ETV Bharat / bharat

Zydus Cadila: 3 ডোজের সূচবিহীন টিকার ছাড়পত্র চেয়ে আবেদন জাইডাস ক্যাডিলার

3 ডোজের সূচবিহীন জাইকভ-ডি (ZyCoV-D) টিকার ছাড়পত্র চেয়ে আবেদন করল জাইডাস ক্যাডিলা (Zydus Cadila) ৷ তাদের দাবি, এই টিকা 12-18 বছরের শিশুদের উপরও কার্যকরী ৷

Zydus Cadila Seeks Nod For Its 3-Dose, "Needle-Free" ZyCoV-D Vaccine
3 ডোজের সূচবিহীন টিকার ছাড়পত্র চেয়ে আবেদন জাইডাস ক্যাডিলার
author img

By

Published : Jul 1, 2021, 1:03 PM IST

নয়াদিল্লি, 1 জুলাই : মডার্নার পর এ বার কি তবে পঞ্চম কোভিড টিকা পেতে চলেছে দেশ ? করোনা টিকা জাইকভ-ডি (ZyCoV-D)-কে জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্য অনুমোদন পেতে আবেদন জানিয়েছে টিকা প্রস্তুতকারক সংস্থা জাইডাস ক্যাডিলা (Zydus Cadila)৷ কোম্পানির তরফে জানানো হয়েছে তিনটি ডোজের এই টিকায় কোনও সূচ ফোটাতে হবে না ৷ আর এটি শিশুদের জন্যও খুবই সুরক্ষিত ৷ জাইকভ-ডি বিশ্বের প্রথম প্লাসমিড ডিএনএ টিকা বলে দাবি করেছে জাইডাস ক্যাডিলা ৷ বার্ষিক 12 কোটি ডোজ তৈরির পরিকল্পনা রয়েছে তাদের ৷

জাইকভ-ডি ব্যবহারের জন্য ছাড়পত্র পেয়ে গেলে, দেশ পাবে পঞ্চম কোভিড টিকা ৷ দেশে বর্তমানে সেরাম ইনস্টিটিউটের তৈরি কোভিশিল্ড, ভারত বায়োটেকের কোভ্যাকসিন, রাশিয়ার স্পুটনিক ভি দেওয়া হচ্ছে ৷ সম্প্রতি অনুমোদন দেওয়া হয়েছে আমেরিকার তৈরি মডার্নাকেও ৷

আরও পড়ুন: ইউরোপীয় ইউনিয়নের আটটি দেশে স্বীকৃতি পেল সেরামের কোভিশিল্ড

জাইডাসের দাবি, উপসর্গযুক্ত কোভিড সংক্রমণের ক্ষেত্রে 66.6 শতাংশ কার্যকরী জাইকভ-ডি ৷ মাঝারি ধরনের রোগের ক্ষেত্রে এটি 100 শতাংশ কার্যকরী ৷ 12 থেকে 18 বছর বয়সি শিশুদের ক্ষেত্রেও এই টিকা কার্যকরী বলে দাবি এই কোম্পানির ৷ তবে ট্রায়ালের তথ্যের এখনও পর্যন্ত পিয়ার রিভিউ করা হয়নি ৷

আরও পড়ুন: শিশুদের শরীরে কোভোভ্যাক্সের ট্রায়াল এখনই নয়, জানিয়ে দিল ডিসিজিআই

কোম্পানি জানিয়েছে, দেশজুড়ে 28,000-এরও বেশি স্বেচ্ছাসেবীর উপর জাইকভ-ডি-র শেষ ধাপের ট্রায়ালে তার কার্যকারিতা স্পষ্ট হয়েছে ৷ এর মধ্যে 12-18 বছরের 1000 জনের উপর ট্রায়াল চলেছে ৷

জাইডাসের পক্ষ থেকে বিবৃতি দিয়ে বলা হয়েছে, "ভারতে যখন কোভিড 19-এর দ্বিতীয় ঢেউ ভয়ংকর আকার নিয়েছে, সেই সময় করা হয় এই টিকার ট্রায়াল ৷ করোনার নতুন মিউটান্ট স্ট্রেন বিশেষত ডেল্টা ভ্যারিয়েন্টের ক্ষেত্রে এই টিকা কার্যকরী বলে আশ্বস্ত করা হচ্ছে ৷"

আরও পড়ুন : Delta Plus Variant : বারাসতে ডেল্টা প্লাস ? ভাইরাল পোস্টকে ভুয়ো বলে দাবি পৌরসভার

