কলকাতা, 14 জুলাই : রাতের কলকাতায় দুর্ঘটনা । একবালপুর রোডে ক্রসিংয়ের কাছে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে গার্ডেনরিচ থানার এক অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টরের । একটি লরি দ্রুত গতিতে পিছন থেকে এসে তাঁকে ধাক্কা মেরে চলে যায়। CCTV ফুটেজ খতিয়ে দেখে লরিটি চিহ্নিত করার কাজ চলছে ।
পুলিশ সূত্রে খবর, ওই অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টরের নাম বিকাশচন্দ্র রায় (50) । গতরাতে গার্ডেনরিচ থানা থেকে ডিউটি সেরে বাইকে করে কোয়ার্টারে ফিরছিলেন তিনি । একবালপুর ক্রসিংয়ের কাছে একটি লরি পিছন থেকে তাঁকে ধাক্কা মেরে পালিয়ে যায় । বাইক থেকে ছিটকে পড়েন বিকাশবাবু । দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই অন্য পুলিশকর্মীরা ঘটনাস্থানে পৌঁছান । বিকাশবাবুকে প্রথমে নিয়ে যাওয়া হয় CMRI হাসপাতালে । পরে সেখান থেকে নিয়ে যাওয়া হয় SSKM হাসপাতালে । সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ।
লরিটির খোঁজে তল্লাশি চালানো হচ্ছে । চালককে চিহ্নিত করার কাজ চলছে ।