ETV Bharat / breaking-news

#TEST-Budget2019Live: আয়কর ছাড়ের ঊর্ধ্বসীমা বেড়ে ৫ লক্ষ: পীযূষ গয়াল - TEST

এই প্রকল্পের আওতায় ছোট ও প্রান্তিক কৃষকরা বছরে ৬ হাজার টাকা পাবেন। ২০১৮-র পয়লা ডিসেম্বর থেকে এই প্রকল্পের সুবিধা মিলবে। উপকৃত হবেন ১২ কোটি কৃষক।
author img

By

Published : Feb 1, 2019, 3:03 PM IST

Updated : Feb 1, 2019, 3:52 PM IST

2019-02-01 15:48:59

Union Budget 2019: ভোটের আগে অন্তর্বর্তী না পূর্ণাঙ্গ বাজেট? দেখে নিন...

Update 10: বাজেটে কী জোটে, সে প্রশ্নের পাশে ভেসে বেড়াচ্ছে আরও একটা প্রশ্ন। ভোটের মুখে এ বাজেট অন্তর্বর্তী বাজেটই তো? অর্থ মন্ত্রকের কর্তারা বলছেন, খাতায়-কলমে অন্তর্বর্তী বাজেট বলা হলেও সারা বছরের জন্য নীতি ঘোষণা করতে আইনত কোনও বাধা নেই। তাহলে এ বাজেটের ফোকাস কি লোকসভা ভোট?

2019-02-01 15:38:40

ময়দানে গাছের তলায় শিশুর দেহ ! পুলিশি টহলদারি সত্ত্বেও খুন ? নমুনা সংগ্রহ ফরেনসিক দলের

ময়দানে গাছের তলায় শিশুর দেহ ! পুলিশি টহলদারি সত্ত্বেও খুন ? নমুনা সংগ্রহ ফরেনসিক দলের

Update 9: খাস ময়দান চত্বরে ফুটপাথবাসী শিশুর রক্তাক্ত দেহ উদ্ধার। রাতের অন্ধকারে তুলে নিয়ে গিয়ে থেঁতলে খুন। ঘটনার বীভৎসতা দেখে মনে করা হচ্ছে ব্যক্তিগত আক্রোশ থেকেই খুন করা হয়েছে। সারারাত পুলিশি টহলদারি সত্ত্বেও, কারা দেহ এনে ফেলল ? ঘটনাস্থলে গিয়ে নমুনা সংগ্রহ করে ফরেনসিক দল। অথচ, সারারাত ময়দান চত্বরে পুলিশের টহলদারি। তার মধ্যেও শিশুর দেহ এল কীভাবে? সেখানেই কি তাকে খুন করা হয়েছে? নাকি দেহ এনে ফেলা হয়েছে? উত্তর খুঁজছেন তদন্তকারীরা।

2019-02-01 15:34:24

২০১৮-র পয়লা ডিসেম্বর থেকে এই প্রকল্পের সুবিধা মিলবে। উপকৃত হবেন ১২ কোটি কৃষক।

২০১৮-র পয়লা ডিসেম্বর থেকে এই প্রকল্পের সুবিধা মিলবে। উপকৃত হবেন ১২ কোটি কৃষক।
২০১৮-র পয়লা ডিসেম্বর থেকে এই প্রকল্পের সুবিধা মিলবে। উপকৃত হবেন ১২ কোটি কৃষক।

Update 8: অন্তর্বর্তী বাজেটে কৃষকদের জন্য বড় ঘোষণা। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের ঘোষণা করলেন ভারপ্রাপ্ত অর্থমন্ত্রী পীযূষ গয়াল। এই প্রকল্পের আওতায় ছোট ও প্রান্তিক কৃষকরা বছরে ৬ হাজার টাকা পাবেন। ২০১৮-র পয়লা ডিসেম্বর থেকে এই প্রকল্পের সুবিধা মিলবে। উপকৃত হবেন ১২ কোটি কৃষক। 

