ETV Bharat / briefs

রাহুল-মমতায় বারবার ঝুঁকে 'সাইকেল'-এর ভরাডুবি, প্রায় নিশ্চিহ্ন চন্দ্রবাবুর TDP ! - YSRCP

ভোট গণনার প্রথম চারঘণ্টার মধ্যেই আভাস মিলছে মাত্র 25 টি আসনে এগিয়ে রয়েছে TDP । সেখানে YSR কংগ্রেস এগিয়ে 149 টি আসনে । অর্থাৎ ভোট গণনার প্রাথমিক গতিপ্রকৃতি ধরলে বিপুলভাবে অন্ধ্রের ক্ষমতা নিতে চলেছে YSR । স্বাভাবিকভাবে আজই অন্ধ্রের মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করতে পারেন চন্দ্রবাবু নাইডু ।

চন্দ্রবাবু নাইডু
author img

By

Published : May 23, 2019, 12:58 PM IST

অমরাবতী, 23 মে : তাঁকে কখনও দেখা গেছে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে । কখনও আবার রাহুল গান্ধির কাছে ছুটে গেছেন । কিন্তু এভাবে বারবার পট পরিবর্তন সম্ভবত বুমেরাং হতে চলেছে চন্দ্রবাবু নাইডুর কাছে ।

আজ লোকসভা নির্বাচনের পাশাপাশি অন্ধ্রপ্রদেশ বিধানসভা নির্বাচনেরও ভোট গণনা । প্রাথমিকভাবে যা আভাস তাতে খুব সম্ভবত গদি হারাতে চলেছেন তেলুগু দেশম সুপ্রিমো চন্দ্রবাবু নাইডু । ভোট গণনার প্রথম চারঘণ্টার মধ্যেই আভাস মিলছে মাত্র 25টি আসনে এগিয়ে রয়েছে TDP । সেখানে YSR কংগ্রেস এগিয়ে 149টি আসনে । অর্থাৎ ভোট গণনার প্রাথমিক গতিপ্রকৃতি ধরলে বিপুলভাবে অন্ধ্রের ক্ষমতা নিতে চলেছে YSR । স্বাভাবিকভাবে আজই অন্ধ্রের মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করতে পারেন চন্দ্রবাবু নাইডু ।

কিন্তু কেন চন্দ্রবাবুর দলের এই ভরাডুবি ? রাজনৈতিক সমালোচকদের মতে, বারবার অবস্থান পরিবর্তনের ইঙ্গিতই এর কারণ । যারা দিল্লির রাজনৈতিক বিষয় নিয়ে চর্চা করেন তাঁদের মতে চন্দ্রবাবু একটি 'বিশেষ' চরিত্র। কারণ যখন যে দল ক্ষমতায় আসতে পারে সেটা না কি আগে থেকেই আভাস পান চন্দ্রবাবুর মতো নেতারা ।

এবার লোকসভা ভোটের আগেই কলকাতায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা ইউনাইটেড ইন্ডিয়ার সভায় হাজির হতে দেখা গেছিল চন্দ্রবাবুকে । আবার কখনও রাহুল গান্ধির সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি । মনে করা হচ্ছে রাহুল গান্ধি বা ইউনাইটেড ইন্ডিয়ার মঞ্চে চন্দ্রবাবুর অবস্থান তাঁর বিশ্বাসযোগ্যতাকে অনেকটা নড়িয়ে দিয়েছে । আর আজ ভোট গণনার প্রাথমিক ফলই তার প্রমাণ ।

অমরাবতী, 23 মে : তাঁকে কখনও দেখা গেছে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে । কখনও আবার রাহুল গান্ধির কাছে ছুটে গেছেন । কিন্তু এভাবে বারবার পট পরিবর্তন সম্ভবত বুমেরাং হতে চলেছে চন্দ্রবাবু নাইডুর কাছে ।

আজ লোকসভা নির্বাচনের পাশাপাশি অন্ধ্রপ্রদেশ বিধানসভা নির্বাচনেরও ভোট গণনা । প্রাথমিকভাবে যা আভাস তাতে খুব সম্ভবত গদি হারাতে চলেছেন তেলুগু দেশম সুপ্রিমো চন্দ্রবাবু নাইডু । ভোট গণনার প্রথম চারঘণ্টার মধ্যেই আভাস মিলছে মাত্র 25টি আসনে এগিয়ে রয়েছে TDP । সেখানে YSR কংগ্রেস এগিয়ে 149টি আসনে । অর্থাৎ ভোট গণনার প্রাথমিক গতিপ্রকৃতি ধরলে বিপুলভাবে অন্ধ্রের ক্ষমতা নিতে চলেছে YSR । স্বাভাবিকভাবে আজই অন্ধ্রের মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করতে পারেন চন্দ্রবাবু নাইডু ।

কিন্তু কেন চন্দ্রবাবুর দলের এই ভরাডুবি ? রাজনৈতিক সমালোচকদের মতে, বারবার অবস্থান পরিবর্তনের ইঙ্গিতই এর কারণ । যারা দিল্লির রাজনৈতিক বিষয় নিয়ে চর্চা করেন তাঁদের মতে চন্দ্রবাবু একটি 'বিশেষ' চরিত্র। কারণ যখন যে দল ক্ষমতায় আসতে পারে সেটা না কি আগে থেকেই আভাস পান চন্দ্রবাবুর মতো নেতারা ।

এবার লোকসভা ভোটের আগেই কলকাতায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা ইউনাইটেড ইন্ডিয়ার সভায় হাজির হতে দেখা গেছিল চন্দ্রবাবুকে । আবার কখনও রাহুল গান্ধির সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি । মনে করা হচ্ছে রাহুল গান্ধি বা ইউনাইটেড ইন্ডিয়ার মঞ্চে চন্দ্রবাবুর অবস্থান তাঁর বিশ্বাসযোগ্যতাকে অনেকটা নড়িয়ে দিয়েছে । আর আজ ভোট গণনার প্রাথমিক ফলই তার প্রমাণ ।

Akhnoor (Jammu and Kashmir), May 19 (ANI): Tourism Department of Jammu and Kashmir organised a heritage walk on the occasion of Buddha Purnima in Akhnoor on Saturday. The walk started from Jio Pota to ancient Buddhist site Ambaran. Locals took part in the heritage walk with full enthusiasm. Buddha Purnima is celebrated to mark the birth anniversary of Lord Buddha.


ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.