ETV Bharat / briefs

কলকাতার রাস্তায় মহিলা বক্সারকে হেনস্থা, দাঁড়িয়ে দেখল পুলিশ ! - Kolkata Police

দিনেদুপুরে ফের একবার কলকাতার রাস্তায় হেনস্থার শিকার হলেন আন্তর্জাতিক স্তরের মহিলা বক্সার । পুলিশের সামনেই । অভিযোগ, ওই পুলিশকর্মী ব্যবস্থা না নিয়ে তাঁকে থানায় যাওয়ার পরামর্শ দেন ।

সুমন কুমারী
author img

By

Published : Jun 28, 2019, 5:29 PM IST

Updated : Jun 28, 2019, 11:41 PM IST

কলকাতা, ২৮ জুন : উষসীর ঘটনা থেকেও শিক্ষা নেয়নি পুলিশ ! দিনেদুপুরে ফের একবার কলকাতার রাস্তায় হেনস্থার শিকার হলেন আন্তর্জাতিক স্তরের মহিলা বক্সার । পুলিশের সামনেই । অভিযোগ, ওই পুলিশকর্মী ব্যবস্থা না নিয়ে তাঁকে থানায় যাওয়ার পরামর্শ দেন ।

সুমন কুমারী । চলতি বছর তাইওয়ানে এশিয়ান চ্যাম্পিয়নশিপে দেশের হয়ে 56 কেজি বিভাগে প্রতিনিধিত্ব করেন । স্বর্ণপদকও জেতেন । আগামী অগাস্টে অস্ট্রেলিয়ায় বক্সিং চ্যাম্পিয়নশিপেও প্রতিনিধিত্ব করবেন । তার প্রস্তুতি চলছিল । এরকম সময় পেলেন আঘাত । মানলেন, প্রস্তুতিতেও হবে সমস্যা । তবে, হেনস্থার শিকার হয়েও দমতে রাজি নন সুমন ।

এই সংক্রান্ত আরও খবর : "আমি বক্সার বলে বাঁচতে পেরেছিলাম, সাধারণ মেয়েরা তো পারবে না"

সুমনের হেনস্থার খবর প্রথম প্রকাশিত হয় ETV ভারতে । নড়েচড়ে বসে কলকাতা পুলিশ । ঘণ্টা দুয়েকের মধ্যে সাউথ পোর্ট থানার পুলিশ আটক করে তিনজনকে । নাম রাহুল শর্মা, শেখ ফিরোজ়, ওয়াসিম খান ।

এই সংক্রান্ত আরও খবর : ধন্যবাদ ETV ভারত : সুমন

সুমনের বাড়ি খিদিরপুর এলাকায় । তিনি রাজ্য সরকারের কৃষি দপ্তরের অস্থায়ী কর্মী । প্রতিদিনের মতো আজ সকাল সাড়ে 11টা নাগাদ স্কুটিতে চেপে মহাকরণের উদ্দেশে রওনা দিয়েছিলেন । মোমিনপুর মোড়ের কাছে এক যুবক তাঁর স্কুটির সামনে এসে যান । ETV ভারতকে সুমন বলেন, "উনি বাসে উঠতে যাচ্ছিলেন । আমার স্কুটির সামনে এসে যান । প্রথমে উঠতে পারেননি । পরে ওঠেন । বাসে উঠে আমাকে গালিগালাজ শুরু করেন । আমি প্রতিবাদ করার চেষ্টা করি । ততক্ষণে বাসটি ছেড়ে দিয়েছে । বাসটির পিছনে যাই । পরের স্টপেজে বাস থামলে ওকে প্রশ্ন করি, কেন গালিগালাজ করলে ?" সুমনের অভিযোগ, এরপর ওই যুবক বাস থেকে নেমে তাঁকে মারতে উদ্যত হন । গলা চেপে ধরেন ।

এই সংক্রান্ত আরও খবর : রাতের কলকাতায় প্রাক্তন মিস ইউনিভার্স ইন্ডিয়াকে হেনস্থা, ধৃত 7

সুমন বলেন, "ওই যুবক যখন আমায় হেনস্থা করছিল, তখন সামনেই দাঁড়িয়েছিলেন এক পুলিশকর্মী । আমি তাঁর কাছে যাই । সাহায্যের জন্য বলি । কিন্তু, উনি কোনও সাহায্য করেননি । বললেন, থানায় গিয়ে অভিযোগ জানাতে ।"

ঘটনার বিবরণ দিলেন সুমন

এই সংক্রান্ত আরও খবর : তৎপর কলকাতা পুলিশ, বক্সার হেনস্থার ঘটনায় আটক 3

আজ সকালেই গোটা ঘটনার বিবরণ দিয়ে ফেসবুকে পোস্ট করেন সুমন । প্রথমে পুলিশের সাহায্য না পেয়ে কিছুটা আঘাত পেয়েছিলেন । ইটিভি ভারতের প্রতিনিধিকে জানান, তিনি থানায় অভিযোগ জানাতেও যাননি । কিন্তু কেন ? সুমন বলেন, "কী অভিযোগ করব ? পুলিশই তো দাঁড়িয়ে দেখছিল । থানায় গিয়ে কী করব ?" পরে ইটিভি ভারতে খবর প্রকাশিত হতেই তৎপর হয় কলকাতা পুলিশ । সুমন বলেন, "আমাকে ফোন করা হয়েছিল । পুলিশ কর্তারা ক্ষমা চেয়েছেন । অভিযুক্ত পুলিশকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বস্ত করেছেন ।"

