ETV Bharat / briefs

ফেরিওয়ালার ছদ্মবেশে উলুবেড়িয়ায় ঘাঁটি গেড়েছিল নব্য জামাত জঙ্গিরা ! - jmb

তাদের জেরা করে স্পেশাল টাস্ক ফোর্স জানতে পেরেছে, ধৃতদের মধ্যে মহম্মদ জিয়াউর রহমান ওরফে মহসিন, মামুনুর রশিদ, মহম্মদ শাহিন আলম ওরফে আলামিন মাঝেমধ্যেই আসত কলকাতায় । তারা হকারের ছদ্মবেশে উলুবেড়িয়া থাকত । কলকাতার নাখোদা মসজিদ চত্বরে ও ক্যানিং স্ট্রিট এলাকায় বেশ কয়েকটি খেলনার দোকান থেকে খেলনা নিয়ে গিয়ে ফেরি করত ।

ছবিটি প্রতীকী
author img

By

Published : Jun 27, 2019, 2:50 PM IST

Updated : Jun 27, 2019, 6:16 PM IST

কলকাতা, 27 জুন : হাওড়ার উলুবেড়িয়ায় বাড়ি ভাড়া নিয়ে থাকছিল নব্য জামাত জঙ্গিরা । সেখান থেকেই চালানো হচ্ছিল অপারেশন । এমনকী হাওড়ায় তারা মডিউল তৈরির চেষ্টা চলছিল বলে STF-এর কাছে খবর । তাদের টার্গেটে ছিল ধুলাগড় এলাকার কয়েকজন যুবক । উলুবেড়িয়ার 58 গেটের কাছে একটি মসজিদেও তাদের নিত্য যাতায়াত ছিল ।

এই সংক্রান্ত আরও খবর : তৈরি হচ্ছিল হামলার ব্লু প্রিন্ট, কলকাতাতেই লুকিয়ে 'বড়' IS নেতা !

ধৃতদের জেরা করে স্পেশাল টাস্ক ফোর্স জানতে পেরেছে, ধৃতদের মধ্যে মহম্মদ জিয়াউর রহমান ওরফে মহসিন, মামুনুর রশিদ, মহম্মদ শাহিন আলম ওরফে আলামিন মাঝেমধ্যেই আসত কলকাতায় । তারা হকারের ছদ্মবেশে উলুবেড়িয়া থাকত । কলকাতার নাখোদা মসজিদ চত্বরে ও ক্যানিং স্ট্রিট এলাকায় বেশ কয়েকটি খেলনার দোকান থেকে খেলনা নিয়ে গিয়ে ফেরি করত । অবশ্য জিয়াউর বীরভূম ও মুর্শিদাবাদে যাতায়াত বেশি করত । তার কাজ ছিল মুর্শিদাবাদ এবং বীরভূমের যুবকদের “দাওয়াত" দেওয়া । সেভাবেই রবিউলকে দলে টানতে সক্ষম হয়েছিল সে । পুলিশ জানতে পেরেছে, কয়েকদিন আগেই ওই তিনজন মুর্শিদাবাদ সীমান্ত দিয়ে ভারতে ঢোকে। তারপর কলকাতা হয়ে চলে যায় বাগনান ।

এই সংক্রান্ত আরও খবর : কাজ আছে বলে ছেলেকে নিয়ে গিয়েছিল, বলছেন ধৃত রবিউলের বাবা

তদন্তকারী সূত্রে খবর, বাগনানে কয়েকদিন বাড়িভাড়া নিয়ে ছিল এই দু’জন । পরে বাগনান থেকে উলুবেড়িয়ার 58 গেটের কাছে বাড়ি ভাড়া নেয় । সেখানেই লায়েকপাড়ায় একটি বাড়িতে তারা থাকছিল ইদানিং । তদন্তকারীরা জেনেছেন, সিরাজুল মল্লিকের কাছে এই ভাড়া নিয়েছিল মামুনুর ও আলামিন । সেখানে মাঝেমধ্যে আসত জিয়াউর । তদন্তকারীদের সিরাজুল জানিয়েছে, 2400 টাকায় তিনটে ঘর ভাড়া নিয়েছিল তারা । বাড়ি ভাড়া নেওয়ার জন্য তারা আধার কার্ড, ভোটার কার্ড ব্যবহার করেছিল । পুলিশ আগেই জেনেছে এই জঙ্গি দলটি তৈরি করেছিল জাল আধার কার্ড । সেই কার্ড দেখিয়েই মোবাইলের সিম তুলেছিল তারা ।

এই সংক্রান্ত আরও খবর : কলকাতায় গ্রেপ্তার IS অনুপ্রাণিত 4 নব্য JMB জঙ্গি

কলকাতা, 27 জুন : হাওড়ার উলুবেড়িয়ায় বাড়ি ভাড়া নিয়ে থাকছিল নব্য জামাত জঙ্গিরা । সেখান থেকেই চালানো হচ্ছিল অপারেশন । এমনকী হাওড়ায় তারা মডিউল তৈরির চেষ্টা চলছিল বলে STF-এর কাছে খবর । তাদের টার্গেটে ছিল ধুলাগড় এলাকার কয়েকজন যুবক । উলুবেড়িয়ার 58 গেটের কাছে একটি মসজিদেও তাদের নিত্য যাতায়াত ছিল ।

এই সংক্রান্ত আরও খবর : তৈরি হচ্ছিল হামলার ব্লু প্রিন্ট, কলকাতাতেই লুকিয়ে 'বড়' IS নেতা !

