ETV Bharat / briefs

নির্মল মাজির বিরুদ্ধে মামলা, সুপ্রিম কোর্টে যাওয়ার হুমকি মামলাকারীর

কুণাল সাহা হাজির থাকলেও আদালতে গরহাজির ছিলেন মন্ত্রী নির্মল মাজি । মামলার শুনানি না হ‌ওয়ায় নির্মলের বিরুদ্ধে ক্ষোভ চেপে রাখেননি মামলাকারী প্রবাসী চিকিৎসক কুণাল সাহা।

নির্মল মাজি
author img

By

Published : Jun 30, 2019, 4:08 AM IST

বারাসত, 30 জুন : ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের চেয়ারম্যান তথা মন্ত্রী নির্মল মাজির বিরুদ্ধে মামলা করেছেন প্রবাসী চিকিৎসক কুণাল সাহা। শনিবার বারাসত বিশেষ আদালতে সেই মামলার শুনানি শুরু হ‌ওয়ার কথা ছিল। কিন্তু, কুণাল সাহা হাজির থাকলেও আদালতে গরহাজির ছিলেন মন্ত্রী নির্মল মাজি । মামলার শুনানি না হ‌ওয়ায় নির্মলের বিরুদ্ধে ক্ষোভ চেপে রাখেননি মামলাকারী প্রবাসী চিকিৎসক কুণাল সাহা।

কুণাল বলেন, "আমি দুটো মামলা করেছি নির্মল মাজির বিরুদ্ধে ।'' মামলার কারণ হিসাবে কুণাল সাহা বলেন, "2018 সালে উনি (নির্মল মাজি) আমার বিরুদ্ধে খবরের কাগজে বাজে কথা বলেছিলেন । চক্রান্ত করে আমার বিরুদ্ধে অপবাদ দেন । সেজন্যই এই মামলা ।'' এরপর‌ই মাজির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনেন কুণাল সাহা । তিনি বলেন, " প্রথম মামলা চলাকালীন প্রমাণ মেলে উনি রাজ‍্য মেডিকেল কাউন্সিলের টাকা নিজের স্বার্থে ব্যবহার করেছেন।

তাঁর অভিযোগ, "কেউ মেডিকেল কাউন্সিলে বিচারের জন্য গেলে, সুবিচার পান না। চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ উঠলে এখানে কোন‌ও চিকিৎসকের সাজা হয় না। সেই চিকিৎসককে আড়াল করেন মেডিকেল কাউন্সিলের প্রধান নির্মল মাজি। " কুণালের দাবি, এই মামলাটি অত‍্যন্ত গুরুত্বপূর্ণ । ১৫ জুলাই মামলাটি আবার উঠবে আদালতে । এর পরই হুমকির সুরে তিনি বলেন, ''ওই দিন‌ও যদি উনি (নির্মল মাজি) আদালতে হাজির না হন, তাহলে আমরা উচ্চ আদালতে, দরকারে সুপ্রিম কোর্টে যাব।''

বারাসত, 30 জুন : ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের চেয়ারম্যান তথা মন্ত্রী নির্মল মাজির বিরুদ্ধে মামলা করেছেন প্রবাসী চিকিৎসক কুণাল সাহা। শনিবার বারাসত বিশেষ আদালতে সেই মামলার শুনানি শুরু হ‌ওয়ার কথা ছিল। কিন্তু, কুণাল সাহা হাজির থাকলেও আদালতে গরহাজির ছিলেন মন্ত্রী নির্মল মাজি । মামলার শুনানি না হ‌ওয়ায় নির্মলের বিরুদ্ধে ক্ষোভ চেপে রাখেননি মামলাকারী প্রবাসী চিকিৎসক কুণাল সাহা।

কুণাল বলেন, "আমি দুটো মামলা করেছি নির্মল মাজির বিরুদ্ধে ।'' মামলার কারণ হিসাবে কুণাল সাহা বলেন, "2018 সালে উনি (নির্মল মাজি) আমার বিরুদ্ধে খবরের কাগজে বাজে কথা বলেছিলেন । চক্রান্ত করে আমার বিরুদ্ধে অপবাদ দেন । সেজন্যই এই মামলা ।'' এরপর‌ই মাজির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনেন কুণাল সাহা । তিনি বলেন, " প্রথম মামলা চলাকালীন প্রমাণ মেলে উনি রাজ‍্য মেডিকেল কাউন্সিলের টাকা নিজের স্বার্থে ব্যবহার করেছেন।

তাঁর অভিযোগ, "কেউ মেডিকেল কাউন্সিলে বিচারের জন্য গেলে, সুবিচার পান না। চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ উঠলে এখানে কোন‌ও চিকিৎসকের সাজা হয় না। সেই চিকিৎসককে আড়াল করেন মেডিকেল কাউন্সিলের প্রধান নির্মল মাজি। " কুণালের দাবি, এই মামলাটি অত‍্যন্ত গুরুত্বপূর্ণ । ১৫ জুলাই মামলাটি আবার উঠবে আদালতে । এর পরই হুমকির সুরে তিনি বলেন, ''ওই দিন‌ও যদি উনি (নির্মল মাজি) আদালতে হাজির না হন, তাহলে আমরা উচ্চ আদালতে, দরকারে সুপ্রিম কোর্টে যাব।''

Kolkata, Jun 30 (ANI): LGBTQ community celebrated '20 years of their friendship' with pride walk in Kolkata. The walk was meant for uniting their community together without any discrimination. Pride march was organized to commemorate the Stonewall riots. While speaking to ANI, a LGBTQ member said, "The first pride known as friendship pride was held in Kolkata, so this is the 20th anniversary we are celebrating here." "We do this pride walk to show our existence to the society, we also have an identity. We celebrate this walk despite any obstacles," another LGBTQ member commented.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.