হায়দরাবাদ, 22 সেপ্টেম্বর : সোনি ইন্ডিয়ার (Sony Pictures Networks India Private Limited) সঙ্গে মিশে যাচ্ছে জি এন্টারটেইনমেন্ট (Zee Entertainment) ৷ ইতিমধ্যেই এই দুই সংস্থার মধ্যে এ নিয়ে চুক্তি স্বাক্ষর হয়েছে ৷ বুধবার স্টক এক্সচেঞ্জে এই বিষয়ে একটি নির্দেশিকা জমা পড়ে ৷ তাতেই প্রকাশ্যে আসে গোটা ঘটনা ৷ সূত্রের খবর, এদিনই বৈঠকে বসেছিলেন জি এন্টারটেইনমেন্টের বোর্ড অফ ডিরেক্টর্সের সদস্যরা ৷ বৈঠকে সর্বসম্মতভাবে সোনির সঙ্গে গাঁটছড়া বাঁধার সিদ্ধান্ত নেওয়া হয় ৷
আরও পড়ুন : Air India : ঋণের দায়ে জর্জরিত এয়ার ইন্ডিয়াকে কিনতে দরপত্র জমা টাটা গোষ্ঠীর
সংশ্লিষ্ট চুক্তিপত্র মোতাবেক, এই সংযুক্তির পরও জি এন্টারটেইনমেন্টের সিইও পদে বহাল থাকবেন পুনিত গোয়েঙ্কা (Punit Goenka) ৷ তবে বোর্ডের ডিরেক্টরদের নিয়োগের ক্ষেত্রে সোনি ইন্ডিয়ার হাতে বেশি ক্ষমতা থাকবে ৷ শেয়ার বা অংশীদারিত্বের দিক দিয়ে দেখতে গেলেও সোনির পাল্লা এক্ষেত্রে ভারী ৷ বস্তুত, দু’টি সংস্থা মিশে যাওয়ার পর জি এন্টারটেইনমেন্টের হাতে থাকবে 47.07 শতাংশ শেয়ার ৷ আর 52.93 শতাংশ শেয়ার থাকবে সোনি ইন্ডিয়ার হাতে ৷ প্রাথমিকভাবে 90 দিনের জন্য চুক্তিবদ্ধ হচ্ছে এই দুই সংস্থা ৷ এই সময়ের মধ্যেই পাকা চুক্তি তৈরির কাজ শেষ করা হবে ৷ আমজনতা চাইলে নতুন সংস্থার শেয়ার কেনাবেচাও করতে পারবে ৷
আরও পড়ুন : Ford Motor : ভারতে দু’টি কারখানাই বন্ধ করছে ফোর্ড, বাজারে মিলবে আমদানি করা মডেল
জি এন্টারটেইনমেন্টের তরফে আর গোপালন জানিয়েছেন, এই সংযুক্তির ফলে সংস্থার উন্নতি হবে বলে তাঁদের আশা ৷ মনে করা হচ্ছে, এর ফলে শেয়ার বাজারে নয়া সংস্থার দর বাড়বে ৷ যাঁরা শেয়ার কেনাবেচা করেন, তাঁরাও এর ফলে উপকৃত হবেন বলে মনে করেন গোপালন ৷ তাঁর দাবি, এই সংযুক্তির ফলে তাঁদের সংস্থায় বিনিয়োগকারীদের আয় বাড়বে ৷ বাড়বে ভবিষ্যতের নিশ্চয়তা ৷ তবে তার আগে নিয়ম মাফিক শেয়ার হোল্ডারদের কাছে এই সংযুক্তির জন্য অনুমতিও চাওয়া হবে ৷