ETV Bharat / briefs

BJP-তৃণমূল সংঘর্ষে রণক্ষেত্র সন্দেশখালির ন্যাজাট, মৃত 4 - BJP

আজ সন্ধ্যায় হাটগাছি গ্রামে দলীয় পতাকা লাগানোকে কেন্দ্র করে দু'পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয় । এই ঘটনায় দুপক্ষের চারজনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে ।

রণক্ষেত্র সন্দেশখালি, খুন তৃণমূল কর্মী ; BJP-র তিন কর্মীর মৃত্যুর আশঙ্কা
author img

By

Published : Jun 8, 2019, 9:16 PM IST

Updated : Jun 9, 2019, 1:20 AM IST

সন্দেশখালি, 8 জুন : এক যুবককে গুলি করে খুন করল দুষ্কৃতীরা । তিনি এলাকায় তৃণমূল কংগ্রেস কর্মী হিসেবে পরিচিত । সন্দেশখালির ন্যাজাট থানার হাটগাছি এলাকার ঘটনা । মৃত তৃণমূল কর্মীর নাম কায়ুম মোল্লা (24) । তৃণমূলের অভিযোগ, BJP-র লোকজন তাঁকে খুন করেছে । অপরদিকে BJP-র পালটা অভিযোগ, তাঁদের তিনজন কর্মীকে খুন করা হয়েছে । নাম সুকান্ত মণ্ডল, প্রদীপ মণ্ডল ও তপন মণ্ডল । যদিও পুলিশ সূত্রে দু'জনের মৃত্যুর খবর পাওয়া গেছে । BJP-র অভিযোগ, ঘটনাটি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্ররোচনায় হয়েছে । আর তাতে একশ্রেণীর মদত দিয়েছেন এক শ্রেণীর পুলিশ ।

লোকসভা নির্বাচনের সময় থেকেই এলাকায় তৃণমূল ও BJP-র মধ্যে সংঘর্ষ চলছিল । আজ সন্ধ্যায় হাটগাছি গ্রামে দলীয় পতাকা লাগানোকে কেন্দ্র করে দু'পক্ষের মধ্যে ফের সংঘর্ষ শুরু হয় । এই ঘটনার প্রতিবাদে তৃণমূলের পক্ষ থেকে হাটগাছিতে মিছিল করা হয় । সেই প্রতিবাদ মিছিল থেকে বাড়ি ফেরার পথেই কায়ুম মোল্লাকে গুলি করে ও কুপিয়ে খুন করা হয়েছে । তৃণমূলের অভিযোগ, BJP-র দুষ্কৃতীরাই এই খুন করেছে ।

দেখুন ভিডিয়ো

এবিষয়ে BJP নেতা সায়ন্তন বসু বলেন, "তিনদিন আগে সাংসদদের প্রতিনিধি দল এলাকায় গেছিল । এই কারণে এলাকায় দলীয় পতাকা লাগানো হয়েছিল । আজ হাটগাছি বাজারে তৃণমূলের কর্মীরা সেই পতাকাগুলি ছিঁড়ে ফেলে । BJP-র কর্মীরা এই ঘটনার প্রতিবাদ করায় তৃণমূলের লোকজন গুলি চালায় । গুলিতে BJP-র তিন কর্মীর মৃত্যু হয়েছে । তৃণমূলের গুলির সামনে পড়েই কায়ুম মোল্লা মারা গেছে ।" BJP-র দাবি, সুকান্ত ও দলের তপশিলি মোর্চার মণ্ডল সভাপতি প্রদীপের চোখে গুলি করা হয়েছে । অপরদিকে, শক্তি কেন্দ্রের প্রধান তপনের মাথায় গুলি করা হয়েছে । ঘটনায় তাদের আরও পাঁচ কর্মী জখম হয়েছে । তাদের অবস্থা আশঙ্কাজনক । এছাড়াও চারজন এখনও নিঁখোজ । এই ঘটনা নিয়ে ইতিমধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে রিপোর্ট পাঠিয়েছেন মুকুল রায় । রাজ্যে আইশৃঙখলার অবনতির অভিযোগ জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করা হয়েছে ।