ধৃতদের জেরা করে স্পেশাল টাস্ক ফোর্স জানতে পেরেছে, ধৃতদের মধ্যে মহম্মদ জিয়াউর রহমান ওরফে মহসিন, মামুনুর রশিদ, মহম্মদ শাহিন আলম ওরফে আলামিন মাঝেমধ্যেই আসত কলকাতায় । তারা হকারের ছদ্মবেশে উলুবেড়িয়া থাকত । কলকাতার নাখোদা মসজিদ চত্বরে ও ক্যানিং স্ট্রিট এলাকায় বেশ কয়েকটি খেলনার দোকান থেকে খেলনা নিয়ে গিয়ে ফেরি করত । অবশ্য জিয়াউর বীরভূম ও মুর্শিদাবাদে যাতায়াত বেশি করত । তার কাজ ছিল মুর্শিদাবাদ এবং বীরভূমের যুবকদের “দাওয়াত" দেওয়া । সেভাবেই রবিউলকে দলে টানতে সক্ষম হয়েছিল সে । পুলিশ জানতে পেরেছে, কয়েকদিন আগেই ওই তিনজন মুর্শিদাবাদ সীমান্ত দিয়ে ভারতে ঢোকে। তারপর কলকাতা হয়ে চলে যায় বাগনান ।

এই সংক্রান্ত আরও খবর : কাজ আছে বলে ছেলেকে নিয়ে গিয়েছিল, বলছেন ধৃত রবিউলের বাবা

তদন্তকারী সূত্রে খবর, বাগনানে কয়েকদিন বাড়িভাড়া নিয়ে ছিল এই দু’জন । পরে বাগনান থেকে উলুবেড়িয়ার 58 গেটের কাছে বাড়ি ভাড়া নেয় । সেখানেই লায়েকপাড়ায় একটি বাড়িতে তারা থাকছিল ইদানিং । তদন্তকারীরা জেনেছেন, সিরাজুল মল্লিকের কাছে এই ভাড়া নিয়েছিল মামুনুর ও আলামিন । সেখানে মাঝেমধ্যে আসত জিয়াউর । তদন্তকারীদের সিরাজুল জানিয়েছে, 2400 টাকায় তিনটে ঘর ভাড়া নিয়েছিল তারা । বাড়ি ভাড়া নেওয়ার জন্য তারা আধার কার্ড, ভোটার কার্ড ব্যবহার করেছিল । পুলিশ আগেই জেনেছে এই জঙ্গি দলটি তৈরি করেছিল জাল আধার কার্ড । সেই কার্ড দেখিয়েই মোবাইলের সিম তুলেছিল তারা ।

এই সংক্রান্ত আরও খবর : কলকাতায় গ্রেপ্তার IS অনুপ্রাণিত 4 নব্য JMB জঙ্গি

Intro:কলকাতা, ২৭ জুন: কোন কথা থেকে বেশি দূরে নয়। হাওড়া উলুবেরিয়ায় বাড়ি ভাড়া নিয়ে থাকছিল নব্য জামাত জঙ্গিরা। সেখান থেকেই চালানো হচ্ছিল অপারেশন। এমনকি হাওড়ায় মডিউল তৈরির চেষ্টা চলছিল বলে STF এর কাছে খবর। তাদের টার্গেটে ছিল ধুলাগর এলাকায় বেশ কিছু যুবক। উলুবেড়িয়ার 58 গেটের কাছে একটি মসজিদেও তাদের নিত্য যাতায়াত ছিল। Body:ধৃতদের জেরা করে স্পেশাল টাস্ক ফোর্স জানতে পেরেছে, ধৃতদের মধ্যে মহম্মদ জিয়াউর রহমান ওরফে মহসিন, মামুনুর রশিদ, মহম্মদ শাহিন আলম ওরফে আলামিন মাঝেমধ্যেই আসত কলকাতায়। তারা হকারের ছদ্মবেশে উলুবেড়িয়া থাকত। কলকাতার নাখোদা মসজিদ চত্বরে এবং ক্যানিং স্ট্রিট এলাকায় বেশ কয়েকটি খেলনার দোকান থেকে খেলনা নিয়ে গিয়ে ফেরি করত। অবশ্য জিয়াউর বীরভূম এবং মুর্শিদাবাদের যাতায়াত বেশি করত। তার কাজ ছিল মুর্শিদাবাদ এবং বীরভূমের যুবকদের “দাওয়াত" দেওয়া। সেভাবেই রবিউল কে দলে টানতে সক্ষম হয়েছিল সে। পুলিশ জানতে পেরেছে, বেশ কিছুদিন আগেই ওই তিনজন মুর্শিদাবাদ সিমান্ত দিয়ে ভারতে ঢোকে। তারপর কলকাতা হয়ে চলে যায় বাগনান।Conclusion:তদন্তকারী সূত্রে খবর, বাগনানে বেশ কিছুদিন বাড়িভাড়া নিয়ে ছিল এই দু’জন। পরে বাগনান থেকে উলুবেড়িয়ার 58 গেটের কাছে বাড়ি ভাড়া নেয়। সেখানেই লায়েকপাড়ায় একটি বাড়িতে তারা থাকছিল ইদানিং। তদন্তকারীরা জেনেছেন, সিরাজুল মল্লিকের কাছে এই ভাড়া নিয়েছিল মামুনুর ও আলামিন। সেখানে মাঝেমধ্যে আসত জিয়াউর। তদন্তকারীদের সিরাজুল জানিয়েছেন, ২৪০০ টাকায় তিনটে ঘর ভাড়া নিয়েছিল তারা। বাড়ি ভাড়া নেওয়ার জন্য তারা আধার কার্ড, ভোটার কার্ড ব্যবহার করেছিল। পুলিশ আগেই জেনেছে এই জঙ্গি দলটি তৈরি করেছিল জান আধার কার্ড। সেই কার্ড দেখিয়েই মোবাইলের সিম তুলেছিল তারা।

Last Updated : Jun 27, 2019, 6:16 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.