ETV Bharat / briefs

শিলিগুড়িতে উদ্ধার কোটি টাকার সোনার বিস্কুট, গ্রেপ্তার দুই ক্যারিয়ার - সোনা পাচারচক্র

শিলিগুড়িতে উদ্ধার 18টি সোনার বিস্কুট যার আনুমানিক বাজারমূল্য 1 কোটি টাকার বেশি । গ্রেপ্তার দুই পাচারকারী । দু'জনেই মহারাষ্ট্রের বাসিন্দা ।

Gold smuggling incident
Gold smuggling incident
author img

By

Published : Sep 14, 2020, 9:35 PM IST

শিলিগুড়ি, 14 সেপ্টেম্বর : ফের একবার শিলিগুড়িকে কড়িডোর করে সোনা পাচারের ছক বানচাল করল কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দপ্তরের আধিকারিকরা । গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রায় 2 কেজি 944 গ্রাম সোনা উদ্ধার হয় । ঘটনায় দু'জনকে গ্রেপ্তার করা হয়েছে ।

জানা গিয়েছে, রবিবার রাতে মাল্লাগুড়ি এলাকায় অভিযান চালায় গোয়েন্দা দপ্তরের আধিকারিকরা । অভিযান চালিয়ে নির্দিষ্ট নম্বরের একটি গাড়ি আটক করে তল্লাশি চালিয়ে 18 টি সোনার বিস্কুট উদ্ধার করা হয় ৷ ঘটনায় দু'জনকে গ্রেপ্তার করা হয় । ধৃতরা হল অঙ্কিত প্রকাশচন্দ জৈন ও গৌরব বনসিলাল জৈন । দু'জনেই মহারাষ্ট্রের বাসিন্দা ।

জানা গেছে, মায়ানমার, মনিপুর, অসম, শিলিগুড়ি হয়ে মহারাষ্ট্রের জলগাঁওয়ে সোনা পাচারের ছক ছিল পাচারকারীদের । পুলিশের নজর এড়াতে গাড়ির সিটের নিচে লুকিয়ে রাখা ছিল সোনার বিস্কুটগুলি । উদ্ধার হওয়া সোনার আনুমানিক বাজার দর প্রায় 1 কোটি 58 লাখ 24 হাজার 445 টাকা ।

ধৃতদের আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয় । বিচারক 14 দিনের জেল হেপাজতের নির্দেশ দেন ।

শিলিগুড়ি, 14 সেপ্টেম্বর : ফের একবার শিলিগুড়িকে কড়িডোর করে সোনা পাচারের ছক বানচাল করল কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দপ্তরের আধিকারিকরা । গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রায় 2 কেজি 944 গ্রাম সোনা উদ্ধার হয় । ঘটনায় দু'জনকে গ্রেপ্তার করা হয়েছে ।

জানা গিয়েছে, রবিবার রাতে মাল্লাগুড়ি এলাকায় অভিযান চালায় গোয়েন্দা দপ্তরের আধিকারিকরা । অভিযান চালিয়ে নির্দিষ্ট নম্বরের একটি গাড়ি আটক করে তল্লাশি চালিয়ে 18 টি সোনার বিস্কুট উদ্ধার করা হয় ৷ ঘটনায় দু'জনকে গ্রেপ্তার করা হয় । ধৃতরা হল অঙ্কিত প্রকাশচন্দ জৈন ও গৌরব বনসিলাল জৈন । দু'জনেই মহারাষ্ট্রের বাসিন্দা ।

জানা গেছে, মায়ানমার, মনিপুর, অসম, শিলিগুড়ি হয়ে মহারাষ্ট্রের জলগাঁওয়ে সোনা পাচারের ছক ছিল পাচারকারীদের । পুলিশের নজর এড়াতে গাড়ির সিটের নিচে লুকিয়ে রাখা ছিল সোনার বিস্কুটগুলি । উদ্ধার হওয়া সোনার আনুমানিক বাজার দর প্রায় 1 কোটি 58 লাখ 24 হাজার 445 টাকা ।

ধৃতদের আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয় । বিচারক 14 দিনের জেল হেপাজতের নির্দেশ দেন ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.