ETV Bharat / briefs

রামনবমীতে রক্ষা নেই নির্বাচন দোসর, চ্যালেঞ্জ নিতে প্রস্তুত নয়া কমিশনার

সদ্য দায়িত্ব নিয়েই কাজ শুরু করে দিলেন কলকাতার নতুন পুলিশ কমিশনার রাজেশ কুমার। এলাকার পরিস্থিতি নিয়ে খোঁজ খবর নেন।

রাজেশ কুমার
author img

By

Published : Apr 9, 2019, 1:45 AM IST

Updated : Apr 9, 2019, 5:56 AM IST

কলকাতা, 9 এপ্রিল : কাজ শুরু করে দিলেন নতুন পুলিশ কমিশনার রাজেশ কুমার। গতকাল ডেপুটি কমিশনার সহ বিভিন্ন ডিভিশনের পুলিশ কর্তাদের লালবাজারে না ডেকে নিজেই পৌঁছে গেলেন অফিসে। সেরে নিলেন আলাপ পরিচয়। খোঁজ নিলেন এলাকার পরিস্থিতির বিষয়ে। আসলে দায়িত্ব নিয়েই জোড়া চ্যালেঞ্জের মুখোমুখি তিনি। সামনেই রামনবমী। তারপরেই ভোট। ডেপুটি কমিশনারদের সঙ্গে বৈঠকের পর নিজেই জানালেন, শান্তিপূর্ণভাবে রামনবমী এবং ভোট পরিচালনা করতে বদ্ধপরিকর কলকাতা পুলিশ।

কলকাতা পুলিশে কোনও দিন সেই ভাবে কাজ করেননি রাজেশ কুমার। তারপরেও নির্বাচন কমিশন মনে করেছে অনুজ শর্মা নন, শহরে শান্তিপূর্ণ ভোট করাতে পারবেন রাজেশ কুমারই। সেই সূত্রে নির্বাচন কমিশন নবান্নকে নির্দেশ দেয়, অনুজ শর্মাকে বদলি করার। গত শনিবার কলকাতার পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব নেন রাজেশ কুমার। দায়িত্ব নিয়েই জানিয়ে দেন, শান্তিপূর্ণভাবে ভোটপর্ব পরিচালনা করাই লক্ষ্য। কিন্তু এরই মাঝে রয়েছে রামনবমী। গত বছর রামনবমীকে কেন্দ্র করে তৈরি হয়েছিল উত্তেজনা। শহরের ইতিউতি হয়েছিল অস্ত্র মিছিল। কলকাতায় তেমন বড় গন্ডগোল না হলেও, জেলায় জেলায় বেশ কিছু গোষ্ঠী সংঘর্ষের ঘটনা নজরে আসে। আসানসোলের সেই ঘটনা ভয়াবহ আকার নেয়। বোমার আঘাতে হাত উড়ে যায় এক পুলিশ কর্তার।

স্বাভাবিকভাবেই রামনবমী শান্তিপূর্ণভাবে শেষ করাটা পুলিশের কাছে চ্যালেঞ্জ। কারণ, একা রামে রক্ষা নেই নির্বাচন দোসর। আর তাই লালবাজারের সিনিয়র পুলিশ অফিসারদের কাছে শনিবার পুরো পরিস্থিতির খোঁজখবর নেওয়ার পর নেমে পড়লেন মাঠে। নিজেই পৌঁছে গেলেন টালিগঞ্জে পুলিশ আবাসনের ডেপুটি পুলিশ কমিশনার (SSD এবং SWD)-র অফিসে। সেখানে বৈঠক করেন ডেপুটি পুলিশ কমিশনার এবং অ্যাসিসটেন্ট পুলিশ কমিশনারদের সঙ্গে। খোঁজ নেন পরিস্থিতির। জানিয়ে দেন নিজের পরিকল্পনার কথা। সেখান থেকে তিনি যান ইস্ট ডিভিশনের ডেপুটি কমিশনারের অফিসে। সেখানেও বৈঠক করেন। টালিগঞ্জের বৈঠকের পর রাজেশ কুমার বলেন, "রামনবমী এবং ভোট কীভাবে শান্তিপূর্ণ করা যায় তার প্রস্তুতির জন্যই আমরা সব পুলিশ অফিসারদের সঙ্গে মিটিং করছি।"

