ETV Bharat / briefs

পূর্ব মেদিনীপুরের 12টি এলাকা কনটেইনমেন্ট জ়োন - Containment zone in East midnapore

কোরোনা নিয়ন্ত্রণে পূর্ব মেদিনীপুর জেলার তিনটি পৌরসভা ও ন'টি ব্লকের বারোটি এলাকাকে করা হল কোরোনা নিয়ন্ত্রণে পূর্ব মেদিনীপুর জেলার তিনটি পুরসভা ও নটি ব্লকের বারোটি এলাকাকে করা হলো কনটেইনমেন্ট জোন ।

Containment zone in East midnapore
Containment zone in East midnapore
author img

By

Published : Jul 8, 2020, 9:56 PM IST

তমলুক, 8 জুলাই: রাজ্যের সঙ্গে পাল্লা দিয়ে পূর্ব মেদিনীপুর জেলায় কোরোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে । লকডাউন ,আনলক 1 ,আনলক 2 করেও লাগাম দেওয়া যায়নি আক্রান্তের সংখ্যায়। তাই এবার রাজ্য সরকারের নির্দেশে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের তরফে ফের জেলার 12টি এলাকাকে কনটেইনমেন্ট জ়োনের আওতায় আনা হল। বুধবার জেলাশাসকের তরফে একটি নির্দেশিকা জারি করা হয়েছে।


নির্দেশিকায় জানানো হয়েছে, পূর্ব মেদিনীপুর জেলার তিনটি পৌরসভা ও ন'টি ব্লক এলাকার 12 টি কনটেইনমেন্ট জ়োন করা হয়েছে। এরমধ্যে রয়েছে তমলুক পৌরসভার 7, 8, 9, 12, 14, 15 নম্বর ওয়ার্ড, হলদিয়া পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের শীটপাড়া । এছাড়া পাঁশকুড়া পৌরসভার 1, 2, 6, 7, 8, 9 ও 10 নম্বর ওয়ার্ডকে কনটেইনমেন্ট জ়োন ঘোষণা করা হয়েছে । অন্যদিকে হলদিয়া ব্লকের দেউলপোতা পঞ্চায়েতের বাড়বাসুদেবপুর গ্রাম, শহিদ মাতঙ্গিনী ব্লকের ধলহরা উত্তরপাড়া ও গোবরা গ্রাম, মহিষাদল ব্লকের লক্ষ্যা গ্রাম, সুতাহাটা ব্লকের নটপটিয়া গ্রাম, কাঁথি দেশপ্রাণ ব্লকের উত্তর সরদা গ্রাম, তমলুক ব্লকের হিজলবেড়িয়া উত্তর ও হিজলবেড়িয়া দক্ষিণ গ্রাম, রামকালুয়া গ্রাম, ভগবানপুর 1 নম্বর ব্লকের কোপটাবেড়িয়া গ্রাম, পটাশপুর 1 নম্বর ব্লকের অমর্ষি বাজার এবং কোলাঘাট ব্লকের বাবুয়া, মাচিনান, ভোরডাহা গ্রাম, গোপালনগর বাজার, কোলা, বড়িষা, বাড়বরিষা গ্রাম, নতুন বাজার, পুরাতন বাজার, সাহাপুর, ছাতিনদা, পাইকপাড়ি গ্রাম ও দেউলিয়া বাজারকে কনটেইনমেন্ট জ়োনে রাখা হয়েছে । আগামীকাল বিকেল পাঁচটা থেকে কড়া লকডাউন কার্যকর হবে এই 12 টি কনটেইনমেন্ট জ়োনে ।

সরকারি নির্দেশিকা অনুযায়ী কনটেইনমেন্ট জ়োনে থাকা সমস্ত সরকারি ও বেসরকারি অফিস বন্ধ থাকবে। জরুরি নয় এমন যে কোনও পরিষেবা বন্ধ থাকবে সংশ্লিষ্ট অঞ্চলে। তাছাড়া যে কোনও ধরনের জমায়েতের ওপর কড়া নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কনটেইনমেন্ট জ়োনে যে কোনও ধরনের পরিবহনেও নিষেধাজ্ঞা জারি থাকছে। কনটেইনমেন্ট জ়োনের কেউ সরকারি বা বেসরকারি অফিসে কাজ করতে যেতে পারবেন না। তাঁদের যা দরকার স্থানীয় প্রশাসন তা বাড়িতে পৌঁছে দেবে।

