কোটা, 8 ডিসেম্বর: ভারত জোড়ো যাত্রায় গায়ে গায়ে আগুন দিলেন যুবক ৷ বৃহস্পতিবার সকালে রাজস্থানের রাজীব গান্ধি নগরে প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধির মূর্তিতে মাল্যদানের অনুষ্ঠান ছিল ৷ সেখানে উপস্থিত থাকার কথা ছিল সাংসদ রাহুলের ৷ তাঁর পৌঁছনোর আগেই ঘটল এই ঘটনা ৷ মঞ্চের সামনে হঠাৎ গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করলেন যুবক (Youth attempts suicide by self immolation in Bharat Jodo Yatra in Rajasthan Kota) ৷ এর সঙ্গে সঙ্গে তিনি বলতে থাকেন, "আমি রাহুল গান্ধির বিরুদ্ধে" ৷ স্বভাবতই, এতে হইচই পড়ে যায় ঘটনাস্থলে ৷
তবে প্রাণে বেঁচে গিয়েছেন যুবক ৷ তিনি 3 জোড়া কাপড় পরেছিলেন ৷ তাঁর আশপাশে থাকা লোকজন তড়িঘড়ি আগুন নেভানোর চেষ্টা করেন এবং পরে আগুন নিভে যায় ৷ পুলিশ তাঁকে নিজেদের হেফাজতে নিয়ে হাসপাতালে যায় ৷ সিআইডি ইন্টেলিজেন্সও হাসপাতালে পৌঁছে গিয়েছে ৷
আরও পড়ুন: ভারত জোড়ো যাত্রা আজ রাজস্থানে, গেহলত-পাইলট সংঘাতই চ্যালেঞ্জ রাহুলের
বৃহস্পতিবার নিয়ে পাঁচ দিন ধরে রাজস্থানে ভারত জোড়ো যাত্রা করছেন রাহুল গান্ধি ৷ আজ কোটা শহর দিয়ে যাবেন রাহুল ও তাঁর সঙ্গীরা ৷ ঝালাওয়াড় রোডের থেকে অনন্তপুরা স্বাগত গেট থেকে আজ যাত্রা শুরু হয় ৷ আজ তাঁর সঙ্গে রয়েছেন মুখ্যমন্ত্রী অশোক গেহলট, কে সি বেণুগোপাল, গোবিন্দ সিং ডোটাসরা ও অন্যরা ৷