ETV Bharat / briefs

রাজ্যে 100টি ক্ষুদ্র ও মাঝারি শিল্প-পার্ক তৈরির সিদ্ধান্ত

100টি ক্ষুদ্র ও মাঝারি শিল্প-পার্ক তৈরির সিদ্ধান্ত নেওয়া হয় নবান্নের বৈঠকে । মুখ্যমন্ত্রী ও রাজ্যের স্বরাাষ্ট্রসচিবের উপস্থিতিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয় ।

nabanna
ফাইল ছবি
author img

By

Published : Sep 10, 2020, 6:45 AM IST

কলকাতা, 10 সেপ্টেম্বর : রাজ্যে 100টি ক্ষুদ্র ও মাঝারি শিল্প-পার্ক তৈরি হবে । নবান্নে মন্ত্রিসভার বৈঠকে শিল্প-পার্ক তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে । রাজ্যের বেকার যুবক-যুবতিদের কর্মসংস্থানের লক্ষ্য পূরণের জন্যই এই উদ্যোগ । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয় রাজ্য মন্ত্রিসভা ।

শিল্প-পার্ক তৈরির প্রসঙ্গে স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় বলেন, "ক্ষুদ্র ও মাঝারি শিল্প-পার্ক তৈরি হলে ব্যাপক হারে কর্মসংস্থান ঘটবে । আগেও শিল্প-পার্কের মাধ্যমে কর্মসংস্থান হয়েছে ।"


ক্ষুদ্র ও মাঝারি শিল্প-পার্কের পরিকাঠামো কী হবে তা নিয়ে মন্ত্রিসভায় আলোচনা হয়েছে । শিল্প-পার্ক গড়ে তোলার ক্ষেত্রে শিল্পপতিরা যেন কোনও সমস্যায় না পড়েন । তার জন্য একাধিক উদ্যোগ নিচ্ছে রাজ্য । শিল্প-পার্ক গড়ার আদর্শ পরিবেশ তৈরি করে দিতে উদ্যোগী রাজ্য প্রশাসনের কর্তাব্যক্তিরা ।

শিল্প-পার্কের জন্য রাস্তা তৈরি করে দেবে রাজ্য সরকার । মূল রাস্তা থেকে প্রোজেক্ট পর্যন্ত দেড় কিলোমিটার দৈর্ঘ্য হবে এই রাস্তার । বিদ্যুৎ পরিষেবা ঠিক রাখতে রাজ্য তৈরি করে দেবে পাওয়ার স্টেশন । নতুন হারে ইনসেনটিভ দেওয়ারও উদ্যোগ নেওয়া হচ্ছে ।

যদিও আগে থেকেই ইনসেনটিভ দেওয়া চালু করেছে রাজ্য । নয়া হারে দুই কোটি টাকা থেকে 10 কোটি টাকা পর্যন্ত ইনসেনটিভ দেবে তারা । ন্যূনতম 20 একর থেকে 39 একর পর্যন্ত রাজ্য সরকার দু'কোটি টাকা ইনসেনটিভ দেবে । এরপর ধাপে ধাপে পর্যায়ক্রমে ইনসেনটিভের অঙ্ক বাড়বে । 80 থেকে 100 একর পর্যন্ত ইনসেনটিভের পরিমাণ দাঁড়াবে 10 কোটি টাকা ।

কলকাতা, 10 সেপ্টেম্বর : রাজ্যে 100টি ক্ষুদ্র ও মাঝারি শিল্প-পার্ক তৈরি হবে । নবান্নে মন্ত্রিসভার বৈঠকে শিল্প-পার্ক তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে । রাজ্যের বেকার যুবক-যুবতিদের কর্মসংস্থানের লক্ষ্য পূরণের জন্যই এই উদ্যোগ । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয় রাজ্য মন্ত্রিসভা ।

শিল্প-পার্ক তৈরির প্রসঙ্গে স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় বলেন, "ক্ষুদ্র ও মাঝারি শিল্প-পার্ক তৈরি হলে ব্যাপক হারে কর্মসংস্থান ঘটবে । আগেও শিল্প-পার্কের মাধ্যমে কর্মসংস্থান হয়েছে ।"


ক্ষুদ্র ও মাঝারি শিল্প-পার্কের পরিকাঠামো কী হবে তা নিয়ে মন্ত্রিসভায় আলোচনা হয়েছে । শিল্প-পার্ক গড়ে তোলার ক্ষেত্রে শিল্পপতিরা যেন কোনও সমস্যায় না পড়েন । তার জন্য একাধিক উদ্যোগ নিচ্ছে রাজ্য । শিল্প-পার্ক গড়ার আদর্শ পরিবেশ তৈরি করে দিতে উদ্যোগী রাজ্য প্রশাসনের কর্তাব্যক্তিরা ।

শিল্প-পার্কের জন্য রাস্তা তৈরি করে দেবে রাজ্য সরকার । মূল রাস্তা থেকে প্রোজেক্ট পর্যন্ত দেড় কিলোমিটার দৈর্ঘ্য হবে এই রাস্তার । বিদ্যুৎ পরিষেবা ঠিক রাখতে রাজ্য তৈরি করে দেবে পাওয়ার স্টেশন । নতুন হারে ইনসেনটিভ দেওয়ারও উদ্যোগ নেওয়া হচ্ছে ।

যদিও আগে থেকেই ইনসেনটিভ দেওয়া চালু করেছে রাজ্য । নয়া হারে দুই কোটি টাকা থেকে 10 কোটি টাকা পর্যন্ত ইনসেনটিভ দেবে তারা । ন্যূনতম 20 একর থেকে 39 একর পর্যন্ত রাজ্য সরকার দু'কোটি টাকা ইনসেনটিভ দেবে । এরপর ধাপে ধাপে পর্যায়ক্রমে ইনসেনটিভের অঙ্ক বাড়বে । 80 থেকে 100 একর পর্যন্ত ইনসেনটিভের পরিমাণ দাঁড়াবে 10 কোটি টাকা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.