আলিগড়, 3 মে: দুর্ঘটনায় প্রাণ গেল জনপ্রিয় ইউটিউবার অগস্ত্য চৌহানের । বুধবার যমুনা এক্সপ্রেসওয়েতে একটি দুর্ঘটনায় প্রাণ গিয়েছে তাঁর । সদ্য কেনা সুপারবাইকে ঘণ্টায় 300 কিলোমিটার তোলার চেষ্টা করছিলেন তিনি । সেসময়েই বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারেন। দুর্ঘটনার ভয়াবহতা এতটাই বেশি ছিল, অগস্ত্যের হেলমেটটি ভেঙে টুকরো টুকরো হয়ে যায় ।
ঠিক কী ঘটেছে ?
অগস্ত্য একজন পেশাদার বাইকার ছিলেন । নিজের ইউটিউব চ্যানেলে বাইক চালানোর বিভিন্ন ভিডিয়োও আপলোড করতেন তিনি । এদিনও নিজের সদ্য কেনা জেডএক্স10আর (ZX10R) নিনজা সুপার বাইক চালিয়ে ভিডিও শুট করছিলেন অগস্ত্য । পরীক্ষামূলকভাবে তাঁর টার্গেট ছিল 300 কিলোমিটার গতিতে বাইক ছোটানো । কিন্তু সেই গতিই প্রাণ নিল জনপ্রিয় এই ইউটিউবারের ৷
ইউটিউবার অগস্ত্য আগ্রা থেকে তাঁর রেসিং বাইকে দিল্লি যাচ্ছিলেন । একটি মোটরবাইক রেসিং টুর্নামেন্টে অংশ নিতে যাচ্ছিলেন অগস্ত্য ।উত্তরপ্রদেশের তাপ্পল থানা এলাকার 47 মাইলের মধ্যে দুর্ঘটনাটি ঘটে । মাঝে হঠাৎই নড়েচড়ে বসেন তিনি । সেসময়েই বাইকের নিয়ন্ত্রণ হারায় । তাঁর রেসিং বাইক গিয়ে সোজা ধাক্কা দেয় যমুনা এক্সপ্রেসওয়ের ডিভাইডারে । তিনি যে হেলমেটটি পরেছিলেন তা ভেঙে কয়েক টুকরো হয়ে যায় । ঘটনাস্থলেই মৃত্যু হয় অগস্ত্যর ।
আরও পড়ুন: বাইক কেনার সাধ্য নেই, সাধ মেটাতে পায়ে হেঁটেই লাদাখে আসানসোলের টোটোচালকের
প্রয়াত অগস্ত্য উত্তরাখণ্ডের দেরাদুনের বাসিন্দা । তিনি 'প্রো রাইডার 1000' নামের একটি ইউটিউব চ্যানেল চালাচ্ছিলেন । চ্যানেলটির 1.2 মিলিয়ন সাবস্ক্রাইবার ছিল । ঘটনার মাত্র 16 ঘন্টা আগেই ইউটিউবে একটি ভিডিও আপলোড করেছিলেন, তাঁর বন্ধুদের কাছে রাজধানীতে পৌঁছনোর কথা জানান । বাইক চালানোর সময় চ্যানেলের জন্য ভিডিও তৈরি করতে পারদর্শী ছিলেন অগস্ত্য । যখনই তাঁর চ্যানেলে একটি নতুন ভিডিও আপলোড করেছেন, মানুষকে দ্রুত গাড়ি না-চালানোর জন্য সতর্ক করতেন তিনি ।
আরও পড়ুন: ব়্যাপিডো চালকের অসভ্যতা থেকে বাঁচতে চলন্ত বাইক থেকে লাফ তরুণীর ! দেখুন ভিডিয়ো