ETV Bharat / briefs

মুর্শিদাবাদে কোরোনায় আক্রান্ত আরও 10 - New corona cases in murshidabad

বহরমপুরে দু'জন সহ মুর্শিদাবাদে কোরোনায় আক্রান্ত হল আরও 10 । আক্রান্তদের প্রত্যেককে কোরোনা হাসপাতালে ভরতি করা হয়েছে ।

New corona cases in murshidabad
New corona cases in murshidabad
author img

By

Published : Jul 7, 2020, 8:38 PM IST

মুর্শিদাবাদ, 7 জুলাই : মুর্শিদাবাদে কোরোনা আক্রান্তের সংখ্যা 250 ছাড়াল । আজ জেলায় আক্রান্ত হয়েছে আরও 10 জন । তাদের মধ্যে দু'জন বহরমপুরের বাসিন্দা । তাদের প্রত্যেককেই কোরোনা হাসপাতালে ভরতি করা হয়েছে ।

আক্রান্তদের মধ্যে দু'জন বহরমপুর পৌর এলাকার বাসিন্দা । বাকিদের মধ্যে দু'জন সামশেরগঞ্জ ব্লকের, দু'জন লালগোলা ব্লকের, দুজন সাগরদিঘি ব্লকের, একজন সুতি এক নম্বর ব্লকের আর একজন ফরাক্কা ব্লকের বাসিন্দা । আক্রান্তদের মধ্যে সাতজন পরিযায়ী শ্রমিক । একজন স্বাস্থ্যকর্মীও আক্রান্ত হয়েছেন । প্রত্যেককে বহরমপুরে মাতৃ সদন কোরোনা হাসপাতালে ভরতি করা হয়েছে। সিল করে দেওয়া হয়েছে সংক্রমিত এলাকা ।

এই নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল 259 জন । ইতিমধ্যেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 214 জন । মৃত্যু হয়েছে চারজনের ।

মুর্শিদাবাদ, 7 জুলাই : মুর্শিদাবাদে কোরোনা আক্রান্তের সংখ্যা 250 ছাড়াল । আজ জেলায় আক্রান্ত হয়েছে আরও 10 জন । তাদের মধ্যে দু'জন বহরমপুরের বাসিন্দা । তাদের প্রত্যেককেই কোরোনা হাসপাতালে ভরতি করা হয়েছে ।

আক্রান্তদের মধ্যে দু'জন বহরমপুর পৌর এলাকার বাসিন্দা । বাকিদের মধ্যে দু'জন সামশেরগঞ্জ ব্লকের, দু'জন লালগোলা ব্লকের, দুজন সাগরদিঘি ব্লকের, একজন সুতি এক নম্বর ব্লকের আর একজন ফরাক্কা ব্লকের বাসিন্দা । আক্রান্তদের মধ্যে সাতজন পরিযায়ী শ্রমিক । একজন স্বাস্থ্যকর্মীও আক্রান্ত হয়েছেন । প্রত্যেককে বহরমপুরে মাতৃ সদন কোরোনা হাসপাতালে ভরতি করা হয়েছে। সিল করে দেওয়া হয়েছে সংক্রমিত এলাকা ।

এই নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল 259 জন । ইতিমধ্যেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 214 জন । মৃত্যু হয়েছে চারজনের ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.