মুম্বই, 26 জুন : নাসিকের জেলে মৃত্যু হল 1993 মুম্বই ধারাবাহিক বিস্ফোরণে দোষীসাব্যস্ত ইউসুফ মেমনের । প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তার । তবে বিস্তারিত তথ্যে স্পষ্ট হবে মৃত্যুর কারণ ।
মুম্বইয়ের কুথ্যাত গ্যাংস্টার টাইগার মেনন । তার ভাই ইউসুফ । মুম্বই বিস্ফোরণ মামলায় 2007 সালে সে দোষীসাব্যস্ত হয় । তাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করে আদালত । প্রথমে তাকে মুম্বইয়ের আর্থার রোড সংশোধনাগারে রাখা হয়েছিল । 2018 সালে তাকে নাসিক সংশোধানাগারে নিয়ে আসা হয় ।
প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, আজ সকাল সাড়ে 10টায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় ইউসুফের । তার মৃতদেহ ধুলেতে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে । ইউসুফের ভাই ইসাক মেমন এখনও পর্যন্ত নাসিক সংশোধানাগারে বন্দী ।
1993 সালের 12 মার্চ । মুম্বই শহরে দুই ঘণ্টায় একের পর এক বোমা বিস্ফোরণ হতে থাকে । দুপুর 1টা 30মিনিট থেকে 3টে 40 মিনিট পর্যন্ত দুই ঘণ্টা 10মিনিটে শহরের বিভিন্ন প্রান্তে 13টি বোমা বিস্ফোরণ হয় ।
এই সিরিয়াল বোমা বিস্ফোরণে 257জনের মৃত্যু হয় । 1400জন আহত হয় । মুম্বই শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে । কুখ্যাত গ্যাংস্টার দাউদ ইব্রাহিম এবং তার সহযোগী টাইগার মেমন এবং ইউসুফ এই সন্ত্রাসবাদী কাজে যুক্ত ছিল । বিস্ফোরণের পরপরই দেশ থেকে পালিয়ে যায় দাউদ এবং টাইগার ।
ইউসুফের আর এক ভাই ইয়াকুব মেমনও এই মামলায় দোষীসাব্যস্ত হয়েছিল । 2015 সালে তার ফাঁসি হয় ।