নিউ দিল্লি, 4 জুন : দেশের জাইডাস ক্যাডিলাকে ক্লিনিকাল ট্রায়াল চালানোর ছাড়পত্র দিল সেন্ট্রাল ড্রাগস স্যান্ডার্ড কন্ট্রোল অরগানাইজেশন (সিডিএসসিও)-এর সাবজেক্ট এক্সপার্ট কমিটি (এসইসি) ৷ এই সংস্থার দাবি, ভারতে শুধুমাত্র তারাই মনোক্লোনাল অ্যান্টিবডিজ (এমএবিএস)-এর উপর ভিত্তি করে কোভিড-19-এর ভ্যাকসিন তৈরি করতে পারে ৷
একটি সূত্র জানিয়েছে, "এসইসি ফেজ়-1 আর ফেজ়-2-এর ক্লিনিকাল ট্রায়ালের অনুমতি দিয়েছে জাইডাস ক্যাডিলার জেডআরসি-3308-কে ৷ সার্স-কোভ-2-কে প্রশমিত করতে পারে দুটি অ্যান্টিবডির মিশ্রণে তৈরি মনোক্লোনাল অ্যান্টিবডিজ (এমএবিএস) ৷ এটা মাঝারি মানের কোভিড-19 সংক্রমণের চিকিৎসায় উপযোগী ৷" শ্বেত রক্তকণিকা ক্লোন করে এই অ্যান্টিবডিগুলি তৈরি করা হয় ৷
আরও পড়ুন : শীঘ্রই শিশুদের উপর কোভ্যাক্সিনের ক্লিনিক্যাল ট্রায়াল দিল্লি এইমস’র
বর্তমানে বেশ কিছু হাসপাতাল দ্রুত কাজ করে এমন দু'টি অ্যান্টিবডির মিশ্রণের প্রভাবের উপর পর্যবেক্ষণ চালাচ্ছে ৷ এই দুটি অ্যান্টিবডির মিশ্রণ রচে অ্যান্টিবডি ককটেল ওষুধটি ভারতে আসে 24 মে ৷ এই মিশ্রিত অ্যান্টিবডির একটির মূল্য 59,750 টাকা ৷
সম্প্রতি মার্কিন সংস্থা এলি লিলি-র অ্যান্টিবডির মিশ্রণে তৈরি ওষুধ জরুরি ভিত্তিতে ভারতে ব্যবহারের ছাড়পত্র পেয়েছে ৷