ETV Bharat / bharat

Youth Kills Family Members: দিল্লিতে বাবা ও মা-সহ পরিবারের চার সদস্যকে খুন যুবকের - পরিবারের চার সদস্যকে খুন যুবকের

শ্রদ্ধা হত্যাকাণ্ডের পর দিল্লিতে সামনে এসেছে আরও একটি চাঞ্চল্যকর ঘটনা ৷ খুন একই পরিবারে চার সদস্য (Youth Kills Family Members) ৷ দক্ষিণ পশ্চিম দিল্লির পালাম থানা এলাকায় ঘটনাটি ঘটেছে । পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ।

Youth Kills Family Members
Youth Kills Family Members
author img

By

Published : Nov 23, 2022, 10:22 AM IST

নয়াদিল্লি, 23 নভেম্বর: শ্রদ্ধা ওয়াকার হত্যা মামলার (Shraddha Murder Case) রেশ কাটতে না কাটতে রাজধানী দিল্লিতে সামনে এল আরও একটি চাঞ্চল্যকর খুনের ঘটনা । একই পরিবারে মা, বাবা, বোন ও ঠাকুমাকে 'খুন' করল এক যুবক (4 people of same family killed in Palam Delhi) ৷ এই ঘটনায় পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে (Accused Arrested by Police) ৷

ঘটনাটি ঘটেছে পালাম থানার রাজ নগর পার্ট 2 কলোনিতে । জানা গিয়েছে, মঙ্গলবার রাত 10টা 31 মিনিটে পুলিশের কাছে খবর আসে এক যুবক তাঁর বাবা-মা, বোন ও ঠাকুমাকে হত্যা করেছে । চারজনকেই ছুরি দিয়ে খুন করা হয়েছে । অভিযুক্ত যুবক মাদকাসক্ত ছিল ৷ জানা গিয়েছে সম্প্রতি মাদকাসক্তি কেন্দ্র ফিরেছে সে ।

অভিযুক্তের নাম কেশব । তবে কী কারণে পরিবারের সদস্যদের হত্যা করা হয়েছে, সে বিষয়ে এখনই কিছু জানা যায়নি । অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ । দেহগুলি ময়নাতদন্তের জন্য দীনদয়াল উপাধ্যায় হাসপাতালে পাঠানো হয়েছে । মামলায় অভিযুক্তের পাশাপাশি তাঁর আত্মীয় ও প্রতিবেশিদেরও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ ।

আরও পড়ুন: হিট অফ দ্য মোমেন্টে খুন করেন শ্রদ্ধাকে, আদালতে দাবি আফতাবের; জরুরি 10 তথ্য

খুন হয়েছেন অভিযুক্তের বাবা 42 বছর বয়সি দিনেশ কুমার ৷ অভিযুক্তের ঠাকুমা দেওয়ানো দেবী এবং মা দর্শন সাইনি (40) ৷ অভিযুক্তের বোন উর্বশী (22) ৷

নয়াদিল্লি, 23 নভেম্বর: শ্রদ্ধা ওয়াকার হত্যা মামলার (Shraddha Murder Case) রেশ কাটতে না কাটতে রাজধানী দিল্লিতে সামনে এল আরও একটি চাঞ্চল্যকর খুনের ঘটনা । একই পরিবারে মা, বাবা, বোন ও ঠাকুমাকে 'খুন' করল এক যুবক (4 people of same family killed in Palam Delhi) ৷ এই ঘটনায় পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে (Accused Arrested by Police) ৷

ঘটনাটি ঘটেছে পালাম থানার রাজ নগর পার্ট 2 কলোনিতে । জানা গিয়েছে, মঙ্গলবার রাত 10টা 31 মিনিটে পুলিশের কাছে খবর আসে এক যুবক তাঁর বাবা-মা, বোন ও ঠাকুমাকে হত্যা করেছে । চারজনকেই ছুরি দিয়ে খুন করা হয়েছে । অভিযুক্ত যুবক মাদকাসক্ত ছিল ৷ জানা গিয়েছে সম্প্রতি মাদকাসক্তি কেন্দ্র ফিরেছে সে ।

অভিযুক্তের নাম কেশব । তবে কী কারণে পরিবারের সদস্যদের হত্যা করা হয়েছে, সে বিষয়ে এখনই কিছু জানা যায়নি । অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ । দেহগুলি ময়নাতদন্তের জন্য দীনদয়াল উপাধ্যায় হাসপাতালে পাঠানো হয়েছে । মামলায় অভিযুক্তের পাশাপাশি তাঁর আত্মীয় ও প্রতিবেশিদেরও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ ।

আরও পড়ুন: হিট অফ দ্য মোমেন্টে খুন করেন শ্রদ্ধাকে, আদালতে দাবি আফতাবের; জরুরি 10 তথ্য

খুন হয়েছেন অভিযুক্তের বাবা 42 বছর বয়সি দিনেশ কুমার ৷ অভিযুক্তের ঠাকুমা দেওয়ানো দেবী এবং মা দর্শন সাইনি (40) ৷ অভিযুক্তের বোন উর্বশী (22) ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.