2019-02-01 15:25:11

অন্তর্বর্তী বাজেটে আয়কর ছাড়ের নতুন ঘোষণা নেই

Update 7: অন্তর্বর্তী বাজেটে কৃষকদের জন্য বড় ঘোষণা। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের ঘোষণা করলেন ভারপ্রাপ্ত অর্থমন্ত্রী পীযূষ গয়াল। এই প্রকল্পের আওতায় ছোট ও প্রান্তিক কৃষকরা বছরে ৬ হাজার টাকা পাবেন। ২০১৮-র পয়লা ডিসেম্বর থেকে এই প্রকল্পের সুবিধা মিলবে। উপকৃত হবেন ১২ কোটি কৃষক। 

2019-02-01 15:23:08

প্রতি মাসে গড়ে জিএসটি থেকে আয় ৯৭ হাজার ১০০ কোটি টাকা

Update 6: ১৩-১৪ সালে প্রত্যক্ষ কর জমা পড়ে ৬ লক্ষ ৩৮ হাজার কোটি 
এবার করা জমার পরিমাণ দ্বিগুণ - প্রায় ১২ লক্ষ কোটি

জিএসটি স্বাধীনতার পর সবচেয়ে বড় কর-সংস্কার
জিএসটির সরলীকরণ করা হয়েছে
গরিব ও সাধারণ মানুষের যা লাগে তার বেশিরবাগ জিনিই জিএসটি শূন্য থেকে পাঁচ শতাংসের মধ্যে
আবাসনে জিএসটি কমানোর সুপারিশ করেছে কেন্দ্র
জানুয়ারিতে জিএসটি কালেকশন প্রায় এক লক্ষ কোটি টাকা
প্রতি মাসে গড়ে জিএসটি থেকে আয় ৯৭ হাজার ১০০ কোটি টাকা

2019-02-01 15:07:59

১ ডিসেম্বর ২০১৮ থেকে লাগু। খরচ প্রায় ৭৫ হাজার কোটি টাকা।

Update 5: ন্যূনতম সহায়ক মূল্য ২৫ শতাংশ বেশি প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি - প্রান্তিক ও ছোট চাষিদের জন্য (২ হেক্টর পর্যন্ত জমি) - ডাইরেক্ট ইনকাম সাপোর্ট। প্রতি বছরে ৬ হাজার টাকা। তিন ধাপে ব্যাঙ্ক অ্যাকাউন্টে। প্রায় ১২ কোটি কৃষক পরিবার উপকৃত হবে। ১ ডিসেম্বর ২০১৮ থেকে লাগু। খরচ প্রায় ৭৫ হাজার কোটি টাকা।

2019-02-01 15:06:16

প্রয়োজনে আরও দেওয়া হবে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা ১৯ হাজার কোটি টাকা  পাঁচ বছরে ১ কোটি ৫৩ লক্ষ ঘর বানানো হয়েছে

Update 4: আমরা দুর্নীতি মুক্ত সরকার চালিয়েছি
স্বচ্ছভারত অভিযানকে দেশবাসী আপন করে নিয়েছে
গরিবের জন্যও ১০ শতাংশ সংরক্ষণ করা হয়েছে। প্রায় ২ লক্ষ অতিরিক্ত আসন তৈরি হবে। 
গরিব মানুষকে সবজি দিতে ১৩ সালের থেকে প্রায় দ্বিগুণ বরাদ্দ
একশো দিনের কাজে ৬০ হাজার কোটি টাকা। প্রয়োজনে আরও দেওয়া হবে
প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা ১৯ হাজার কোটি টাকা 
পাঁচ বছরে ১ কোটি ৫৩ লক্ষ ঘর বানানো হয়েছে- প্রধানমন্ত্রী আবাস যোজনায়
সবার জন্য বিদ্যুৎ এ বছর মার্চের মধ্যে
১০ লক্ষ্য লোকের চিকিৎসা হয়েছে আয়ুষ্মান ভারত প্রকল্পে 
হরিয়ানায় তৈরি হবে এইমস
২০১৪ সাল থেকে ১৪টি এইমস 

