ইটানগর, 26 মে : অরুণাচল প্রদেশের এক বিধায়কের বিরুদ্ধে বিদ্বেষমূলক মন্তব্য করায় গ্রেফতার করা হল এক ইউটিউবারকে ৷ পঞ্জাবের লুধিয়ানা থেকে তাঁকে গ্রেফতার করা হয় ৷
ধৃতের নাম পরশ সিং ৷ বছর 21 এর ওই ইউটিউবার গত রবিবার একটি ভিডিয়ো পোস্ট করেন ৷ সেখানেই তিনি এই ধরনের মন্তব্য করেছেন বলে অভিযোগ ৷ সেখানে তিনি অরুণাচল প্রদেশের কংগ্রেস বিধায়ক নিনং ইরিংকে আক্রমণ করেন ৷ তাঁকে ‘ভারতীয়-নন’ বলে কটাক্ষ করেন ৷ অরুণাচল প্রদেশকেও চিনের অংশ বলে দাবি করেন পরশ ৷ এই থেকেই বিতর্ক তৈরি হয় ৷
পুলিশ জানিয়েছে, পরশ লুধিয়ানার জনকপুরীর বাসিন্দা ৷ তাঁর দু’টি ইউটিউব চ্যানেল আছে ৷ সেগুলি মূলত গ্যাজেট ও পাবজি গেম নিয়ে রয়েছে ৷ তাঁকে পঞ্জাবে গ্রেফতার করার পর এবার অরুণাচল প্রদেশে নিয়ে আসার প্রক্রিয়া চলছে ৷
আরও পড়ুন : করোনার ভ্যাকসিন নষ্টে শীর্ষে ঝাড়খণ্ড, জানাল স্বাস্থ্যমন্ত্রক
ওই ভিডিয়ো নিয়ে ব্যাপক হইচই পড়ে ৷ অনেকেই এর সমালোচনা করেন ৷ সমালোচনার মুখে পড়ে পরে এই নিয়ে ক্ষমাও চান পরশ সিং ৷ কিন্তু ততক্ষণে তাঁর বিরুদ্ধে অরুণাচল প্রদেশের পুলিশের কাছে অভিযোগ দায়ের হয়ে গিয়েছে ৷