কলকাতা, 19 মে : বুথে ঢুকে নির্দল প্রার্থীর এজেন্টের ছাপ্পা রুখলেন যাদবপুর কেন্দ্রের বামফ্রন্ট প্রার্থী বিকাশরঞ্জন ভট্টাচার্য । তিনি ফোনে অভিযোগ পেয়ে কৃষ্ণমাটি মাদ্রাসা স্কুলের 139 নম্বর বুথে যান । এই বুথে CPI(M)-এর পোলিং এজেন্ট নেই ।
বুথে ঢুকে বিকাশ দেখেন নির্দল পোলিং এজেন্ট হাসিবুল রহমান ছাপ্পা দেওয়ার চেষ্টা করছেন । তিনি অন্যকে দেখিয়ে দিচ্ছেন, কাকে ভোট দিতে হবে । ক্ষুব্ধ বিকাশ হাসিবুলকে বুথকক্ষ থেকে বের করেন । পরে বাইরে এসে তাঁর কলার ধরে বলেন, "গুন্ডামি বরদাস্ত করব না । এখনই হেপাজতে পাঠাব ।" পরে পুলিশ ওই এজেন্টকে হেপাজতে নেয় ।
প্রিজ়াইডিং অফিসারের উপস্থিতিতে কীভাবে ছাপ্পা হচ্ছে ? এই প্রশ্ন তোলেন বিকাশ । বলেন, "এসব বরদাস্ত করব না । কমিশনে অভিযোগ জানাব ।"
প্রসঙ্গত, যাদবপুর কেন্দ্রের নির্দল প্রার্থী কার্তিক কয়াল । তাঁর এজেন্ট হাসিবুল । তিনি অবশ্য অভিযোগ অস্বীকার করে বলেন, "যারা ভোট দিতে পারে না তাদের আমি দেখিয়ে দিচ্ছিলাম ।"