2019-02-01 15:04:49

ঋণখেলাপিদের থেকে ৩ লক্ষ কোটি টাকা ফিরিয়েছি

Update 3: ইন্ডিয়া ইস সলিডলি ব্যাক ইন ট্র্যাক। ২০২২ সালের মধ্যে নিউ ইন্ডিয়া। চাষিদের আয় দ্বিগুণ হবে। প্রত্যেকের বাড়ি থাকবে টয়লেট থাকবে। জিডিপি গত পাঁচ বছরে সবচেয়ে বেশি। 
২০০৯ -১৪ - ১০.১ শতাংশ মূল্যবৃদ্ধি
মূল্যবৃদ্ধির কোমর ভেঙ দিয়েছে আমাদের সরকার
গড় মূল্যবৃদ্ধি এই আমলে ৪.৬ শতাংশ। ডিসেম্বরে ২.১২ শতাংশ
এর আগে কোনও সরকার এ ভাবে মূল্যবৃদ্ধিতে লাগাম পরাতে পারেনি
আগে ছোট ব্যবসায়ীদের ঋণ ফেরানোর চিন্তা ছিল। এখন বড় ব্যবাসীয়েদেরও ভাবতে হয়।
ঋণখেলাপিদের থেকে ৩ লক্ষ কোটি টাকা ফিরিয়েছি

2019-02-01 15:02:42

৮০ সি ধারায় আরও দেড় লক্ষ টাকা ছাড় ৷

Update 2: আজ অন্তর্বর্তী বাজেট। অন্তর্বর্তী বাজেট পেশ করবেন ভারপ্রাপ্ত অর্থমন্ত্রী পীযূষ গয়াল। ভোটের আগে নিয়মমাফিক খরচ চালিয়ে যেতে অন্তর্বর্তী বাজেট পেশ করতে হয়। ভোটের মুখে বাজেটে থাকবে কোনও চমক? নোট বাতিল, জিএসটির ক্ষতে প্রলেপ দেবে মোদি সরকার? মধ্যবিত্তের মন জিততে বাড়ানো হবে আয়কর ছাড়?

2019-02-01 14:51:47

আয়কর ছাড়ের ঊর্ধ্বসীমা বেড়ে ৫ লক্ষ: পীযূষ গয়াল

Update 1: গতকাল শুরু হয়েছে বাজেট অধিবেশন। লোকসভা ভোটের আগে এটাই শেষ অধিবেশন। এই অধিবেশনেই রাফাল চুক্তি নিয়ে ক্যাগের রিপোর্ট পেশ করতে পারে কেন্দ্র। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের ভাষণের মাধ্যমে শুরু হয় অধিবেশন। ২০১৪-র আগে দেশ অনিশ্চয়তার মধ্যে ছিল। নতুন ভারতের সংকল্প রয়েছে এই সরকারের বলেছেন রাষ্ট্রপতি। আজ অন্তর্বর্তী বাজেট পেশ। ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে বাজেট অধিবেশন।

2019-02-01 15:48:59

Union Budget 2019: ভোটের আগে অন্তর্বর্তী না পূর্ণাঙ্গ বাজেট? দেখে নিন...

Update 10: বাজেটে কী জোটে, সে প্রশ্নের পাশে ভেসে বেড়াচ্ছে আরও একটা প্রশ্ন। ভোটের মুখে এ বাজেট অন্তর্বর্তী বাজেটই তো? অর্থ মন্ত্রকের কর্তারা বলছেন, খাতায়-কলমে অন্তর্বর্তী বাজেট বলা হলেও সারা বছরের জন্য নীতি ঘোষণা করতে আইনত কোনও বাধা নেই। তাহলে এ বাজেটের ফোকাস কি লোকসভা ভোট?

2019-02-01 15:38:40

ময়দানে গাছের তলায় শিশুর দেহ ! পুলিশি টহলদারি সত্ত্বেও খুন ? নমুনা সংগ্রহ ফরেনসিক দলের

ময়দানে গাছের তলায় শিশুর দেহ ! পুলিশি টহলদারি সত্ত্বেও খুন ? নমুনা সংগ্রহ ফরেনসিক দলের

Update 9: খাস ময়দান চত্বরে ফুটপাথবাসী শিশুর রক্তাক্ত দেহ উদ্ধার। রাতের অন্ধকারে তুলে নিয়ে গিয়ে থেঁতলে খুন। ঘটনার বীভৎসতা দেখে মনে করা হচ্ছে ব্যক্তিগত আক্রোশ থেকেই খুন করা হয়েছে। সারারাত পুলিশি টহলদারি সত্ত্বেও, কারা দেহ এনে ফেলল ? ঘটনাস্থলে গিয়ে নমুনা সংগ্রহ করে ফরেনসিক দল। অথচ, সারারাত ময়দান চত্বরে পুলিশের টহলদারি। তার মধ্যেও শিশুর দেহ এল কীভাবে? সেখানেই কি তাকে খুন করা হয়েছে? নাকি দেহ এনে ফেলা হয়েছে? উত্তর খুঁজছেন তদন্তকারীরা।

