ETV Bharat / bharat

Zomato CEO Celebrates Friendship Day: হাতে ফ্রেন্ডশিপ ব্যান্ড, বন্ধুত্বের উদযাপনে আজ ডেলিভারি বয় জোম্যাটোর সিইও - ফ্রেন্ডশিপ ব্যান্ড

Zomato CEO turns delivery boy on Friendship Day: বন্ধুত্বের দিন উদযাপনে আজ নিজে ডেলিভারি বয়ের অবতারে হাজির জোম্যাটোর সিইও দীপিন্দর গোয়েল ৷ খাবারের পাশাপাশি তিনি গ্রাহকদের হাতে তুলে দিলেন ফ্রেন্ডশিপ ব্যান্ড ৷

Zomato CEO Celebrates Friendship Day
ডেলিভারি বয় জোম্যাটোর সিইও
author img

By

Published : Aug 6, 2023, 5:21 PM IST

হায়দরাবাদ, 6 অগস্ট: অনন্য উপায়ে ফ্রেন্ডশিপ ডে পালন করছেন জোমাটোর সিইও দীপিন্দর গোয়েল । আজ তাঁকে দেখে আর পাঁচজন ডেলিভারি বয়ের থেকে আলাদা করা যাবে না ৷ তাঁদের মতোই লাল টি-শার্ট পরে বাইকে খাবার নিয়ে আজ ডেলিভারি বয় স্বয়ং সিইও । তিনি তাঁর টুইটার হ্যান্ডেলে সেই ছবি শেয়ার করেছেন । পোস্ট করার পর থেকেই ছবিগুলি ঘুরছে সোশাল মিডিয়ায় ।

'বন্ধু দিবস' উদযাপন: বন্ধুত্বের দিনে নিজে হাতে গ্রাহকদের কাছে খাবার পৌঁছে দেওয়ার জন্য একটি লাল টি-শার্ট পরে রয়্যাল এনফিল্ড বাইক নিয়ে আজ বেরিয়ে পড়েন খাবার ডেলিভারি সংস্থার সিইও দীপিন্দর গোয়েল । তাঁর হাতে ছিল ফ্রেন্ডশিপ ব্যান্ডও । জানা গিয়েছে, তিনি সেই ব্যান্ডগুলি দেন ডেলিভারি পার্টনার, গ্রাহক এবং রেস্তোঁরা মালিকদের । আজ তিনি সংস্থার সঙ্গে যুক্ত সবার সঙ্গে 'বন্ধু দিবস' উদযাপন করছেন ।

টুইটে তাঁর এই সেলিব্রেশনের ছবি পোস্ট করে দীপিন্দর লিখেছেন, "আমরা রেস্তোরাঁ এবং গ্রাহকদের খাবারের সঙ্গে ফ্রেন্ডশিপ ডে ব্যান্ড দিচ্ছি । এটি আমার জন্য একটি বিশেষ রবিবার ৷"

তারিফ নেট নাগরিকদের: দীপিন্দরের পোস্ট করা ছবিগুলি মুগ্ধ করেছে নেট নাগরিকদের ৷ এ ভাবে গ্রাহক ও রেস্তোরাঁগুলির সঙ্গে জনসংযোগের প্রচেষ্টার তারিফ করেছেন অনেকেই ৷ নাগরিকদের একজন মন্তব্য করেছেন যে, "এটি সেরা বন্ধুত্ব দিবস উদযাপন ।"

আরও পড়ুন: 'বন্ধুত্ব দিবস' উদযাপন হোক বাংলা ছবির হাত ধরেই

আর একজন লিখেছেন, "আমরা সর্বদা স্কুলের দিনগুলিকে লালন করি কারণ আমাদের স্কুলের সহপাঠীরাই সেরা বন্ধু । আমরা যখন বৃদ্ধ হই তখন আমরা স্কুলে কাটানো দিনগুলিকে স্মরণ করি কারণ সেগুলি আমাদের জীবনের সেরা দিন হিসাবে বিবেচিত হয় । আমাদের স্কুলের দিনগুলিতে আমরা যে বন্ধন তৈরি করি তা চিরকাল বজায় থাকে । তাই, আমরা স্কুলের বন্ধুদের চিরকালের সেরা বন্ধু হিসাবে বিবেচনা করি । যদিও কলেজের দিনগুলিতে এবং অফিসে অনেকের সঙ্গে বন্ধুত্ব হয়, তবে কেউই আমাদের স্কুলের বন্ধুদের জায়গা নিতে পারে না ৷ তাঁরাই আমাদের প্রকৃত বন্ধুত্ব ।"

