আসানসোল, 9 জুলাই : ভাঙাচোরা রাস্তা, খানাখন্দে ভরতি । বর্ষায় জল জমে একেবারে বেহাল দশা। তারমধ্যেই চলছে ভারী গাড়ি । নিত্যদিন দুর্ঘটনা লেগেই আছে ।
আসানসোলের বারাবনি ব্লকের পুঁচড়া গ্রাম পঞ্চায়েতের মদনপুর গ্রামের কাছে দোমোহানি রোডের হাল দেখলে যে কেউ চমকে উঠবে । রাস্তায় বৃষ্টির জল জমে কার্যত ডোবার চেহারা নিয়েছে। দোমোহানি থেকে গৌরান্ডি যাওয়ার মূল রাস্তা এটি। প্রতিদিন যাত্রীবাহি বাস থেকে শুরু করে খনি এলাকার কয়লা বোঝাই ডাম্পার, বড়, ছোটো সবরকম যানবাহনই চলে। যারা এই রাস্তায় নিয়মিত যাতায়াত করে, তারা জানে কোথায় কোথায় খানাখন্দ রয়েছে । কিন্তু যারা প্রথমবার যাচ্ছে, তাদের অনেকেই দুর্ঘটনার কবলে পড়ছে। শুধু তাই নয় রাস্তার জমা জলেই শিশুরা খেলছে, স্নান করছে। পাশ দিয়েই যাচ্ছে ভারী যানবাহন। যে কোনও সময় ঘটতে পারে দুর্ঘটনা। হুঁশ নেই এলাকার বাসিন্দাদেরও ।
এবিষয়ে বারাবনি থেকে নির্বাচিত জেলা পরিষদের সদস্য অসিত সিং বলেন, “সাধারণ মানুষের দাবি মতো রাস্তা সংস্কারের কাজ শুরু হয়েছিল। PWD সেই কাজ করছিল। কিন্তু লকডাউনে কাজটি আপাতত স্থগিত রয়েছে। যার জেরেই এমন দশা।" তবে কবে থেকে ফের রাস্তার সংস্কারের কাজ শুরু হবে তা জানা যায়নি ।