ETV Bharat / briefs

ধর্ষণে বাধা, বন্ধুর বোনকে অস্ত্র দিয়ে আঘাত করে গ্রেপ্তার - Arrested

মগরাহাটে বন্ধুর বোনকে ধর্ষণের চেষ্টা, গ্রেপ্তার 1

ছবিটি প্রতীকী
author img

By

Published : Apr 14, 2019, 12:41 PM IST

মগরাহাট, 14 এপ্রিল : বন্ধুর কিশোরী বোনকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। বাধা দেওয়ায় কিশোরীকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। সে এখন ডায়মন্ড হারবার হাসপাতালে চিকিৎসাধীন। অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাটি মগরাহাট থানা এলাকার।

গতরাতে কিশোরী বাড়িতে একা ছিল। অভিযোগ, তখন তার দাদার বন্ধু বাড়িতে ঢুকে কিশোরীকে ধর্ষণের চেষ্টা করে। বাধা দিলে কিশোরীকে ধারালো অস্ত্র দিয়ে খুনের চেষ্টা করা হয়। কিশোরীর চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসে। তাকে উদ্ধার করে ডায়মন্ড হারবার হাসপাতালে ভরতি করা হয়।

অপরদিকে, অভিযুক্ত যুবককে প্রতিবেশীরা পুলিশের হাতে তুলে দেয়। মগরাহাট থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

মগরাহাট, 14 এপ্রিল : বন্ধুর কিশোরী বোনকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। বাধা দেওয়ায় কিশোরীকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। সে এখন ডায়মন্ড হারবার হাসপাতালে চিকিৎসাধীন। অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাটি মগরাহাট থানা এলাকার।

গতরাতে কিশোরী বাড়িতে একা ছিল। অভিযোগ, তখন তার দাদার বন্ধু বাড়িতে ঢুকে কিশোরীকে ধর্ষণের চেষ্টা করে। বাধা দিলে কিশোরীকে ধারালো অস্ত্র দিয়ে খুনের চেষ্টা করা হয়। কিশোরীর চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসে। তাকে উদ্ধার করে ডায়মন্ড হারবার হাসপাতালে ভরতি করা হয়।

অপরদিকে, অভিযুক্ত যুবককে প্রতিবেশীরা পুলিশের হাতে তুলে দেয়। মগরাহাট থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Intro:বারুইপুরে প্রতিপালনের নাম করে তাকে দিয়ে পরিবারের সব কাজ করানোর পাশাপাশি তাকে প্রতিনিয়ত মারধরের অভিযোগ উঠেছে এক গৃহকর্ত্রীর বিরুদ্ধে। তার হাত থেকে বাঁচার জন্য জীবনের ঝুঁকি নিয়ে দুতালা ছাদের পাইপ বেয়ে নিচে নেমে আট বছরের মেয়েটি পুলিশের দ্বারস্থ হয়েছে। অভিযুক্ত গৃহবধূকে গ্রেপ্তার করেছে পুলিশ।Body:চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বারুইপুর থানা এলাকার মদারাট বটতলাতে Iস্থানীয় গৃহকর্তী আঞ্জুমিনা খাতুন পাঁচ মাস আগে ঘুটিয়ারিশরীফ থেকে একটি আট বছরের শিশু কন্যাকে বাড়িতে নিয়ে এসেছিল প্রতি পালনের নাম করে Iসেই শিশুকন্যাকে স্নেহ ভালোবাসা দেওয়ার বদলে তাকে দিয়ে সকাল থেকে রাত পর্যন্ত বাড়ির সব ধরনের কাজ জোর করে করাতেন I কাজে সন্তুষ্ট না হলে ওই গৃহকর্তী প্রতিদিনই মারধোর করতো Iএমনকি মারধর সইতে না পেরে কেঁদে ফেললে ব্লেড দিয়ে হাতে পায়ে কেটে দিয়ে কান্না বন্ধ করতো ঐ গৃহকত্রী Iএই অবস্থায় দিনে দিনে অসুস্থ হয়ে পড়তে শুরু করে ওই শিশুকন্যাটি I মঙ্গলবার রাতেও তাকে একইভাবে মারধর করা হয়েছিল Iশেষমেষ গৃহকর্ত্রীর এই পাশবিক অত্যাচার সহ্য করতে না পেরে বুধবার সকালে চোখের আড়ালে প্রাণে বাঁচতে ছাদের ওপর থেকে পাইপ বেয়ে নিচে নেমে আসে সে Iএরপর পায়ে হেঁটে হেঁটে কাছে থাকা মদারাট প্রাথমিক স্কুলের সামনে কাঁদতে থাকে I সেই কান্নার বিষয়টি নজরে আসে ওই স্কুলের এক শিক্ষকের Iতাকে স্কুলে নিয়ে এসে কান্নার কারণ জানতে চাইলে নির্যাতনের কথা জানতে পারেন Iকাল বিলম্ব না করে বারুইপুর মহিলা থানায় জানান ঐ শিক্ষক Iঘটনার গুরুত্ব বুঝে মহিলা থানার পুলিশ স্কুলে গিয়ে ওই শিশুকন্যাকে থানায় নিয়ে আসে এবং তার শরীরে কাটা দাগ ও মুখে মুখ থেকে নির্যাতনের কথা শুনে শিউরে ওঠেন মহিলা থানার পুলিশ কর্মীরা IConclusion:এরপরই অভিযুক্ত গৃহকর্ত্রী আঞ্জুমিনা খাতুনকে গ্রেপ্তার করা হয় Iএদিনই ধৃত ওই গৃহকর্ত্রীকে বারুইপুর মহকুমা আদালতে পাঠানো হলে বিচারক চোদ্দো দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন Iএকই সঙ্গে নির্যাতনের শিকার হওয়া ঐ শিশুকন্যাকে সোনারপুরের একটি হোমে পাঠানো হয়েছে I
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.