ETV Bharat / briefs

গিরিডে খতম 3 মাওবাদী, শহিদ 1 জওয়ান

গিরিডে গুলির লড়াইয়ে খতম 3 মাওবাদী, শহিদ 1 জওয়ান

author img

By

Published : Apr 15, 2019, 11:44 AM IST

ছবিটি প্রতীকী

গিরিড, 15 এপ্রিল : গিরিডে তিন মাওবাদীকে খতম করল নিরাপত্তাবাহিনী। শহিদ হয়েছেন এক CRPF জওয়ান। ঘটনাস্থান থেকে একটি AK-47 রাইফেল, তিনটি ম্যাগাজ়িন, চারটি পাইপ বোমা উদ্ধার করা হয়েছে।

গিরিডের বেলভা ঘাটের জঙ্গলে আজ সকালে CRPF-র 7 নম্বর ব্যাটেলিয়ন তল্লাশি শুরু করে। সেই সময় জওয়ান ও মাওবাদীদের মধ্যে গুলির লড়াই শুরু হয়। সংঘর্ষে মৃত্যু হয় তিন মাওবাদীর। শহিদ হয়েছেন এক জওয়ান।

গিরিড, 15 এপ্রিল : গিরিডে তিন মাওবাদীকে খতম করল নিরাপত্তাবাহিনী। শহিদ হয়েছেন এক CRPF জওয়ান। ঘটনাস্থান থেকে একটি AK-47 রাইফেল, তিনটি ম্যাগাজ়িন, চারটি পাইপ বোমা উদ্ধার করা হয়েছে।

গিরিডের বেলভা ঘাটের জঙ্গলে আজ সকালে CRPF-র 7 নম্বর ব্যাটেলিয়ন তল্লাশি শুরু করে। সেই সময় জওয়ান ও মাওবাদীদের মধ্যে গুলির লড়াই শুরু হয়। সংঘর্ষে মৃত্যু হয় তিন মাওবাদীর। শহিদ হয়েছেন এক জওয়ান।

Bhubaneswar (Odisha), Apr 15 (ANI): The people of Odisha on Sunday celebrated Maha Vishuva Sankranti and the Odia New Year by exchanging greetings and offering pujas in temples across the State. The festival marks the introduction of new Panjika, which is an almanac of Hindu religious festivals, timings and predictions for the year. The devotees with the earthen pot filled with sacred water then used to walk on the burning wood charcoal. They wear picturesque costumes and dance bare footed over burning charcoals which is a part of the ritual during the festival. While speaking to ANI, a devotee said, "Today is the new year of Odia, devotees walk on burning charcoal and after taking bath devotees enter in to the temple." Maha Vishuva Sankranti is the first day of the Odia calendar and also marks the end of spring and beginning of summer.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.