2019-02-01 15:34:24

২০১৮-র পয়লা ডিসেম্বর থেকে এই প্রকল্পের সুবিধা মিলবে। উপকৃত হবেন ১২ কোটি কৃষক।

২০১৮-র পয়লা ডিসেম্বর থেকে এই প্রকল্পের সুবিধা মিলবে। উপকৃত হবেন ১২ কোটি কৃষক।
২০১৮-র পয়লা ডিসেম্বর থেকে এই প্রকল্পের সুবিধা মিলবে। উপকৃত হবেন ১২ কোটি কৃষক।

Update 8: অন্তর্বর্তী বাজেটে কৃষকদের জন্য বড় ঘোষণা। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের ঘোষণা করলেন ভারপ্রাপ্ত অর্থমন্ত্রী পীযূষ গয়াল। এই প্রকল্পের আওতায় ছোট ও প্রান্তিক কৃষকরা বছরে ৬ হাজার টাকা পাবেন। ২০১৮-র পয়লা ডিসেম্বর থেকে এই প্রকল্পের সুবিধা মিলবে। উপকৃত হবেন ১২ কোটি কৃষক। 

2019-02-01 15:25:11

অন্তর্বর্তী বাজেটে আয়কর ছাড়ের নতুন ঘোষণা নেই

Update 7: অন্তর্বর্তী বাজেটে কৃষকদের জন্য বড় ঘোষণা। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের ঘোষণা করলেন ভারপ্রাপ্ত অর্থমন্ত্রী পীযূষ গয়াল। এই প্রকল্পের আওতায় ছোট ও প্রান্তিক কৃষকরা বছরে ৬ হাজার টাকা পাবেন। ২০১৮-র পয়লা ডিসেম্বর থেকে এই প্রকল্পের সুবিধা মিলবে। উপকৃত হবেন ১২ কোটি কৃষক। 

2019-02-01 15:23:08

প্রতি মাসে গড়ে জিএসটি থেকে আয় ৯৭ হাজার ১০০ কোটি টাকা

Update 6: ১৩-১৪ সালে প্রত্যক্ষ কর জমা পড়ে ৬ লক্ষ ৩৮ হাজার কোটি 
এবার করা জমার পরিমাণ দ্বিগুণ - প্রায় ১২ লক্ষ কোটি

জিএসটি স্বাধীনতার পর সবচেয়ে বড় কর-সংস্কার
জিএসটির সরলীকরণ করা হয়েছে
গরিব ও সাধারণ মানুষের যা লাগে তার বেশিরবাগ জিনিই জিএসটি শূন্য থেকে পাঁচ শতাংসের মধ্যে
আবাসনে জিএসটি কমানোর সুপারিশ করেছে কেন্দ্র
জানুয়ারিতে জিএসটি কালেকশন প্রায় এক লক্ষ কোটি টাকা
প্রতি মাসে গড়ে জিএসটি থেকে আয় ৯৭ হাজার ১০০ কোটি টাকা

2019-02-01 15:07:59

১ ডিসেম্বর ২০১৮ থেকে লাগু। খরচ প্রায় ৭৫ হাজার কোটি টাকা।

Update 5: ন্যূনতম সহায়ক মূল্য ২৫ শতাংশ বেশি প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি - প্রান্তিক ও ছোট চাষিদের জন্য (২ হেক্টর পর্যন্ত জমি) - ডাইরেক্ট ইনকাম সাপোর্ট। প্রতি বছরে ৬ হাজার টাকা। তিন ধাপে ব্যাঙ্ক অ্যাকাউন্টে। প্রায় ১২ কোটি কৃষক পরিবার উপকৃত হবে। ১ ডিসেম্বর ২০১৮ থেকে লাগু। খরচ প্রায় ৭৫ হাজার কোটি টাকা।

2019-02-01 15:06:16

প্রয়োজনে আরও দেওয়া হবে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা ১৯ হাজার কোটি টাকা  পাঁচ বছরে ১ কোটি ৫৩ লক্ষ ঘর বানানো হয়েছে

