হায়দরাবাদ, 25 ফেব্রুয়ারি: স্কুলের বান্ধবীর সঙ্গে বন্ধুর প্রেম ৷ দু’জনের সম্পর্ক সহ্য করতে পারেননি হরহরকৃষ্ণ নামে আরেক যুবক ৷ আর সেই রাগে বন্ধুকে খুনের অভিযোগ উঠল হরহরকৃষ্ণের বিরুদ্ধে (Youth Kills Friend for Being Close to A Girl) ৷ তেলেঙ্গানার রঙ্গারেড্ডি জেলার আব্দুল্লাহপুরমেত পুলিশ স্টেশন এলাকায় ঘটনাটি ঘটেছে ৷ উল্লেখ্য, ঘটনাটি ঘটেছে গত 17 ফেব্রুয়ারি ৷ মৃত যুবকের নাম নবীন ৷ পুলিশ এই ঘটনায় সম্প্রতি অভিযুক্ত হরহরকৃষ্ণকে গ্রেফতার করেছে ৷
পুলিশ জানিয়েছে, নবীন, হরহরকৃষ্ণ এবং ওই যুবতি একই স্কুলে পড়াশোনা করতেন ৷ নবীন এবং হরহরকৃষ্ণ দু’জনেই ওই যুবতিকে পছন্দ করতেন ৷ পরবর্তী সময়ে তাঁরা আলাদা কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের ভরতি হন ৷ বর্তমানে হরহরকৃষ্ণ বদুপাল্লের একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে ফাইনাল ইয়ারের পড়াশোনা করছিলেন ৷ মৃত নবীন ছিলেন নালগোন্ডা জেলার মহাত্মা গান্ধি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ৷
পুলিশ জানিয়েছে, সম্প্রতি নবীন এবং ওই যুবতির মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয় ৷ সেই খবর অভিযুক্ত হরহরকৃষ্ণ জানতে পারেন ৷ এমনকি তাঁদের একসঙ্গে দেখেনও তিনি ৷ যা সহ্য হয় না হরহরকৃষ্ণের ৷ তখনই নবীনকে হত্যার পরিকল্পনা করেন তিনি ৷ দেখা করার নামে গত 17 ফেব্রুয়ারি তিনি নবীনকে ওআরআর-এ ডাকেন ৷ সেখানেই ঝোপের আড়ালে নিয়ে গিয়ে নবীনকে প্রথমে শ্বাসরোধ করে ও পরবর্তী সময়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন হরহরকৃষ্ণ ৷ যেটি তিনি 2 মাস আগে কিনেছিলেন নবীনকে মারার উদ্দেশ্যে ৷
আরও পড়ুন: সম্পত্তি নিয়ে বিবাদ, পরিবারের 4 সদস্যকে কুপিয়ে খুন মহিলার !
ঘটনার দিন নবীন বাড়ি না-ফেরায় তাঁর পরিবার চিন্তায় পড়ে যায় ৷ বিশ্ববিদ্যালয়ে নবীনের বন্ধুদের থেকে তাঁরা জানতে পারেন, যে তিনি হরহরকৃষ্ণের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন ৷ গত 22 ফেব্রুয়ারি নবীনের পরিবার পুলিশে অভিযোগ দায়ের করে ৷ পুলিশ তদন্তে নেমে বিশ্ববিদ্যালয়ে নবীনের বন্ধুদের সঙ্গে কথা বলে ৷ সেখান থেকে পুলিশ জানতে পারে, ওইদিন হরহরকৃষ্ণের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন নবীন ৷ এরপরেই হরহরকৃষ্ণকে আটক করে পুলিশ ৷ জিজ্ঞাসাবাদে তিনি নবীনকে খুনের কথা স্বীকার করেছে বলে পুলিশ জানিয়েছে ৷ পাশাপাশি, খুনের কারণও পুলিশের কাছে স্বীকার করেছে অভিযুক্ত ৷