ETV Bharat / bharat

তরুণীকে খুন করে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে ছবি পোস্ট, গ্রেফতার প্রেমিক - হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে মর্মান্তিক ছবি

Youth killed Girlfriend: হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে মৃত প্রেমিকার ছবি দিয়ে গ্রেফতার প্রেমিক ৷ সম্পর্কে তৃতীয় ব্যক্তির প্রবেশ নিয়েই বচসার সৃষ্টি হয় ৷ তদন্তে পুলিশ ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 2, 2023, 10:08 PM IST

চেন্নাই, 2 ডিসেম্বর: প্রেমিকাকে হত্যা করে সেই ছবি হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিল প্রেমিক ৷ সেই ছবির সূত্র ধরেই শনিবার অভিযুক্ত আশিককে গ্রেফতার করল তামিলনাড়ু পুলিশ ৷ ঘটনার তদন্ত শুরু করেছে ক্রমপেট থানার পুলিশ ৷ স্থানীয় সিএসসি ওয়ার্ক রোড এলাকার একটি হোটেল থেকে তরুণীর দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ ৷ মৃতের নাম ফৌসিয়া (20) ৷ তদন্ত রিপোর্ট এলেই মৃত্যুর আসল কারণ জানা যাবে বলে পুলিশ জানিয়েছে ৷

পুলিশ সূত্রে খবর, মৃত ওই তরুণী একটি নার্সিং স্কুলের দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন ৷ বেশ কয়েকদিন ধরে ওই পড়ুয়া কলেজে অনুপস্থিত ছিলেন ৷ তাতেই সন্দেহ দানা বাঁধে ৷ তবে পুলিশে কিছু জানার আগেই ওই তরুণী ও তার প্রেমিকের কমন একটি ফ্রেন্ডের হঠাৎই অভিযুক্তের হোয়াটঅ্যাপ স্ট্যাটাসে নজর পড়ে ৷ পুলিশকে বিষয়টি জানায় সে ৷ সেই সূত্র ধরেই পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে ৷ পুলিশি জিজ্ঞাসবাদে অভিযুক্ত যুবক স্বীকার করে নিয়েছে সেই তার প্রেমিকাকে হত্যা করেছে ৷ এর আগেও আশিকের বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল ৷ শিশুদের উপর যৌন নিগ্রহের অভিযোগে আগেও সে পুলিশ হেফাজতে ছিল ৷ ছাড়া পাওয়ার পর আবারও সে ফৌসিয়ার সঙ্গে যোগাযোগ করে ৷ বেশ কয়েকদিন ধরে একটি হোটেলে তারা একসঙ্গে থাকছিল বলে জানা গিয়েছে ৷

মৃত তরুণী ও আশিক দু‘জনেই কেরলের বাসিন্দা ৷ দীর্ঘ পাঁচ বছর ধরে তাদের মধ্য়ে ভালোবাসার সম্পর্ক ছিল ৷ গোপনে তাঁরা বিয়েও সেরেছিলেন বলে খবর ৷ 16 বছর বয়সে মৃত তরুণী এক সন্তানের জন্ম দেন ৷ পরবর্তীতে সন্তানকে আশ্রমে পাঠিয়ে দেয় দু'জনে ৷ শুক্রবার চেন্নাইয়ের হোটেলে থাকাকালীন হঠাৎই ফৌসিয়া তার প্রেমিকের ফোনে অন্য মহিলার ছবি দেখতে পান ৷ তা নিয়েই বচসার সৃষ্টি হয় ৷ কথা কাটাকাটির মধ্যে আশিক তার জামা খুলে সেটা দিয়েই কিশোরীর শ্বাসরোধ করে হত্যা করে বলে জানা গিয়েছে ৷ সেই ছবিও তার হোয়াটঅ্যাপে শেয়ার করে সে ৷ সেই সূত্র ধরেই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ ৷

আরও পড়ুন:

