দুবাই, 25 জুন : বিশ্বজুড়ে এখনও অব্যাহত কোরোনা ভাইরাসের দাপট । আর তার জেরেই, প্রথমে ভারত, এবার বাংলাদেশের শ্রীলঙ্কা সফর বাতিল হল। মঙ্গলবার টুইট করে একথা জানায় আন্তর্জাতিক ক্রিকেট নিমায়ক সংস্থা বা ICC । বিশ্বজুড়ে বিভিন্ন স্পোর্টস ইভেন্টে ব্যাপক প্রভাব ফেলেছে এই কোরোনা ভাইরাস।
সামনের মাসেই বাংলাদেশ ক্রিকেট টিমের শ্রীলঙ্কা সফর ছিল । সেখানে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলার কথা ছিল বেঙ্গল টাইগারদের । এদিন টুইট করে ICC লেখে, "আগামী মাসে বাংলাদেশের শ্রীলঙ্কা সফর আপাতত বাতিল করা হল ।"
এরপর শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের তরফে একটি বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয় , কোরোনার ফলে ক্রিকেটারদের প্রস্তুতির অভাবের কারণেই বাংলাদেশ এই সফর বাতিল করল। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড বলে , "বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফে জানানো হয়েছে পরিস্থিতি এখন স্বাভাবিক না হওয়ায় ক্রিকেটাররা পর্যাপ্ত প্রস্তুতি নিতে পারেনি । তাই দুই বোর্ডের সম্মতিতেই বাংলাদেশ জাতীয় দলের শ্রীলঙ্কা সফর আপাতত বাতিল ঘোষণা করা হল। দুই বোর্ড নিজেদের মধ্যে আলোচনা করে পরবর্তী দিনক্ষণ ঠিক করবে ।"
COVID-19 মহা মাটির কারণে নিউজ়িল্যান্ড ক্রিকেট দলের বাংলাদেশ সফর বাতিল করা হয়েছে । সম্প্রতি বাংলাদেশ জাতীয় দলের তিন ক্রিকেটারের শরীরে কোরোনা ভাইরাসের হদিস মেলে। ICC -র বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসাবে বাংলাদেশ দুটি টেস্ট ম্যাচ খেলার কথা ছিল নিউজ়িল্যান্ডের।
গত সপ্তাহেই বাংলাদেশের প্রাক্তন ওয়ানডে অধিনায়ক মাশরাফি মোর্তজা COVID-19 পজ়িটিভ হন । একইসঙ্গে আরও দুই বাংলাদেশি ক্রিকেটার নাজমুল ইসলাম ও নাফিজ ইকবালের শরীরেও কোরোনা ভাইরাস সংক্রমণ হয়।
আগেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড এপ্রিল মাসে পাকিস্তান সফর ও মে মাসে আয়ারল্যান্ড ও UK সফরও বাতিল করে । কোরোনা মহামারির দাপটে জুনে অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফরও বাতিল করা হয়।
সামনের মাসে ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে ইংল্যান্ড।