এই সংক্রান্ত আরও খবর : উষসী সেনগুপ্তকে হেনস্থা : সাসপেন্ড চারু মার্কেট থানার SI

কিছুদিন আগেই কলকাতার রাস্তায় হেনস্থার শিকার হয়েছিলেন অভিনেত্রী উষসী সেনগুপ্ত । একাধিক থানা তাঁকে ঘোরায় । অভিযোগ নিতে টালবাহানা করে । খবর সামনে আসতে ক্ষোভপ্রকাশ করেন খোদ কলকাতা পুলিশ কমিশনার অনুজ শর্মা ।

দিনকয়েক আগেই থানাগুলির উদ্দেশে SOP (স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর) জারি করে কলকাতা পুলিশ । বলা হয়, থানার বাধা দেখলে চলবে না । কোনও মহিলা যদি শহরের রাস্তায় সমস্যায় পড়েন সাহায্য করতে এগিয়ে আসতে হবে । কিন্তু, সুমনের ঘটনা ফের প্রমাণ করল কলকাতা পুলিশের নির্দেশিকা নিচুতলায় ঠিকমতো পৌঁছায়নি ।

কলকাতা, ২৮ জুন : উষসীর ঘটনা থেকেও শিক্ষা নেয়নি পুলিশ ! দিনেদুপুরে ফের একবার কলকাতার রাস্তায় হেনস্থার শিকার হলেন আন্তর্জাতিক স্তরের মহিলা বক্সার । পুলিশের সামনেই । অভিযোগ, ওই পুলিশকর্মী ব্যবস্থা না নিয়ে তাঁকে থানায় যাওয়ার পরামর্শ দেন ।

সুমন কুমারী । চলতি বছর তাইওয়ানে এশিয়ান চ্যাম্পিয়নশিপে দেশের হয়ে 56 কেজি বিভাগে প্রতিনিধিত্ব করেন । স্বর্ণপদকও জেতেন । আগামী অগাস্টে অস্ট্রেলিয়ায় বক্সিং চ্যাম্পিয়নশিপেও প্রতিনিধিত্ব করবেন । তার প্রস্তুতি চলছিল । এরকম সময় পেলেন আঘাত । মানলেন, প্রস্তুতিতেও হবে সমস্যা । তবে, হেনস্থার শিকার হয়েও দমতে রাজি নন সুমন ।

এই সংক্রান্ত আরও খবর : "আমি বক্সার বলে বাঁচতে পেরেছিলাম, সাধারণ মেয়েরা তো পারবে না"

সুমনের হেনস্থার খবর প্রথম প্রকাশিত হয় ETV ভারতে । নড়েচড়ে বসে কলকাতা পুলিশ । ঘণ্টা দুয়েকের মধ্যে সাউথ পোর্ট থানার পুলিশ আটক করে তিনজনকে । নাম রাহুল শর্মা, শেখ ফিরোজ়, ওয়াসিম খান ।

এই সংক্রান্ত আরও খবর : ধন্যবাদ ETV ভারত : সুমন

সুমনের বাড়ি খিদিরপুর এলাকায় । তিনি রাজ্য সরকারের কৃষি দপ্তরের অস্থায়ী কর্মী । প্রতিদিনের মতো আজ সকাল সাড়ে 11টা নাগাদ স্কুটিতে চেপে মহাকরণের উদ্দেশে রওনা দিয়েছিলেন । মোমিনপুর মোড়ের কাছে এক যুবক তাঁর স্কুটির সামনে এসে যান । ETV ভারতকে সুমন বলেন, "উনি বাসে উঠতে যাচ্ছিলেন । আমার স্কুটির সামনে এসে যান । প্রথমে উঠতে পারেননি । পরে ওঠেন । বাসে উঠে আমাকে গালিগালাজ শুরু করেন । আমি প্রতিবাদ করার চেষ্টা করি । ততক্ষণে বাসটি ছেড়ে দিয়েছে । বাসটির পিছনে যাই । পরের স্টপেজে বাস থামলে ওকে প্রশ্ন করি, কেন গালিগালাজ করলে ?" সুমনের অভিযোগ, এরপর ওই যুবক বাস থেকে নেমে তাঁকে মারতে উদ্যত হন । গলা চেপে ধরেন ।

এই সংক্রান্ত আরও খবর : রাতের কলকাতায় প্রাক্তন মিস ইউনিভার্স ইন্ডিয়াকে হেনস্থা, ধৃত 7

সুমন বলেন, "ওই যুবক যখন আমায় হেনস্থা করছিল, তখন সামনেই দাঁড়িয়েছিলেন এক পুলিশকর্মী । আমি তাঁর কাছে যাই । সাহায্যের জন্য বলি । কিন্তু, উনি কোনও সাহায্য করেননি । বললেন, থানায় গিয়ে অভিযোগ জানাতে ।"