তমলুক, 8 জুলাই: রাজ্যের সঙ্গে পাল্লা দিয়ে পূর্ব মেদিনীপুর জেলায় কোরোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে । লকডাউন ,আনলক 1 ,আনলক 2 করেও লাগাম দেওয়া যায়নি আক্রান্তের সংখ্যায়। তাই এবার রাজ্য সরকারের নির্দেশে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের তরফে ফের জেলার 12টি এলাকাকে কনটেইনমেন্ট জ়োনের আওতায় আনা হল। বুধবার জেলাশাসকের তরফে একটি নির্দেশিকা জারি করা হয়েছে।


নির্দেশিকায় জানানো হয়েছে, পূর্ব মেদিনীপুর জেলার তিনটি পৌরসভা ও ন'টি ব্লক এলাকার 12 টি কনটেইনমেন্ট জ়োন করা হয়েছে। এরমধ্যে রয়েছে তমলুক পৌরসভার 7, 8, 9, 12, 14, 15 নম্বর ওয়ার্ড, হলদিয়া পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের শীটপাড়া । এছাড়া পাঁশকুড়া পৌরসভার 1, 2, 6, 7, 8, 9 ও 10 নম্বর ওয়ার্ডকে কনটেইনমেন্ট জ়োন ঘোষণা করা হয়েছে । অন্যদিকে হলদিয়া ব্লকের দেউলপোতা পঞ্চায়েতের বাড়বাসুদেবপুর গ্রাম, শহিদ মাতঙ্গিনী ব্লকের ধলহরা উত্তরপাড়া ও গোবরা গ্রাম, মহিষাদল ব্লকের লক্ষ্যা গ্রাম, সুতাহাটা ব্লকের নটপটিয়া গ্রাম, কাঁথি দেশপ্রাণ ব্লকের উত্তর সরদা গ্রাম, তমলুক ব্লকের হিজলবেড়িয়া উত্তর ও হিজলবেড়িয়া দক্ষিণ গ্রাম, রামকালুয়া গ্রাম, ভগবানপুর 1 নম্বর ব্লকের কোপটাবেড়িয়া গ্রাম, পটাশপুর 1 নম্বর ব্লকের অমর্ষি বাজার এবং কোলাঘাট ব্লকের বাবুয়া, মাচিনান, ভোরডাহা গ্রাম, গোপালনগর বাজার, কোলা, বড়িষা, বাড়বরিষা গ্রাম, নতুন বাজার, পুরাতন বাজার, সাহাপুর, ছাতিনদা, পাইকপাড়ি গ্রাম ও দেউলিয়া বাজারকে কনটেইনমেন্ট জ়োনে রাখা হয়েছে । আগামীকাল বিকেল পাঁচটা থেকে কড়া লকডাউন কার্যকর হবে এই 12 টি কনটেইনমেন্ট জ়োনে ।

সরকারি নির্দেশিকা অনুযায়ী কনটেইনমেন্ট জ়োনে থাকা সমস্ত সরকারি ও বেসরকারি অফিস বন্ধ থাকবে। জরুরি নয় এমন যে কোনও পরিষেবা বন্ধ থাকবে সংশ্লিষ্ট অঞ্চলে। তাছাড়া যে কোনও ধরনের জমায়েতের ওপর কড়া নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কনটেইনমেন্ট জ়োনে যে কোনও ধরনের পরিবহনেও নিষেধাজ্ঞা জারি থাকছে। কনটেইনমেন্ট জ়োনের কেউ সরকারি বা বেসরকারি অফিসে কাজ করতে যেতে পারবেন না। তাঁদের যা দরকার স্থানীয় প্রশাসন তা বাড়িতে পৌঁছে দেবে।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.