কলকাতা, 9 অক্টোবর : এবার কোরোনায় আক্রান্ত হলেন রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা অজয়কুমার চক্রবর্তী । তিনি হোম আইসলেশনে রয়েছেন । তাঁর স্ত্রী-ও কোরোনায় আক্রান্ত হয়েছেন । সোমবার থেকে তাঁর চিকিৎসা চলছে এম আর বাঙুর হাসপাতালে ।
স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, গতকাল স্বাস্থ্য অধিকর্তার কোরোনা রিপোর্ট পজ়িটিভ আসে । তারপর থেকেই তিনি হোম আইসোলেশনে রয়েছেন । তাঁর স্ত্রীর কোরোনা রিপোর্ট পজ়িটিভ আসার পর তাঁরও পরীক্ষা করানো হয় ।
স্বাস্থ্য অধিকর্তার সংস্পর্শে যাঁরা এসেছেন তাঁদের পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানা গিয়েছে ।