ETV Bharat / briefs

দুর্নীতি, যৌন হেনস্থার অভিযোগ ; বাধ্যতামূলক অবসর 12 পদস্থ আধিকারিকের

author img

By

Published : Jun 11, 2019, 7:43 AM IST

ঘুষ, দুর্নীতি, যৌন হেনস্থা সহ অভিযোগ থাকায় অর্থমন্ত্রকের 12 পদস্থ আধিকারিককে বাধ্যতামূলক অবসর নিতে বলল কেন্দ্রীয় সরকার ।

অর্থমন্ত্রক

দিল্লি, 11 জুন : ঘুষ, দুর্নীতি, যৌন হেনস্থা সহ একাধিক অভিযোগ রয়েছে । সেজন্য অর্থমন্ত্রকের 12 পদস্থ আধিকারিককে বাধ্যতামূলক অবসর দেওয়ার সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার । অভিযুক্তদের মধ্যে আটজনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্ত করছে CBI । ওয়াকিবহল মহলের বক্তব্য, এই প্রথম দুর্নীতিতে অভিযুক্ত এতজন আধিকারিকের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিল কেন্দ্রীয় সরকার ।

12 জন আধিকারিক ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিসের অফিসার । তাঁদের মধ্যে সাতজন কমিশনার পদমর্যাদার আধিকারিক । জয়েন্ট কমিশনার ও অ্যাসিসট্যান্ট কমিশনার পদমর্যাদার একজন করে আধিকারিক রয়েছেন । তিনজন অ্যাডিশনাল কমিশনার পদমর্যাদার আধিকারিক ।

জয়েন্ট কমিশনার পদমর্যাদার এক আধিকারিকের বিরুদ্ধে দুর্নীতির পাশাপাশি স্বঘোষিত ধর্মগুরু চন্দ্রস্বামীকে সাহায্যকারী ব্যবসায়ীদের থেকে টাকা তোলার অভিযোগ রয়েছে । অন্যদিকে, কমিশনার পদমর্যাদার এক অফিসারের বিরুদ্ধে দু'জন মহিলা আধিকারিককে যৌন হেনস্থার অভিযোগ রয়েছে । দুজনের বিরুদ্ধে তিনি যৌনব্যবসা, কর এড়ানোর অভিযোগ এনেছিলেন । আর প্রাক্তন সাংসদ জয় নারায়ণ নিশাদের মাধ্যমে একটি আবেদন দাখিল করেছিলেন ।

অন্যদিকে, অপর এক কমিশনার পদমর্যাদার এক আধিকারিকের বিরুদ্ধে বেআইনিভাবে 3 কোটি 17 লাখ টাকা মূল্যের স্থায়ী ও অস্থায়ী সম্পদ দখল করার অভিযোগ রয়েছে । তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল । চাকরি থেকেও বরখাস্ত করা হয়েছিল । অভিযোগ, টেকনিকাল ও পদ্ধতিগত ইশু তুলে শৃঙ্খলারক্ষা প্রক্রিয়াতে বিলম্ব ঘটিয়েছেন ।

দিল্লি, 11 জুন : ঘুষ, দুর্নীতি, যৌন হেনস্থা সহ একাধিক অভিযোগ রয়েছে । সেজন্য অর্থমন্ত্রকের 12 পদস্থ আধিকারিককে বাধ্যতামূলক অবসর দেওয়ার সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার । অভিযুক্তদের মধ্যে আটজনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্ত করছে CBI । ওয়াকিবহল মহলের বক্তব্য, এই প্রথম দুর্নীতিতে অভিযুক্ত এতজন আধিকারিকের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিল কেন্দ্রীয় সরকার ।

12 জন আধিকারিক ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিসের অফিসার । তাঁদের মধ্যে সাতজন কমিশনার পদমর্যাদার আধিকারিক । জয়েন্ট কমিশনার ও অ্যাসিসট্যান্ট কমিশনার পদমর্যাদার একজন করে আধিকারিক রয়েছেন । তিনজন অ্যাডিশনাল কমিশনার পদমর্যাদার আধিকারিক ।

জয়েন্ট কমিশনার পদমর্যাদার এক আধিকারিকের বিরুদ্ধে দুর্নীতির পাশাপাশি স্বঘোষিত ধর্মগুরু চন্দ্রস্বামীকে সাহায্যকারী ব্যবসায়ীদের থেকে টাকা তোলার অভিযোগ রয়েছে । অন্যদিকে, কমিশনার পদমর্যাদার এক অফিসারের বিরুদ্ধে দু'জন মহিলা আধিকারিককে যৌন হেনস্থার অভিযোগ রয়েছে । দুজনের বিরুদ্ধে তিনি যৌনব্যবসা, কর এড়ানোর অভিযোগ এনেছিলেন । আর প্রাক্তন সাংসদ জয় নারায়ণ নিশাদের মাধ্যমে একটি আবেদন দাখিল করেছিলেন ।

অন্যদিকে, অপর এক কমিশনার পদমর্যাদার এক আধিকারিকের বিরুদ্ধে বেআইনিভাবে 3 কোটি 17 লাখ টাকা মূল্যের স্থায়ী ও অস্থায়ী সম্পদ দখল করার অভিযোগ রয়েছে । তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল । চাকরি থেকেও বরখাস্ত করা হয়েছিল । অভিযোগ, টেকনিকাল ও পদ্ধতিগত ইশু তুলে শৃঙ্খলারক্ষা প্রক্রিয়াতে বিলম্ব ঘটিয়েছেন ।

Muzaffarpur (Bihar), June 11 (ANI): A bus overturned in Bihar's Muzaffarpur on Monday late night. Around 20 people got injured after the bus overturned near Sahmalwa petrol pump. The incident occurred under Baruraj police station limits in Muzaffarpur. The injured have been referred to Sri Krishna Medical College and Hospital. The bus was carrying people to a wedding ceremony.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.