দিল্লি, 17 সেপ্টেম্বর : আগামীকাল থেকে বদলে যাচ্ছে SBI-এর ATM থেকে OTP দিয়ে টাকা তোলার নিয়ম । স্টেট ব্যাঙ্কের থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, একদিনে 10 হাজার বা তার বেশি অঙ্কের টাকা SBI-এর ATM গুলি তুলতে হলে OTP-র প্রয়োজন হবে । 18 সেপ্টেম্বর থেকে এই নতুন নিয়ম কার্যকর হবে ।
প্রসঙ্গত, গ্রাহকদের আর্থিক নিরাপত্তা সুনিশ্চিত করতে ও ATM জালিয়াতি বন্ধ করতে চলতি বছরের 1 জানুয়ারি থেকে এই OTP-নির্ভর টাকা তোলার ব্যবস্থা চালু করেছিল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া । সেই নিয়ম অনুযায়ী, রাত 8 টা থেকে সকাল 8 টার মধ্যে SBI-এর যে কোনও ATM থেকে 10 হাজার টাকার বেশি তুলতে গেলে OTP-র প্রয়োজন পড়ত । কিন্তু এবার থেকে দিনের যে কোনও সময়েই এই নিয়ম প্রযোজ্য হবে ।
আরও পড়ুন : অনলাইনে দেদার স্কিমার, বাড়ছে ATM জালিয়াতির ঝুঁকি
এই নতুন নিয়ম চালু করার বিষয়ে SBI-এর রেটেইল ও ডিজিটাল ব্যাঙ্কিং সংক্রান্ত বিষয়ক ম্যানেজিং ডিরেক্টর সি এস শেট্টি বলেছেন, "SBI সবসময় গ্রাহকদের সুবিধা ও সুরক্ষার কথা আগে ভাবে । উন্নত প্রযুক্তির মাধ্যমে গ্রাহকদের আর্থিক নিরাপত্তা সুনিশ্চিত করতে সচেষ্ট SBI । সর্বক্ষণের জন্য OTP নির্ভর টাকা তোলার ব্যবস্থায় গ্রাহক সুরক্ষা আরও সুনিশ্চিত হল ।"
OTP হল একটি সিস্টেম দ্বারা জেনারেট হওয়া একটি সংখ্যামালা যা কেবলমাত্র একবার টাকা তোলার জন্য ব্যবহার করা যেতে পারে । যিনি টাকা তুলছেন, তিনি সঠিক গ্রাহক কি না তা প্রমাণ করার ক্ষেত্রে অত্যন্ত কার্যকর এই OTP । যিনি টাকা তুলবেন, তিনি টাকার অঙ্ক দেওয়ার পরেই ATM স্ক্রিনে OTP চাওয়া হবে । গ্রাহকের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যে মোবাইল নম্বরটি লিঙ্ক করা রয়েছে, সেই মোবাইল নম্বরে যাবে OTP-টি । এতে গ্রাহকের আর্থিক সুরক্ষা অনেকটাই বাড়বে বলে আশাবাদী SBI কর্তৃপক্ষ ।
আরও পড়ুন : রেস্তরাঁ ওয়েটারদের হাতে ATM স্কিমার! অজান্তেই তথ্য-চুরি