কলকাতা, 30 মে : কোরোনা থেকে আমফান- রাজ্যের সামগ্রিক পরিস্থিতি নিয়ে রাজ্যপাল জগদীপ ধনকড়ের সঙ্গে বৈঠক করলেন করলেন রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা। গতকাল রাজভবনে দু'ঘণ্টার বেশি সময় ধরে তাঁদের মধ্যে বৈঠক হয়। কোরোনা পরিস্থিতি, আমফান পরবর্তী অবস্থা এবং পরিযায়ী শ্রমিকদের সমস্যা নিয়ে বৈঠকে আলোচনা হয়।
রাজ্যের সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানতে চেয়ে বারবার মুখ্যসচিবসহ অন্যান্য মন্ত্রীদের তলব করেছেন রাজ্যপাল। এমনকী বিশেষ বিষয়ে আলোচনার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজভবনে ডেকে পাঠিয়েছেন । কিন্তু রাজ্যপালের বিরুদ্ধে "অতি সক্রিয়তা"-র অভিযোগ ওঠে। এনিয়ে তৈরি হয় অশান্তির বাতাবরণ । এই পরিস্থিতিতে শুক্রবার রাজ্যের মুখ্যসচিব রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করেন । দু'জনের মধ্যে দু'ঘণ্টার বেশি সময় ধরে বৈঠক হয় ।
সূত্রের খবর, রাজ্যের বর্তমান কোরোনা পরিস্থিতি, আমফান পরবর্তী অবস্থা এবং পরিযায়ী শ্রমিকদের নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে । প্রধান তিনটি ইশু নিয়ে রাজ্য সরকারের পদক্ষেপের বিষয়ে বিস্তারিতভাবে রাজ্যপালকে জানানো হয়েছে।
যদিও বৈঠক নিয়ে রাজভবন ও নবান্নের তরফে কোনও তথ্য প্রকাশ্যে আনা হয়নি।