মগরাহাট, 14 এপ্রিল : বন্ধুর কিশোরী বোনকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। বাধা দেওয়ায় কিশোরীকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। সে এখন ডায়মন্ড হারবার হাসপাতালে চিকিৎসাধীন। অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাটি মগরাহাট থানা এলাকার।
গতরাতে কিশোরী বাড়িতে একা ছিল। অভিযোগ, তখন তার দাদার বন্ধু বাড়িতে ঢুকে কিশোরীকে ধর্ষণের চেষ্টা করে। বাধা দিলে কিশোরীকে ধারালো অস্ত্র দিয়ে খুনের চেষ্টা করা হয়। কিশোরীর চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসে। তাকে উদ্ধার করে ডায়মন্ড হারবার হাসপাতালে ভরতি করা হয়।
অপরদিকে, অভিযুক্ত যুবককে প্রতিবেশীরা পুলিশের হাতে তুলে দেয়। মগরাহাট থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।