এই সংক্রান্ত আরও খবর : রণক্ষেত্র সন্দেশখালিতে মৃত 4 রাজনৈতিক কর্মী; "মমতাই দায়ি", বললেন মুকুল

ঘটনা প্রসঙ্গে জেলা তৃণমূল সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, "সন্দেশখালিতে আমাদের সভা ছিল । সেখানে BJP-র দুষ্কৃতীরা হামলা চালায় । কায়ুম মোল্লা নামে আমাদের এক কর্মীর মৃত্যু হয়েছে । 18 জন জখম । তারমধ্যে ছ'জন মহিলাও রয়েছেন ।"

সন্দেশখালি, 8 জুন : এক যুবককে গুলি করে খুন করল দুষ্কৃতীরা । তিনি এলাকায় তৃণমূল কংগ্রেস কর্মী হিসেবে পরিচিত । সন্দেশখালির ন্যাজাট থানার হাটগাছি এলাকার ঘটনা । মৃত তৃণমূল কর্মীর নাম কায়ুম মোল্লা (24) । তৃণমূলের অভিযোগ, BJP-র লোকজন তাঁকে খুন করেছে । অপরদিকে BJP-র পালটা অভিযোগ, তাঁদের তিনজন কর্মীকে খুন করা হয়েছে । নাম সুকান্ত মণ্ডল, প্রদীপ মণ্ডল ও তপন মণ্ডল । যদিও পুলিশ সূত্রে দু'জনের মৃত্যুর খবর পাওয়া গেছে । BJP-র অভিযোগ, ঘটনাটি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্ররোচনায় হয়েছে । আর তাতে একশ্রেণীর মদত দিয়েছেন এক শ্রেণীর পুলিশ ।

লোকসভা নির্বাচনের সময় থেকেই এলাকায় তৃণমূল ও BJP-র মধ্যে সংঘর্ষ চলছিল । আজ সন্ধ্যায় হাটগাছি গ্রামে দলীয় পতাকা লাগানোকে কেন্দ্র করে দু'পক্ষের মধ্যে ফের সংঘর্ষ শুরু হয় । এই ঘটনার প্রতিবাদে তৃণমূলের পক্ষ থেকে হাটগাছিতে মিছিল করা হয় । সেই প্রতিবাদ মিছিল থেকে বাড়ি ফেরার পথেই কায়ুম মোল্লাকে গুলি করে ও কুপিয়ে খুন করা হয়েছে । তৃণমূলের অভিযোগ, BJP-র দুষ্কৃতীরাই এই খুন করেছে ।

দেখুন ভিডিয়ো

এবিষয়ে BJP নেতা সায়ন্তন বসু বলেন, "তিনদিন আগে সাংসদদের প্রতিনিধি দল এলাকায় গেছিল । এই কারণে এলাকায় দলীয় পতাকা লাগানো হয়েছিল । আজ হাটগাছি বাজারে তৃণমূলের কর্মীরা সেই পতাকাগুলি ছিঁড়ে ফেলে । BJP-র কর্মীরা এই ঘটনার প্রতিবাদ করায় তৃণমূলের লোকজন গুলি চালায় । গুলিতে BJP-র তিন কর্মীর মৃত্যু হয়েছে । তৃণমূলের গুলির সামনে পড়েই কায়ুম মোল্লা মারা গেছে ।" BJP-র দাবি, সুকান্ত ও দলের তপশিলি মোর্চার মণ্ডল সভাপতি প্রদীপের চোখে গুলি করা হয়েছে । অপরদিকে, শক্তি কেন্দ্রের প্রধান তপনের মাথায় গুলি করা হয়েছে । ঘটনায় তাদের আরও পাঁচ কর্মী জখম হয়েছে । তাদের অবস্থা আশঙ্কাজনক । এছাড়াও চারজন এখনও নিঁখোজ । এই ঘটনা নিয়ে ইতিমধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে রিপোর্ট পাঠিয়েছেন মুকুল রায় । রাজ্যে আইশৃঙখলার অবনতির অভিযোগ জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করা হয়েছে ।