শুনুন রাজেশ কুমারের বক্তব্য়

কলকাতা, 9 এপ্রিল : কাজ শুরু করে দিলেন নতুন পুলিশ কমিশনার রাজেশ কুমার। গতকাল ডেপুটি কমিশনার সহ বিভিন্ন ডিভিশনের পুলিশ কর্তাদের লালবাজারে না ডেকে নিজেই পৌঁছে গেলেন অফিসে। সেরে নিলেন আলাপ পরিচয়। খোঁজ নিলেন এলাকার পরিস্থিতির বিষয়ে। আসলে দায়িত্ব নিয়েই জোড়া চ্যালেঞ্জের মুখোমুখি তিনি। সামনেই রামনবমী। তারপরেই ভোট। ডেপুটি কমিশনারদের সঙ্গে বৈঠকের পর নিজেই জানালেন, শান্তিপূর্ণভাবে রামনবমী এবং ভোট পরিচালনা করতে বদ্ধপরিকর কলকাতা পুলিশ।

কলকাতা পুলিশে কোনও দিন সেই ভাবে কাজ করেননি রাজেশ কুমার। তারপরেও নির্বাচন কমিশন মনে করেছে অনুজ শর্মা নন, শহরে শান্তিপূর্ণ ভোট করাতে পারবেন রাজেশ কুমারই। সেই সূত্রে নির্বাচন কমিশন নবান্নকে নির্দেশ দেয়, অনুজ শর্মাকে বদলি করার। গত শনিবার কলকাতার পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব নেন রাজেশ কুমার। দায়িত্ব নিয়েই জানিয়ে দেন, শান্তিপূর্ণভাবে ভোটপর্ব পরিচালনা করাই লক্ষ্য। কিন্তু এরই মাঝে রয়েছে রামনবমী। গত বছর রামনবমীকে কেন্দ্র করে তৈরি হয়েছিল উত্তেজনা। শহরের ইতিউতি হয়েছিল অস্ত্র মিছিল। কলকাতায় তেমন বড় গন্ডগোল না হলেও, জেলায় জেলায় বেশ কিছু গোষ্ঠী সংঘর্ষের ঘটনা নজরে আসে। আসানসোলের সেই ঘটনা ভয়াবহ আকার নেয়। বোমার আঘাতে হাত উড়ে যায় এক পুলিশ কর্তার।

স্বাভাবিকভাবেই রামনবমী শান্তিপূর্ণভাবে শেষ করাটা পুলিশের কাছে চ্যালেঞ্জ। কারণ, একা রামে রক্ষা নেই নির্বাচন দোসর। আর তাই লালবাজারের সিনিয়র পুলিশ অফিসারদের কাছে শনিবার পুরো পরিস্থিতির খোঁজখবর নেওয়ার পর নেমে পড়লেন মাঠে। নিজেই পৌঁছে গেলেন টালিগঞ্জে পুলিশ আবাসনের ডেপুটি পুলিশ কমিশনার (SSD এবং SWD)-র অফিসে। সেখানে বৈঠক করেন ডেপুটি পুলিশ কমিশনার এবং অ্যাসিসটেন্ট পুলিশ কমিশনারদের সঙ্গে। খোঁজ নেন পরিস্থিতির। জানিয়ে দেন নিজের পরিকল্পনার কথা। সেখান থেকে তিনি যান ইস্ট ডিভিশনের ডেপুটি কমিশনারের অফিসে। সেখানেও বৈঠক করেন। টালিগঞ্জের বৈঠকের পর রাজেশ কুমার বলেন, "রামনবমী এবং ভোট কীভাবে শান্তিপূর্ণ করা যায় তার প্রস্তুতির জন্যই আমরা সব পুলিশ অফিসারদের সঙ্গে মিটিং করছি।"