ঘটনার বিবরণ দিলেন সুমন

এই সংক্রান্ত আরও খবর : তৎপর কলকাতা পুলিশ, বক্সার হেনস্থার ঘটনায় আটক 3

আজ সকালেই গোটা ঘটনার বিবরণ দিয়ে ফেসবুকে পোস্ট করেন সুমন । প্রথমে পুলিশের সাহায্য না পেয়ে কিছুটা আঘাত পেয়েছিলেন । ইটিভি ভারতের প্রতিনিধিকে জানান, তিনি থানায় অভিযোগ জানাতেও যাননি । কিন্তু কেন ? সুমন বলেন, "কী অভিযোগ করব ? পুলিশই তো দাঁড়িয়ে দেখছিল । থানায় গিয়ে কী করব ?" পরে ইটিভি ভারতে খবর প্রকাশিত হতেই তৎপর হয় কলকাতা পুলিশ । সুমন বলেন, "আমাকে ফোন করা হয়েছিল । পুলিশ কর্তারা ক্ষমা চেয়েছেন । অভিযুক্ত পুলিশকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বস্ত করেছেন ।"

এই সংক্রান্ত আরও খবর : উষসী সেনগুপ্তকে হেনস্থা : সাসপেন্ড চারু মার্কেট থানার SI

কিছুদিন আগেই কলকাতার রাস্তায় হেনস্থার শিকার হয়েছিলেন অভিনেত্রী উষসী সেনগুপ্ত । একাধিক থানা তাঁকে ঘোরায় । অভিযোগ নিতে টালবাহানা করে । খবর সামনে আসতে ক্ষোভপ্রকাশ করেন খোদ কলকাতা পুলিশ কমিশনার অনুজ শর্মা ।

দিনকয়েক আগেই থানাগুলির উদ্দেশে SOP (স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর) জারি করে কলকাতা পুলিশ । বলা হয়, থানার বাধা দেখলে চলবে না । কোনও মহিলা যদি শহরের রাস্তায় সমস্যায় পড়েন সাহায্য করতে এগিয়ে আসতে হবে । কিন্তু, সুমনের ঘটনা ফের প্রমাণ করল কলকাতা পুলিশের নির্দেশিকা নিচুতলায় ঠিকমতো পৌঁছায়নি ।

Intro:কলকাতা, ২৮ জুন: দিন কয়েক আগেই থানা গুলির উদ্দেশ্যে SOP জারি করে কলকাতা পুলিশ। বলা হয়, থানার বাধা দেখলে চলবে না। কোন মহিলা যদি শহরের রাস্তায় সমস্যায় পড়েন এগিয়ে আসতে হবে সাহায্য করতে। কিন্তু কলকাতা পুলিশের সবার কাছে সেই নির্দেশে পৌঁছয়নি প্রমাণ হল আজ। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এক বক্সারের অভিযোগ, আজ সকাল 11 টা 15 মিনিট নাগাদ হেনস্তার শিকার হতে হল তাকে। সামনে দাঁড়িয়ে থাকা পুলিশ কোন সাহায্য করেনি বলে অভিযোগ জানিয়েছেন তিনি।Body:সুমন কুমার নামে ওই বক্সার চাকরি করেন রাজ্য সরকারের কৃষি দপ্তরে। তিনি কলকাতা পুলিশের উদ্দেশ্যে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন। যেখানে তার অভিযোগ, আজ সকালে অফিসে আসার সময় তাকে হেনস্তার শিকার হতে হয়। সুনিতা ইটিভি ভারতকে জানিয়েছেন, আজ সকালে অফিসে আসার সময় মমিনপুর বাসস্ট্যান্ডের সামনে দিয়ে আসছিলেন। এক 25 বছরের যুবক হঠাৎই তার স্কুটির সামনে এসে দাঁড়ায়। হঠাৎ শুরু করে গালিগালাজ। প্রতিবাদ করেছিলেন সুমন। অভিযোগ, তখন ওই যুবক তাকে মারধর করে। সেই সময় নাকি সামনে দাঁড়িয়েছিলেন কলকাতা পুলিশের এক কর্মী। কিন্তু তিনি সাহায্যে এগিয়ে আসেননি। অভিযোগ, ওই পুলিশ কর্মী তাকে থানায় যাওয়ার কথা বলেন। অথচ কলকাতা পুলিশের জারি করা SOP বলছে, এমন পরিস্থিতিতে মহিলাদের সাহায্য করতে হবে।Conclusion:যদিও সুমন জানিয়েছেন, তার কলকাতা পুলিশের ওপর আস্থা আছে। বিষয়টি নিয়ে আইনানুগ ব্যবস্থা দাবি করেছেন তিনি। তবে এখনো পর্যন্ত থানায় কোনো অভিযোগ দায়ের হয়নি বলে কলকাতা পুলিশ সূত্রে খবর। বক্সিংয়ে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করা সুমন দিন কয়েক আগেই জোড়া পদক জিতেছেন।
Last Updated : Jun 28, 2019, 11:41 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.