হাওড়া, 23 জানুয়ারি : স্বামী বিবেকানন্দের 160তম জন্মোৎসব মহা সমারোহে পালিত হবে বেলুড় মঠে । যদিও মঠের ভিতরে ভক্ত ও দর্শনার্থীদের প্রবেশাধিকার নিষিদ্ধ করা হয়েছে এবছর । তবে এই অনুষ্ঠান সম্প্রচারিত হবে মঠের ইউটিউব চ্যানেলে (Vivekananda Jayanti on YouTube) । তাঁরা দেখতে পাবেন সেখানে ।
করোনা আবহে এখন বন্ধ রয়েছে বেলুড় মঠ । বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে আগামী 25 জানুয়ারি বেলুড় মঠে অনুষ্ঠিত হবে স্বামী বিবেকানন্দের 160তম জন্মানুষ্ঠান । তবে ওই দিনে মঠের ভিতর ভক্ত ও দর্শনার্থীদের প্রবেশাধিকার বন্ধ রাখা হয়েছে । আগামী সপ্তাহের মঙ্গলবার স্বামী বিবেকানন্দের 160তম জন্মোৎসব পালন করা হবে বেলুড় মঠে ।
গত 12 জানুয়ারি ইতিমধ্যে 37তম যুব উৎসব পালিত হয়েছে বেলুড় মঠে । অন্যান্য বছর এই দিনে প্রচুর সংখ্যায় যুব ও ছাত্রছাত্রী বেলুড় মঠে জমায়েত হয় । তবে এবার তার কোনটাই হবে না বলেই মঠ কর্তৃপক্ষ জানিয়েছেন । বিবেকানন্দ সভাগৃহে মঠের সন্ন্যাসী ও আবাসিকদের উপস্থিতিতে পালিত হবে অনুষ্ঠান । তবে সর্ব সাধারণের জন্য ভার্চুয়াল মিডিয়ায় প্রচারিত হবে অনুষ্ঠান । বেলুড় মঠের নিজস্ব ইউটিউব চ্যানেল মারফৎ এই অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হবে । করোনা পরিস্থিতির জন্য ইতিমধ্যেই মঠ বন্ধ করা হয়েছে অনির্দিষ্টকালের জন্য । পরিস্থিতি স্বাভাবিক না হওয়া অবধি বেলুড় মঠে ভক্তদের প্রবেশ বন্ধ থাকছে বলেই মঠ কর্তৃপক্ষ আগেই জানিয়েছেন ।
স্বাভাবিক পরিস্থিতিতে স্বামীজির জন্মোৎসবের অনুষ্ঠানে এখানে প্রতি বছর প্রায় হাজার দশেক পড়ুয়া অংশ নেন । মঠের মূল মন্দির সংলগ্ন মাঠে মঞ্চ করে অনুষ্ঠানের আয়োজন করা হয় । সারাদিন ধরে সেখানে চলে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান । কিন্তু এবার সেই অনুষ্ঠানের সময় কমিয়ে আনা হয়েছে । এই বছর বিদ্যামন্দিরের বিবেকানন্দ সভাগৃহে জাতীয় যুব দিবসের ওই সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করেছে সারদাপীঠ । সেখানেও সাধারণের প্রবেশ নিষিদ্ধ ছিল । রামকৃষ্ণ মিশন সারদাপীঠের তরফে জানানো হয়েছে, মিশনেরই বিদ্যামন্দির, শিক্ষণমন্দির, শিল্প বিদ্যালয়, শিক্ষামন্দির, জনশিক্ষা মন্দির থেকে নির্দিষ্ট কয়েক জন পড়ুয়াকে নিয়ে এসে সভাগৃহে কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান করানো হয় ।
ওই দিন সকাল 8-9টা অবধি বিবেকানন্দ গীতি পরিবেশিত হবে । তারপরে 9:05-9:45 মিনিট অবধি কথোপনিষদ পাঠ করা হবে । এরপর 9:45-9:50 মিনিট অবধি গীতি আলেখ্য চর্চা করা হবে । পরে 10:45-11:45 মিনিট অবধি এক ঘণ্টা ভজন পরিবেশিত হবে । দুপুর 12টায় হোমক্রিয়া সম্পন্ন করা হবে । পরিশেষে 3:30 মিনিট থেকে প্রবচন পাঠ অনুষ্ঠান শুরু হবে, যা সরাসরি দেখার ব্যবস্থা করা হবে ‘রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন, বেলুড় মঠ’ এবং ‘সারদাপীঠ, রামকৃষ্ণ মিশন’ এই দু'টি ইউটিউব চ্যানেলে । পাশাপাশি অনুষ্ঠানের লিঙ্ক দেওয়া হয়েছিল www.belurmath.org এবং www.saradapith.org- এই দু’টি ওয়েবসাইটেও ।
উল্লেখ্য, আগামী 25 জানুয়ারি পর্যন্ত বেলুড় মঠে ভক্ত এবং দর্শনার্থীদের প্রবেশ বন্ধ থাকবে । পরবর্তী পদক্ষেপ সম্পর্কে গত 20 জানুয়ারি বৈঠক করে সিদ্ধান্ত নেওয়ার কথা পূর্বে বলা হলেও এখনও অবধি এই বিষয়ে কিছু জানানো হয়নি বেলুড় মঠ কর্তৃপক্ষর তরফে ।
আরও পড়ুন : স্বামী বিবেকানন্দের জন্মতিথিতে বন্ধ বেলুড় মঠ