শুনুন রাজেশ কুমারের বক্তব্য়
Intro:কলকাতা, 8 এপ্রিল: কাজ শুরু করে দিলেন নতুন পুলিশ কমিশনার রাজেশ কুমার। ডেপুটি কমিশনার সহ বিভিন্ন ডিভিশনের পুলিশ কর্তাদের লালবাজারের না ডেকে, নিজেই পৌঁছেছিলেন তাঁদের অফিসে। সেরে নিলেন আলাপ পরিচয়। খোঁজ নিলেন এলাকার পরিস্থিতির। আসলে দায়িত্ব নিয়েই জোড়া চ্যালেঞ্জের মুখোমুখি তিনি। সামনেই রামনবমী। তারপরেই ভোট। ডেপুটি কমিশনারদের সঙ্গে বৈঠকের পর নিজেই জানালেন, শান্তিপূর্ণভাবে রামনবমী এবং ভোট পরিচালনা করতে বদ্ধপরিকর কলকাতা পুলিশ।Body:কলকাতা পুলিশে কোনদিন সেভাবে কাজ করেননি। তারপরেও নির্বাচন কমিশন মনে করেছে অনুজ শর্মা নন, শহরে শান্তিপূর্ণ ভোট করাতে পারবেন ডক্টর রাজেশ কুমার। সেই সূত্রে নির্বাচন কমিশন নবান্নকে নির্দেশ দেয়, অনুজ শর্মাকে বদলি করার। গত শনিবার কলকাতার পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব নেন রাজেশ কুমার। দায়িত্ব নিয়েই জানিয়ে দেন, শান্তিপূর্ণভাবে ভোট পর্ব পরিচালনা লক্ষ্য। কিন্তু এরই মাঝে রয়েছে রামনবমী। গত বছর রামনবমীকে কেন্দ্র করে তৈরি হয়েছিল উত্তেজনা। শহরের ইতিউতি হয়েছিল অস্ত্র মিছিল। কলকাতায় তেমন বড় গন্ডগোল না হলেও, জেলায় জেলায় বেশ কিছু গোষ্ঠী সংঘর্ষের ঘটনা ঘটেছিল। আসানসোলের সেই ঘটনা ভয়াবহ আকার নেয়। বোমার আঘাতে হাত উড়ে যায় এক পুলিশকর্তার। স্বাভাবিকভাবেই রামনবমী শান্তিপূর্ণভাবে শেষ করাটা পুলিশের কাছে চ্যালেঞ্জ। কারণ, একা রামে রক্ষা নেই নির্বাচন দোসর। আর তাই লালবাজারের সিনিয়র পুলিশ অফিসারদের কাছে শনিবার পুরো পরিস্থিতির খোঁজখবর নেওয়ার পর আগে নেমে পড়লেন মাঠে। নিজেই পৌঁছে গেলেন টালীগঞ্জে পুলিশ আবাসনে অবস্থিত ডেপুটি পুলিশ কমিশনার (SSD এবং SWD) র অফিসে। সেখানে বৈঠক করেন ডেপুটি পুলিশ কমিশনার এবং এসিসটেন্ট পুলিশ কমিশনারদের সঙ্গে। খোঁজ নেন পুরো পরিস্থিতির। জানিয়ে দেন নিজের পরিকল্পনার কথা। সেখান থেকে তিনি জান ইস্ট ডিভিশনের ডেপুটি কমিশনারের অফিসে। সেখানেও করেন বৈঠক।Conclusion:টালিগঞ্জের বৈঠকের পর পুলিশ কমিশনার বলেন, “ রামনবমী এবং ভোট কিভাবে শান্তিপূর্ণ করা যায় তার প্রস্তুতির জন্যই আমরা সব পুলিশ অফিসারদের সঙ্গে মিটিং করছি।"

Last Updated : Apr 9, 2019, 5:56 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.