ETV Bharat / briefs

পরিষেবা বন্ধের হুঁশিয়ারি অ্যাপ ক্যাব সংগঠনের - লকডাউন

তেলের দাম বাড়ছে । কোরোনা পরিস্থিতিতে চালকদের জন্য কোনও সুরক্ষা ব্যবস্থাও নেওয়া হয়নি । অভিযোগে পরিষেবা বন্ধের হুঁশিয়ারি অ্যাপ ক্যাব সংগঠনগুলির ।

App cabs
App cabs
author img

By

Published : Jul 5, 2020, 4:28 PM IST

কলকাতা, 5 জুলাই : দীর্ঘ আর্থিক সমস্যার মুখে অ্যাপ ক্যাব সংস্থাগুলির মালিক ও চালকদের প্রতি উদাসীনতার প্রতিবাদে এবার অ্যাপ ক্যাব ও লাক্জ়ারি ট্যাক্সি সংগঠনগুলি একত্রে পরিবহন দপ্তরের দ্বারস্থ হতে চলেছে । প্রয়োজনে পরিষেবা বন্ধেরও হুঁশিয়ারি সংগঠনগুলির । এ'বিষয়ে আগামী মঙ্গলবার ওয়েস্ট বেঙ্গল অনলাইন ক্যাব অপারেটরস গিল্ড, জয়েন্ট কাউন্সিল অফ লাক্জ়ারি ট্যাক্সি অ্যাসোসিয়েশন, কলকাতা অ্যাপ ক্যাব অ্যাসোসিয়েশন ও লাক্জ়ারি ট্যাক্সি অ্যাসোসিয়েশন মিলিয়ে জয়েন্ট ফোরাম অফ ক্যাব অপারেটরদের তরফে পরিবহন সচিব প্রভাত কুমার মিশ্রের কাছে একটি ডেপুটেশন জমা দেওয়া হবে ।

সম্প্রতি আর্থিক অভাব ও ঋণের টাকা মেটানোর জন্য বেসরকারি সংস্থাগুলির লাগাতার চাপের মুখে পড়ে এক অ্যাপ ক্যাব চালক আত্মহত্যা করেন । যার জেরে স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ রাজ্যের অন্যান্য অ্যাপ ক্যাব চালকরা । অন্যদিকে, বারবার বলা সত্ত্বেও চালকদের কোনও সুরক্ষা নিশ্চিত করেনি অ্যাপ ক্যাব সংস্থাগুলি। ইতিমধ্যেই, চারজন চালকের COVID-19 পজ়িটিভ পাওয়া গেছে । আতঙ্ক ছড়িয়েছে অন্য চালকদের মধ্যেও । অনেকেই আর পথে গাড়ি নামাতে চাইছেন না।

ওয়েস্ট বেঙ্গল অনলাইন ক্যাব অপারেটরদের সাধারণ সম্পাদক ইন্দ্রনীল বন্দ্যোপাধ্যায় বলেন, "10 দিনের মধ্যে কোনও ইতিবাচক সিদ্ধান্ত না নেওয়া হলে আমরা পরিষেবা বন্ধ করে দিতে বাধ্য হব ।" লাক্জ়ারি ট্যাক্সি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সুব্রত শংকর ঘোষ বলেন, “যে হারে জ্বালানির দাম বাড়ছে তাতে গাড়ির মালিকদের পক্ষে গাড়ি চালানো অসম্ভব হয়ে পড়ছে। তাই আমরা ভাড়া বৃদ্ধি ও আরও অন্যান্য দাবি নিয়ে আগামী মঙ্গলবার পরিবহন দপ্তরের কাছে ডেপুটেশন দেব ।”

কলকাতা, 5 জুলাই : দীর্ঘ আর্থিক সমস্যার মুখে অ্যাপ ক্যাব সংস্থাগুলির মালিক ও চালকদের প্রতি উদাসীনতার প্রতিবাদে এবার অ্যাপ ক্যাব ও লাক্জ়ারি ট্যাক্সি সংগঠনগুলি একত্রে পরিবহন দপ্তরের দ্বারস্থ হতে চলেছে । প্রয়োজনে পরিষেবা বন্ধেরও হুঁশিয়ারি সংগঠনগুলির । এ'বিষয়ে আগামী মঙ্গলবার ওয়েস্ট বেঙ্গল অনলাইন ক্যাব অপারেটরস গিল্ড, জয়েন্ট কাউন্সিল অফ লাক্জ়ারি ট্যাক্সি অ্যাসোসিয়েশন, কলকাতা অ্যাপ ক্যাব অ্যাসোসিয়েশন ও লাক্জ়ারি ট্যাক্সি অ্যাসোসিয়েশন মিলিয়ে জয়েন্ট ফোরাম অফ ক্যাব অপারেটরদের তরফে পরিবহন সচিব প্রভাত কুমার মিশ্রের কাছে একটি ডেপুটেশন জমা দেওয়া হবে ।

সম্প্রতি আর্থিক অভাব ও ঋণের টাকা মেটানোর জন্য বেসরকারি সংস্থাগুলির লাগাতার চাপের মুখে পড়ে এক অ্যাপ ক্যাব চালক আত্মহত্যা করেন । যার জেরে স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ রাজ্যের অন্যান্য অ্যাপ ক্যাব চালকরা । অন্যদিকে, বারবার বলা সত্ত্বেও চালকদের কোনও সুরক্ষা নিশ্চিত করেনি অ্যাপ ক্যাব সংস্থাগুলি। ইতিমধ্যেই, চারজন চালকের COVID-19 পজ়িটিভ পাওয়া গেছে । আতঙ্ক ছড়িয়েছে অন্য চালকদের মধ্যেও । অনেকেই আর পথে গাড়ি নামাতে চাইছেন না।

ওয়েস্ট বেঙ্গল অনলাইন ক্যাব অপারেটরদের সাধারণ সম্পাদক ইন্দ্রনীল বন্দ্যোপাধ্যায় বলেন, "10 দিনের মধ্যে কোনও ইতিবাচক সিদ্ধান্ত না নেওয়া হলে আমরা পরিষেবা বন্ধ করে দিতে বাধ্য হব ।" লাক্জ়ারি ট্যাক্সি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সুব্রত শংকর ঘোষ বলেন, “যে হারে জ্বালানির দাম বাড়ছে তাতে গাড়ির মালিকদের পক্ষে গাড়ি চালানো অসম্ভব হয়ে পড়ছে। তাই আমরা ভাড়া বৃদ্ধি ও আরও অন্যান্য দাবি নিয়ে আগামী মঙ্গলবার পরিবহন দপ্তরের কাছে ডেপুটেশন দেব ।”

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.