ETV Bharat / briefs

কোরোনার পাশাপাশি ডেঙ্গি মোকাবিলায় তৎপর বাঁকুড়ার স্বাস্থ্য দপ্তর ও পৌরসভা - ডেঙ্গু

ডেঙ্গির বিরুদ্ধে লড়াইয়ে তৎপর বাঁকুড়া জেলা স্বাস্থ্য দপ্তর। কোরোনার কারণে ডেঙ্গুর বিরুদ্ধে লড়াইয়ে গতি কিছুটা কম ছিল,অভিযোগটা মেনেও নিল বাঁকুড়া জেলার মুখ্য স্বাস্থ্য অধিকর্তা এবং বাঁকুড়া শহরের পৌর কর্তৃপক্ষ।

Bankura
Bankura
author img

By

Published : Jul 8, 2020, 10:16 PM IST

বাঁকুড়া,8 জুলাই : কোরোনার কারণে ডেঙ্গির বিরুদ্ধে লড়াইয়ে গতি কিছুটা কম ছিল । অভিযোগটা মেনেও নিল বাঁকুড়া জেলার মুখ্য স্বাস্থ্য অধিকর্তা এবং বাঁকুড়া শহরের পৌর কর্তৃপক্ষ। অভিযোগ মেনে নিয়েই ডেঙ্গি মোকাবিলায় তৎপর হল বাঁকুড়া জেলা স্বাস্থ্য দপ্তর ও পৌরসভা।

মার্চ মাস থেকেই কোরোনার বিরুদ্ধে লড়াই ও দীর্ঘ লকডাউন এর ফলে ডেঙ্গির বিরুদ্ধে অন্যান্য বছর যেভাবে স্বাস্থ্য দপ্তর সক্রিয় থাকে এই সময়, এই বছর তা সম্ভব হয়ে ওঠেনি। চলতি বছরে এপ্রিল মাসেই ডেঙ্গি আক্রান্তের সংখ্যা 4 এবং স্ক্রাব টাইফাস আক্রান্ত সংখ্যা 11 জন। মে মাসে সংখ্যা 1 7 জন এবং 7 জন হয়। জুন মাসে সংখ্যাটা 10 এবং 4 জনে গিয়ে দাঁড়ায়। গত বছর আর চলতি বছরের পরিসংখ্যান তুলনা করে বাঁকুড়াতে ডেঙ্গি আক্রান্তের সংখ্যার এই খবর 27 জুন প্রকাশ হতেই নড়ে চড়ে বসে স্বাস্থ্য দপ্তর ও পৌরসভা। বাড়ি বাড়ি খবর নেওয়া থেকে শুরু করে সচেতনতা প্রচার শুরু করেছে এই দুই দপ্তর।

বিষয়টি নিয়ে বাঁকুড়া জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক শ্যামল সরেন জানান,"ইতিমধ্যেই গত বছরের তুলনায় জেলায় ডেঙ্গুর প্রকোপ কিছুটা বেড়ে গিয়েছে। তবে আমাদের দপ্তরের যা যা করনীয় আমরা সেই সমস্ত কাজকর্ম শুরু করে দিয়েছি। খুব শীঘ্রই আমরা একে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হব। "

বাঁকুড়া,8 জুলাই : কোরোনার কারণে ডেঙ্গির বিরুদ্ধে লড়াইয়ে গতি কিছুটা কম ছিল । অভিযোগটা মেনেও নিল বাঁকুড়া জেলার মুখ্য স্বাস্থ্য অধিকর্তা এবং বাঁকুড়া শহরের পৌর কর্তৃপক্ষ। অভিযোগ মেনে নিয়েই ডেঙ্গি মোকাবিলায় তৎপর হল বাঁকুড়া জেলা স্বাস্থ্য দপ্তর ও পৌরসভা।

মার্চ মাস থেকেই কোরোনার বিরুদ্ধে লড়াই ও দীর্ঘ লকডাউন এর ফলে ডেঙ্গির বিরুদ্ধে অন্যান্য বছর যেভাবে স্বাস্থ্য দপ্তর সক্রিয় থাকে এই সময়, এই বছর তা সম্ভব হয়ে ওঠেনি। চলতি বছরে এপ্রিল মাসেই ডেঙ্গি আক্রান্তের সংখ্যা 4 এবং স্ক্রাব টাইফাস আক্রান্ত সংখ্যা 11 জন। মে মাসে সংখ্যা 1 7 জন এবং 7 জন হয়। জুন মাসে সংখ্যাটা 10 এবং 4 জনে গিয়ে দাঁড়ায়। গত বছর আর চলতি বছরের পরিসংখ্যান তুলনা করে বাঁকুড়াতে ডেঙ্গি আক্রান্তের সংখ্যার এই খবর 27 জুন প্রকাশ হতেই নড়ে চড়ে বসে স্বাস্থ্য দপ্তর ও পৌরসভা। বাড়ি বাড়ি খবর নেওয়া থেকে শুরু করে সচেতনতা প্রচার শুরু করেছে এই দুই দপ্তর।

বিষয়টি নিয়ে বাঁকুড়া জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক শ্যামল সরেন জানান,"ইতিমধ্যেই গত বছরের তুলনায় জেলায় ডেঙ্গুর প্রকোপ কিছুটা বেড়ে গিয়েছে। তবে আমাদের দপ্তরের যা যা করনীয় আমরা সেই সমস্ত কাজকর্ম শুরু করে দিয়েছি। খুব শীঘ্রই আমরা একে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হব। "

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.