ্রেফতারের দাবিতে আন্দোলন শুরু করেছেন তৃণমূলের কর্মী সমর্থকরা। ওই ঘত্ননার জেরে মাথাভাঙ্গায় উত্তেজনা তৈরি হয়েছে।

প্রাথমিক ভাবে জানা গিয়েছে, আজ রাত ৮টা নাগাদ মাথাভাঙ্গার সুটুঙ্গা ব্রিজের কাছে একটি দোকানে যায় কোচবিহার জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি নরেন্দ্র চন্দ্র দত্ত। অভিযোগ, সেসময় বিজেপির একটি দুষ্কৃতীর দল বাইক চেঁপে এসে তার ওপর হামলা চালায়। ওই ঘটনার খবর পেয়ে আশেপাশে থাকা তৃণমূল কর্মী সমর্থকরা ছুটে আসলে বাইক ফেলে পালিয়ে যায় দুষ্কৃতীরা। মাথাভাঙ্গা শহরে উত্তেজনা থাকায় এলাকায় বিশাল পুলিশ বাহিনীর পাশাপাশি র‍্যাফ নামানো হয়েছে। ওই ঘটনায় যুক্ত থাকার সন্দেহে দুই জনকে আটক করেছে পুলিশ।

তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হলেও বিজেপির পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে ৷Body:Cob Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.