Update 4: আমরা দুর্নীতি মুক্ত সরকার চালিয়েছি
স্বচ্ছভারত অভিযানকে দেশবাসী আপন করে নিয়েছে
গরিবের জন্যও ১০ শতাংশ সংরক্ষণ করা হয়েছে। প্রায় ২ লক্ষ অতিরিক্ত আসন তৈরি হবে। 
গরিব মানুষকে সবজি দিতে ১৩ সালের থেকে প্রায় দ্বিগুণ বরাদ্দ
একশো দিনের কাজে ৬০ হাজার কোটি টাকা। প্রয়োজনে আরও দেওয়া হবে
প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা ১৯ হাজার কোটি টাকা 
পাঁচ বছরে ১ কোটি ৫৩ লক্ষ ঘর বানানো হয়েছে- প্রধানমন্ত্রী আবাস যোজনায়
সবার জন্য বিদ্যুৎ এ বছর মার্চের মধ্যে
১০ লক্ষ্য লোকের চিকিৎসা হয়েছে আয়ুষ্মান ভারত প্রকল্পে 
হরিয়ানায় তৈরি হবে এইমস
২০১৪ সাল থেকে ১৪টি এইমস 

2019-02-01 15:04:49

ঋণখেলাপিদের থেকে ৩ লক্ষ কোটি টাকা ফিরিয়েছি

Update 3: ইন্ডিয়া ইস সলিডলি ব্যাক ইন ট্র্যাক। ২০২২ সালের মধ্যে নিউ ইন্ডিয়া। চাষিদের আয় দ্বিগুণ হবে। প্রত্যেকের বাড়ি থাকবে টয়লেট থাকবে। জিডিপি গত পাঁচ বছরে সবচেয়ে বেশি। 
২০০৯ -১৪ - ১০.১ শতাংশ মূল্যবৃদ্ধি
মূল্যবৃদ্ধির কোমর ভেঙ দিয়েছে আমাদের সরকার
গড় মূল্যবৃদ্ধি এই আমলে ৪.৬ শতাংশ। ডিসেম্বরে ২.১২ শতাংশ
এর আগে কোনও সরকার এ ভাবে মূল্যবৃদ্ধিতে লাগাম পরাতে পারেনি
আগে ছোট ব্যবসায়ীদের ঋণ ফেরানোর চিন্তা ছিল। এখন বড় ব্যবাসীয়েদেরও ভাবতে হয়।
ঋণখেলাপিদের থেকে ৩ লক্ষ কোটি টাকা ফিরিয়েছি

2019-02-01 15:02:42

৮০ সি ধারায় আরও দেড় লক্ষ টাকা ছাড় ৷

Update 2: আজ অন্তর্বর্তী বাজেট। অন্তর্বর্তী বাজেট পেশ করবেন ভারপ্রাপ্ত অর্থমন্ত্রী পীযূষ গয়াল। ভোটের আগে নিয়মমাফিক খরচ চালিয়ে যেতে অন্তর্বর্তী বাজেট পেশ করতে হয়। ভোটের মুখে বাজেটে থাকবে কোনও চমক? নোট বাতিল, জিএসটির ক্ষতে প্রলেপ দেবে মোদি সরকার? মধ্যবিত্তের মন জিততে বাড়ানো হবে আয়কর ছাড়?

2019-02-01 14:51:47

আয়কর ছাড়ের ঊর্ধ্বসীমা বেড়ে ৫ লক্ষ: পীযূষ গয়াল

Update 1: গতকাল শুরু হয়েছে বাজেট অধিবেশন। লোকসভা ভোটের আগে এটাই শেষ অধিবেশন। এই অধিবেশনেই রাফাল চুক্তি নিয়ে ক্যাগের রিপোর্ট পেশ করতে পারে কেন্দ্র। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের ভাষণের মাধ্যমে শুরু হয় অধিবেশন। ২০১৪-র আগে দেশ অনিশ্চয়তার মধ্যে ছিল। নতুন ভারতের সংকল্প রয়েছে এই সরকারের বলেছেন রাষ্ট্রপতি। আজ অন্তর্বর্তী বাজেট পেশ। ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে বাজেট অধিবেশন।

Last Updated : Feb 1, 2019, 3:52 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.