প্রতি বছর অগস্ট মাসের প্রথম রবিবার বন্ধুত্ব দিবস পালিত হয় ৷ জাতি, ধর্ম বা বর্ণ নির্বিশেষে বিশ্বজুড়ে মানুষজন বন্ধুবান্ধবদের নিয়ে এই দিনটি উদযাপন করেন ।

হায়দরাবাদ, 6 অগস্ট: অনন্য উপায়ে ফ্রেন্ডশিপ ডে পালন করছেন জোমাটোর সিইও দীপিন্দর গোয়েল । আজ তাঁকে দেখে আর পাঁচজন ডেলিভারি বয়ের থেকে আলাদা করা যাবে না ৷ তাঁদের মতোই লাল টি-শার্ট পরে বাইকে খাবার নিয়ে আজ ডেলিভারি বয় স্বয়ং সিইও । তিনি তাঁর টুইটার হ্যান্ডেলে সেই ছবি শেয়ার করেছেন । পোস্ট করার পর থেকেই ছবিগুলি ঘুরছে সোশাল মিডিয়ায় ।

'বন্ধু দিবস' উদযাপন: বন্ধুত্বের দিনে নিজে হাতে গ্রাহকদের কাছে খাবার পৌঁছে দেওয়ার জন্য একটি লাল টি-শার্ট পরে রয়্যাল এনফিল্ড বাইক নিয়ে আজ বেরিয়ে পড়েন খাবার ডেলিভারি সংস্থার সিইও দীপিন্দর গোয়েল । তাঁর হাতে ছিল ফ্রেন্ডশিপ ব্যান্ডও । জানা গিয়েছে, তিনি সেই ব্যান্ডগুলি দেন ডেলিভারি পার্টনার, গ্রাহক এবং রেস্তোঁরা মালিকদের । আজ তিনি সংস্থার সঙ্গে যুক্ত সবার সঙ্গে 'বন্ধু দিবস' উদযাপন করছেন ।

টুইটে তাঁর এই সেলিব্রেশনের ছবি পোস্ট করে দীপিন্দর লিখেছেন, "আমরা রেস্তোরাঁ এবং গ্রাহকদের খাবারের সঙ্গে ফ্রেন্ডশিপ ডে ব্যান্ড দিচ্ছি । এটি আমার জন্য একটি বিশেষ রবিবার ৷"

তারিফ নেট নাগরিকদের: দীপিন্দরের পোস্ট করা ছবিগুলি মুগ্ধ করেছে নেট নাগরিকদের ৷ এ ভাবে গ্রাহক ও রেস্তোরাঁগুলির সঙ্গে জনসংযোগের প্রচেষ্টার তারিফ করেছেন অনেকেই ৷ নাগরিকদের একজন মন্তব্য করেছেন যে, "এটি সেরা বন্ধুত্ব দিবস উদযাপন ।"

আরও পড়ুন: 'বন্ধুত্ব দিবস' উদযাপন হোক বাংলা ছবির হাত ধরেই

আর একজন লিখেছেন, "আমরা সর্বদা স্কুলের দিনগুলিকে লালন করি কারণ আমাদের স্কুলের সহপাঠীরাই সেরা বন্ধু । আমরা যখন বৃদ্ধ হই তখন আমরা স্কুলে কাটানো দিনগুলিকে স্মরণ করি কারণ সেগুলি আমাদের জীবনের সেরা দিন হিসাবে বিবেচিত হয় । আমাদের স্কুলের দিনগুলিতে আমরা যে বন্ধন তৈরি করি তা চিরকাল বজায় থাকে । তাই, আমরা স্কুলের বন্ধুদের চিরকালের সেরা বন্ধু হিসাবে বিবেচনা করি । যদিও কলেজের দিনগুলিতে এবং অফিসে অনেকের সঙ্গে বন্ধুত্ব হয়, তবে কেউই আমাদের স্কুলের বন্ধুদের জায়গা নিতে পারে না ৷ তাঁরাই আমাদের প্রকৃত বন্ধুত্ব ।"

প্রতি বছর অগস্ট মাসের প্রথম রবিবার বন্ধুত্ব দিবস পালিত হয় ৷ জাতি, ধর্ম বা বর্ণ নির্বিশেষে বিশ্বজুড়ে মানুষজন বন্ধুবান্ধবদের নিয়ে এই দিনটি উদযাপন করেন ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.