  1. বিয়েতে অমত, তরুণীর পরিবারের 6 সদস্যকে গুলি প্রেমিকের; মৃত প্রেমিকা-সহ তিন
  2. গাড়ি ছিনতাই রুখতে গুলি চালাল বাইডেনের নাতনির সুরক্ষায় মোতায়েন সিক্রেট সার্ভিস কর্মীরা
  3. ছেলেকে ধরতে আসায় পুলিশকে লক্ষ্য করে গুলি বাবার, গ্রেফতার অভিযুক্ত

চেন্নাই, 2 ডিসেম্বর: প্রেমিকাকে হত্যা করে সেই ছবি হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিল প্রেমিক ৷ সেই ছবির সূত্র ধরেই শনিবার অভিযুক্ত আশিককে গ্রেফতার করল তামিলনাড়ু পুলিশ ৷ ঘটনার তদন্ত শুরু করেছে ক্রমপেট থানার পুলিশ ৷ স্থানীয় সিএসসি ওয়ার্ক রোড এলাকার একটি হোটেল থেকে তরুণীর দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ ৷ মৃতের নাম ফৌসিয়া (20) ৷ তদন্ত রিপোর্ট এলেই মৃত্যুর আসল কারণ জানা যাবে বলে পুলিশ জানিয়েছে ৷

পুলিশ সূত্রে খবর, মৃত ওই তরুণী একটি নার্সিং স্কুলের দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন ৷ বেশ কয়েকদিন ধরে ওই পড়ুয়া কলেজে অনুপস্থিত ছিলেন ৷ তাতেই সন্দেহ দানা বাঁধে ৷ তবে পুলিশে কিছু জানার আগেই ওই তরুণী ও তার প্রেমিকের কমন একটি ফ্রেন্ডের হঠাৎই অভিযুক্তের হোয়াটঅ্যাপ স্ট্যাটাসে নজর পড়ে ৷ পুলিশকে বিষয়টি জানায় সে ৷ সেই সূত্র ধরেই পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে ৷ পুলিশি জিজ্ঞাসবাদে অভিযুক্ত যুবক স্বীকার করে নিয়েছে সেই তার প্রেমিকাকে হত্যা করেছে ৷ এর আগেও আশিকের বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল ৷ শিশুদের উপর যৌন নিগ্রহের অভিযোগে আগেও সে পুলিশ হেফাজতে ছিল ৷ ছাড়া পাওয়ার পর আবারও সে ফৌসিয়ার সঙ্গে যোগাযোগ করে ৷ বেশ কয়েকদিন ধরে একটি হোটেলে তারা একসঙ্গে থাকছিল বলে জানা গিয়েছে ৷

মৃত তরুণী ও আশিক দু‘জনেই কেরলের বাসিন্দা ৷ দীর্ঘ পাঁচ বছর ধরে তাদের মধ্য়ে ভালোবাসার সম্পর্ক ছিল ৷ গোপনে তাঁরা বিয়েও সেরেছিলেন বলে খবর ৷ 16 বছর বয়সে মৃত তরুণী এক সন্তানের জন্ম দেন ৷ পরবর্তীতে সন্তানকে আশ্রমে পাঠিয়ে দেয় দু'জনে ৷ শুক্রবার চেন্নাইয়ের হোটেলে থাকাকালীন হঠাৎই ফৌসিয়া তার প্রেমিকের ফোনে অন্য মহিলার ছবি দেখতে পান ৷ তা নিয়েই বচসার সৃষ্টি হয় ৷ কথা কাটাকাটির মধ্যে আশিক তার জামা খুলে সেটা দিয়েই কিশোরীর শ্বাসরোধ করে হত্যা করে বলে জানা গিয়েছে ৷ সেই ছবিও তার হোয়াটঅ্যাপে শেয়ার করে সে ৷ সেই সূত্র ধরেই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ ৷

আরও পড়ুন:

  1. বিয়েতে অমত, তরুণীর পরিবারের 6 সদস্যকে গুলি প্রেমিকের; মৃত প্রেমিকা-সহ তিন
  2. গাড়ি ছিনতাই রুখতে গুলি চালাল বাইডেনের নাতনির সুরক্ষায় মোতায়েন সিক্রেট সার্ভিস কর্মীরা
  3. ছেলেকে ধরতে আসায় পুলিশকে লক্ষ্য করে গুলি বাবার, গ্রেফতার অভিযুক্ত
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.