ETV Bharat / briefs

সদর হাসপাতালের কর্মীর বিরুদ্ধে কোভিড টেস্টের জন্য টাকা চাওয়ার অভিযোগ - পুরুলিয়া

অভিযুক্ত ওই যুবকের নাম রাহুল বন্দ্যোপাধ্যায় । তিনি হাসপাতালের কোভিড বিভাগে কর্মরত । অভিযোগ পেয়ে বিষয়টি তদন্ত করে দেখার আশ্বাস দিয়েছেন হাসপাতালের MSVP সুকোমল বিষয়ী ।

পুরুলিয়া সদর হাসপাতাল
পুরুলিয়া সদর হাসপাতাল
author img

By

Published : Sep 14, 2020, 3:17 PM IST

পুরুলিয়া, 14 সেপ্টেম্বর : সরকারি হাসপাতালে কোভিড টেস্ট করানোর পর তরুণীর কাছে টাকা চাওয়ার অভিযোগ উঠল হাসপাতালের এক কর্মীর বিরুদ্ধে l এমনকি ওই কর্মী তরুণীকে কুপ্রস্তাব দেয় বলেও অভিযোগ।


এই ঘটনার পর ওই তরুণী ও তাঁর পরিজনরা অভিযুক্ত ওই হাসপাতাল কর্মীকে ঘিরে বিক্ষোভ দেখান । পরে ওই কর্মীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয় পুরুলিয়া সদর হাসপাতালের MSVP দপ্তরে ।


জানা গিয়েছে, অভিযুক্ত ওই যুবকের নাম রাহুল বন্দ্যোপাধ্যায় । তিনি হাসপাতালের কোভিড বিভাগে কর্মরত । অভিযোগ পেয়ে বিষয়টি তদন্ত করে দেখার আশ্বাস দিয়েছেন হাসপাতালের MSVP সুকোমল বিষয়ী ।

পুরুলিয়া শহরের বাসিন্দা ওই তরুণী গত 5 তারিখ পুরুলিয়া সদর হাসপাতালের কোভিড বিভাগে কোরোনা টেস্ট করান । পরে তার কাছে একটি ফোন আসে । অভিযোগ ফোনটি করে হাসপাতালের কোভিড বিভাগের কর্মী রাহুল । ফোনের মাধ্যমে তাকে কোভিড টেস্টের জন্য 7 হাজার টাকা দাবি করে বলে অভিযোগ । আর তা দিতে না পারলে তরুণীকে একা দেখা করার প্রস্তাব দেয় বলে অভিযোগ। এরপর পুরুলিয়া সদর হাসপাতালের MSVP দপ্তরে লিখিত অভিযোগ করেন ওই তরুণী।

পুরুলিয়া, 14 সেপ্টেম্বর : সরকারি হাসপাতালে কোভিড টেস্ট করানোর পর তরুণীর কাছে টাকা চাওয়ার অভিযোগ উঠল হাসপাতালের এক কর্মীর বিরুদ্ধে l এমনকি ওই কর্মী তরুণীকে কুপ্রস্তাব দেয় বলেও অভিযোগ।


এই ঘটনার পর ওই তরুণী ও তাঁর পরিজনরা অভিযুক্ত ওই হাসপাতাল কর্মীকে ঘিরে বিক্ষোভ দেখান । পরে ওই কর্মীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয় পুরুলিয়া সদর হাসপাতালের MSVP দপ্তরে ।


জানা গিয়েছে, অভিযুক্ত ওই যুবকের নাম রাহুল বন্দ্যোপাধ্যায় । তিনি হাসপাতালের কোভিড বিভাগে কর্মরত । অভিযোগ পেয়ে বিষয়টি তদন্ত করে দেখার আশ্বাস দিয়েছেন হাসপাতালের MSVP সুকোমল বিষয়ী ।

পুরুলিয়া শহরের বাসিন্দা ওই তরুণী গত 5 তারিখ পুরুলিয়া সদর হাসপাতালের কোভিড বিভাগে কোরোনা টেস্ট করান । পরে তার কাছে একটি ফোন আসে । অভিযোগ ফোনটি করে হাসপাতালের কোভিড বিভাগের কর্মী রাহুল । ফোনের মাধ্যমে তাকে কোভিড টেস্টের জন্য 7 হাজার টাকা দাবি করে বলে অভিযোগ । আর তা দিতে না পারলে তরুণীকে একা দেখা করার প্রস্তাব দেয় বলে অভিযোগ। এরপর পুরুলিয়া সদর হাসপাতালের MSVP দপ্তরে লিখিত অভিযোগ করেন ওই তরুণী।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.