জাইকভ টিকার তিনটি ডোজ ৷ সূচবিহীন ব্যবস্থায় এটি শরীরে প্রয়োগ করা হবে ৷ এই টিকা 2-8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় স্টোর করা হয় ৷ তবে অন্তত তিন মাস 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতেও এটি ভালোভাবেই থাকতে পারে বলে দাবি করেছে কোম্পানি ৷ এর ফলে এই টিকা পরিবহণ ও জমা করা সহজ বলে জানিয়েছে জাইডাস ক্যাডিলা ৷ তারা বলেছে, প্লাসমিড ডিএনএ টিকা যখন শরীরে প্রবেশ করে, তখন তা করোনা ভাইরাসের স্পাইক প্রোটিন তৈরি করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে ৷

নয়াদিল্লি, 1 জুলাই : মডার্নার পর এ বার কি তবে পঞ্চম কোভিড টিকা পেতে চলেছে দেশ ? করোনা টিকা জাইকভ-ডি (ZyCoV-D)-কে জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্য অনুমোদন পেতে আবেদন জানিয়েছে টিকা প্রস্তুতকারক সংস্থা জাইডাস ক্যাডিলা (Zydus Cadila)৷ কোম্পানির তরফে জানানো হয়েছে তিনটি ডোজের এই টিকায় কোনও সূচ ফোটাতে হবে না ৷ আর এটি শিশুদের জন্যও খুবই সুরক্ষিত ৷ জাইকভ-ডি বিশ্বের প্রথম প্লাসমিড ডিএনএ টিকা বলে দাবি করেছে জাইডাস ক্যাডিলা ৷ বার্ষিক 12 কোটি ডোজ তৈরির পরিকল্পনা রয়েছে তাদের ৷

জাইকভ-ডি ব্যবহারের জন্য ছাড়পত্র পেয়ে গেলে, দেশ পাবে পঞ্চম কোভিড টিকা ৷ দেশে বর্তমানে সেরাম ইনস্টিটিউটের তৈরি কোভিশিল্ড, ভারত বায়োটেকের কোভ্যাকসিন, রাশিয়ার স্পুটনিক ভি দেওয়া হচ্ছে ৷ সম্প্রতি অনুমোদন দেওয়া হয়েছে আমেরিকার তৈরি মডার্নাকেও ৷

আরও পড়ুন: ইউরোপীয় ইউনিয়নের আটটি দেশে স্বীকৃতি পেল সেরামের কোভিশিল্ড

জাইডাসের দাবি, উপসর্গযুক্ত কোভিড সংক্রমণের ক্ষেত্রে 66.6 শতাংশ কার্যকরী জাইকভ-ডি ৷ মাঝারি ধরনের রোগের ক্ষেত্রে এটি 100 শতাংশ কার্যকরী ৷ 12 থেকে 18 বছর বয়সি শিশুদের ক্ষেত্রেও এই টিকা কার্যকরী বলে দাবি এই কোম্পানির ৷ তবে ট্রায়ালের তথ্যের এখনও পর্যন্ত পিয়ার রিভিউ করা হয়নি ৷

আরও পড়ুন: শিশুদের শরীরে কোভোভ্যাক্সের ট্রায়াল এখনই নয়, জানিয়ে দিল ডিসিজিআই

কোম্পানি জানিয়েছে, দেশজুড়ে 28,000-এরও বেশি স্বেচ্ছাসেবীর উপর জাইকভ-ডি-র শেষ ধাপের ট্রায়ালে তার কার্যকারিতা স্পষ্ট হয়েছে ৷ এর মধ্যে 12-18 বছরের 1000 জনের উপর ট্রায়াল চলেছে ৷

জাইডাসের পক্ষ থেকে বিবৃতি দিয়ে বলা হয়েছে, "ভারতে যখন কোভিড 19-এর দ্বিতীয় ঢেউ ভয়ংকর আকার নিয়েছে, সেই সময় করা হয় এই টিকার ট্রায়াল ৷ করোনার নতুন মিউটান্ট স্ট্রেন বিশেষত ডেল্টা ভ্যারিয়েন্টের ক্ষেত্রে এই টিকা কার্যকরী বলে আশ্বস্ত করা হচ্ছে ৷"

আরও পড়ুন : Delta Plus Variant : বারাসতে ডেল্টা প্লাস ? ভাইরাল পোস্টকে ভুয়ো বলে দাবি পৌরসভার

জাইকভ টিকার তিনটি ডোজ ৷ সূচবিহীন ব্যবস্থায় এটি শরীরে প্রয়োগ করা হবে ৷ এই টিকা 2-8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় স্টোর করা হয় ৷ তবে অন্তত তিন মাস 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতেও এটি ভালোভাবেই থাকতে পারে বলে দাবি করেছে কোম্পানি ৷ এর ফলে এই টিকা পরিবহণ ও জমা করা সহজ বলে জানিয়েছে জাইডাস ক্যাডিলা ৷ তারা বলেছে, প্লাসমিড ডিএনএ টিকা যখন শরীরে প্রবেশ করে, তখন তা করোনা ভাইরাসের স্পাইক প্রোটিন তৈরি করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.