এই সংক্রান্ত আরও খবর : রণক্ষেত্র সন্দেশখালিতে মৃত 4 রাজনৈতিক কর্মী; "মমতাই দায়ি", বললেন মুকুল

ঘটনা প্রসঙ্গে জেলা তৃণমূল সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, "সন্দেশখালিতে আমাদের সভা ছিল । সেখানে BJP-র দুষ্কৃতীরা হামলা চালায় । কায়ুম মোল্লা নামে আমাদের এক কর্মীর মৃত্যু হয়েছে । 18 জন জখম । তারমধ্যে ছ'জন মহিলাও রয়েছেন ।"

অনলাইন পরিকাঠামোর অভাবে ঘোজাডাঙা সীমান্ত বাণিজ্য বন্ধ, কয়েকশো পণ্যবাহী ট্রাক সীমান্তে দাঁড়িয়ে, ক্ষতি প্রায় কোটি টাকা বসিরহাট ভারত বাংলাদেশ ঘোজাডাঙ্গা সীমান্তে মঙ্গলবার সকাল থেকে সীমান্ত বাণিজ্য আমদানি রপ্তানি বন্ধ করেছে ব্যবসায়ীরা। অভিযোগ চলতি মাসের ১৩ই মে হঠাৎই কেন্দ্র সরকারের তরফ থেকে অনলাইন পরিষেবা সঙ্গে যুক্ত করতে হবে ব্যবসায়ীদের। এধরনের বাণিজ‍্যের প্রতিবাদে সকাল থেকে সীমান্ত ট্রাক বন্ধ করে ব্যবসায়ীরা। প্রতিবাদ-বিক্ষোভ চলতে থাকে। অবশেষে বাণিজ্য বন্ধ করে বিক্ষোভ দেখাচ্ছে শতাধিক ব্যবসায়ী। এর ফলে সীমান্ত বাণিজ্য আমদানি রপ্তানি বন্ধ হয়ে পড়েছে। দাঁড়িয়ে আছে পাঁচ হাজারেরও পণ্যবাহী ট্রাক। একদিকে তাপপ্রবাহ অন্যদিকে কাঁচামাল, ফল, কমলালেবু, পেঁয়াজ, সবজি ও মাছ যত সময় যাচ্ছে পচন শুরু হবে। ক্ষতির পরিমাণ লাফিয়ে লাফিয়ে বাড়বে। ঘোজাডাঙ্গা কাস্টমস আধিকারিক পি.টি. ভুটিয়া জানিয়েছেন যে ভাবে তাদের আছে কেন্দ্র সরকার থেকে নির্দেশিকা এসেছে তারা সেই ভাবে অনলাইন প্রক্রিয়া শুরু করেছে। তাদের এ ব্যাপারে আর কিছু বলার নেই। সমস্যায় পড়েছে আমদানি-রপ্তানি সংস্থার ব্যবসায়ীরা। ঘোজাডাঙ্গা আমদানি ও রপ্তানি সংস্থার সম্পাদক মিহির ঘোষ বলেন, যেভাবে অনলাইন প্রক্রিয়া শুরু করেছেন তাতে সময় লাগবে, যার জন্য আমদানি ও রপ্তানি প্রক্রিয়া থমকে যাবে। ফলে ক্ষতির মুখে পড়তে হবে ব্যবসায়ী থেকে শুরু করে শ্রমিকদের। এমনকি এর সঙ্গে যুক্ত যেসব ছোট-বড় ক্ষুদ্র ব্যবসায়ী বড় ক্ষতির মুখে পড়তে হবে দ্রুত সমস্যার সমাধান না হলে তারা বৃহত্তর আন্দোলনের ডাক দিয়েছে।
Last Updated : Jun 9, 2019, 1:20 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.