ETV Bharat / briefs

কোরোনা পরিস্থিতিকে কাজে লাগিয়ে চিকিৎসকদের বদলির অভিযোগ

কোরোনা পরিস্থিতিকে কাজে লাগিয়ে রাজ্যে সরকারি চিকিৎসকদের করা হচ্ছে । অভিযোগ চিকিৎসক সংগঠনের ।

author img

By

Published : Sep 13, 2020, 10:58 AM IST

doctors
নিজস্ব ছবি

কলকাতা, 13 সেপ্টেম্বর : প্যানডেমিক পরিস্থিতিকে কাজে লাগিয়ে রাজ্যে সরকারি চিকিৎসকদের বদলি চলছে । এমনই অভিযোগ তুলল সরকারি চিকিৎসকদের একটি সংগঠন । কোরোনা আক্রান্ত চিকিৎসকদের জন্য উচ্চমানের চিকিৎসা পরিষেবা প্রদানের দাবি জানায় তারা ।

এর আগেও বিভিন্ন সময়ে সরকারি চিকিৎসকদের বদলি প্রসঙ্গে চিকিৎসকদের বিভিন্ন সংগঠন অভিযোগ করেছে । আবার রাজ‍্যের সরকারি চিকিৎসকদের সংগঠন সার্ভিস ডক্টরস ফোরামের তরফে অভিযোগ করা হল । তাদের অভিযোগ, COVID-19-এর এই প্যানডেমিক পরিস্থিতিকে কাজে লাগিয়ে সরকারি চিকিৎসকদের বদলি করা হচ্ছে । সংগঠনের সাধারণ সম্পাদক সজল বিশ্বাস বলেন, "রাজ‍্যে কোরোনা পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠেছে । যথাযথভাবে এই পরিস্থিতির মোকাবিলা করা হচ্ছে না । সরকারি চিকিৎসকদের উপর প্রশাসনিক সন্ত্রাস চালানো হচ্ছে । স্বাস্থ্যভবনে অচলাবস্থা তৈরি করা হয়েছে । প্যানডেমিকের নামে স্বাস্থ্যভবনের ভিতরে চিকিৎসকদের প্রবেশের ক্ষেত্রে বাধা দেওয়া হচ্ছে । একতরফা চিকিৎসকদের অন‍্যায় বদলি এবং নিয়োগ করা হচ্ছে । চিকিৎসকদের বিপদের দিকে ঠেলে দেওয়া হচ্ছে ।"

তাঁর আরও অভিযোগ, "বছরের পর বছর ধরে MD/MS পাশ করা সরকারি চিকিৎসকদের নির্দিষ্ট নিয়োগ না করে MO Supy করে রেখে দেওয়া হয় । অনেক চিকিৎসককে নিয়ম বহির্ভূতভাবে ডিটেলমেন্ট পোস্টিংয়ে দূরে কাজ করতে বাধ‍্য করা হয় । পরিকল্পনার অভাবে এবং নিয়োগকে কেন্দ্র করে অনিয়মের ফলে MO Supy-দের পোস্টিংয়ের আগে কোনও কাউন্সেলিংও করা হয় না । সরকারি চিকিৎসকদের এই সংগঠনের তরফে ইতিমধ্যেই এই অভিযোগের বিষয়টি রাজ‍্যের স্বাস্থ্য দপ্তরে জানানো হয়েছে । অন্যায়ভাবে বদলি বন্ধ করার দাবি জানিয়েছে সংগঠনটি । নির্দিষ্ট পদ্ধতিতেই চিকিৎসকদের নিয়োগ করতে হবে । পাশাপাশি এই কোরোনা পরিস্থিতিতে সংক্রমিত চিকিৎসকদের জন্য ভালো স্বাস্থ্য পরিষেবার ব্যবস্থা করতে হবে বলে দাবি করে তারা ।


সজল বিশ্বাস বলেন, MO Supy-দের নিয়োগের আগে বিভাগ অনুযায়ী শূন্য পদের তালিকা প্রকাশ করতে হবে এবং কাউন্সেলিংয়ের সুযোগ দিতে হবে । না হলে নিয়োগ নিয়ে যেমন দুর্নীতি কমানো যাবে না । তেমনই COVID-19-এর আবহে চিকিৎসকরা বিপদেও পড়বেন । ফলে চিকিৎসা পরিষেবা ব‍্যাহত হবে ।

কলকাতা, 13 সেপ্টেম্বর : প্যানডেমিক পরিস্থিতিকে কাজে লাগিয়ে রাজ্যে সরকারি চিকিৎসকদের বদলি চলছে । এমনই অভিযোগ তুলল সরকারি চিকিৎসকদের একটি সংগঠন । কোরোনা আক্রান্ত চিকিৎসকদের জন্য উচ্চমানের চিকিৎসা পরিষেবা প্রদানের দাবি জানায় তারা ।

এর আগেও বিভিন্ন সময়ে সরকারি চিকিৎসকদের বদলি প্রসঙ্গে চিকিৎসকদের বিভিন্ন সংগঠন অভিযোগ করেছে । আবার রাজ‍্যের সরকারি চিকিৎসকদের সংগঠন সার্ভিস ডক্টরস ফোরামের তরফে অভিযোগ করা হল । তাদের অভিযোগ, COVID-19-এর এই প্যানডেমিক পরিস্থিতিকে কাজে লাগিয়ে সরকারি চিকিৎসকদের বদলি করা হচ্ছে । সংগঠনের সাধারণ সম্পাদক সজল বিশ্বাস বলেন, "রাজ‍্যে কোরোনা পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠেছে । যথাযথভাবে এই পরিস্থিতির মোকাবিলা করা হচ্ছে না । সরকারি চিকিৎসকদের উপর প্রশাসনিক সন্ত্রাস চালানো হচ্ছে । স্বাস্থ্যভবনে অচলাবস্থা তৈরি করা হয়েছে । প্যানডেমিকের নামে স্বাস্থ্যভবনের ভিতরে চিকিৎসকদের প্রবেশের ক্ষেত্রে বাধা দেওয়া হচ্ছে । একতরফা চিকিৎসকদের অন‍্যায় বদলি এবং নিয়োগ করা হচ্ছে । চিকিৎসকদের বিপদের দিকে ঠেলে দেওয়া হচ্ছে ।"

তাঁর আরও অভিযোগ, "বছরের পর বছর ধরে MD/MS পাশ করা সরকারি চিকিৎসকদের নির্দিষ্ট নিয়োগ না করে MO Supy করে রেখে দেওয়া হয় । অনেক চিকিৎসককে নিয়ম বহির্ভূতভাবে ডিটেলমেন্ট পোস্টিংয়ে দূরে কাজ করতে বাধ‍্য করা হয় । পরিকল্পনার অভাবে এবং নিয়োগকে কেন্দ্র করে অনিয়মের ফলে MO Supy-দের পোস্টিংয়ের আগে কোনও কাউন্সেলিংও করা হয় না । সরকারি চিকিৎসকদের এই সংগঠনের তরফে ইতিমধ্যেই এই অভিযোগের বিষয়টি রাজ‍্যের স্বাস্থ্য দপ্তরে জানানো হয়েছে । অন্যায়ভাবে বদলি বন্ধ করার দাবি জানিয়েছে সংগঠনটি । নির্দিষ্ট পদ্ধতিতেই চিকিৎসকদের নিয়োগ করতে হবে । পাশাপাশি এই কোরোনা পরিস্থিতিতে সংক্রমিত চিকিৎসকদের জন্য ভালো স্বাস্থ্য পরিষেবার ব্যবস্থা করতে হবে বলে দাবি করে তারা ।


সজল বিশ্বাস বলেন, MO Supy-দের নিয়োগের আগে বিভাগ অনুযায়ী শূন্য পদের তালিকা প্রকাশ করতে হবে এবং কাউন্সেলিংয়ের সুযোগ দিতে হবে । না হলে নিয়োগ নিয়ে যেমন দুর্নীতি কমানো যাবে না । তেমনই COVID-19-এর আবহে চিকিৎসকরা বিপদেও পড়বেন । ফলে চিকিৎসা পরিষেবা ব‍্যাহত হবে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.