ETV Bharat / bharat

Youth Circulates Wife Nude Photo: যৌতুকের দাবিতে হেনস্থা ! স্ত্রীর নগ্ন ছবি অশ্লীল অ্যাপে পোস্ট করে শ্রীঘরে যুবক - গ্রেফতার যুবক

যৌতুকের দাবিতে হেনস্থা করার পাশাপাশি স্ত্রীর নগ্ন ছবি অশ্লীল একটি অ্যাপে পোস্ট করার অভিযোগে গ্রেফতার করা হল কেরলের এক যুবককে ৷

Youth Circulates Wife Nude Photo
Youth Circulates Wife Nude Photo
author img

By

Published : May 16, 2023, 7:29 PM IST

ত্রিশূর (কেরল), 16 মে: যৌতুকের দাবিতে দিনের পর দিন হেনস্থা ! এরপর স্ত্রীর নগ্ন ছবি একটি অ্যাপে ছড়িয়ে দেওয়ার অভিযোগে কেরলের এক যুবককে গ্রেফতার করা হল ৷ জানা গিয়েছে, ওই অ্যাপে অশ্লীল ছবি শেয়ার করা হয় ৷ ঘটনার তদন্তে একটি বিশেষ দল গঠন করেছে পুলিশ ৷

জানা গিয়েছে, ধৃতের নাম সেবি পালাক্কাদ (33) ৷ তিনি ত্রিশূর জেলার ইরুমাপেট্টির বাসিন্দা ৷ আড়াই বছর আগে সেবির বিয়ে হয় । বিয়ের সময় কনের পরিবার যৌতুক হিসেবে 80 গ্রাম সোনা দিয়েছিল । কিন্তু বিয়ের পর থেকে মেয়েটির শ্বশুরবাড়ির লোকজন তাঁর থেকে আরও টাকা চাইছিল বলে অভিযোগ । পুলিশ জানিয়েছে, যৌতুকের দাবিতে স্ত্রীকে ক্রমাগত হেনস্থা করতেন সেবি । তিনি ছাড়াও তাঁর পরিবারের সদস্যরাও যৌতুকের দাবিতে ওই মহিলার উপর মানসিক ও শারীরিক নির্যাতন চালাতেন বলে অভিযোগ ৷ যদিও বাড়িতে এ সব কিছুই জানাননি নিগৃহীতা ৷

অভিযোগ, যৌতুকের দাবিতে অত্যাচারের পর স্ত্রীকে নগ্ন করে মোবাইলে ছবি তুলে রাখতেন সেবি ৷ পরে তিনি স্ত্রীর সেই ছবি একটি অ্যাপে পোস্ট করে দিতেন ৷ সেটা আর মেনে নিতে পারেননি ওই মহিলা ৷ তিনি গোটা ঘটনার কথা জানিয়ে কুন্নামকুলাম থানায় অভিযোগ দায়ের করেন । তাঁর অভিযোগের ভিত্তিতে পুলিশ তাঁর স্বামীর মোবাইল ফোনের বিষয়ে তদন্ত শুরু করে । তদন্তে উঠে আসে যে, ওই মহিলার ছবি সত্যিই অ্যাপে শেয়ার করা হয়েছে । পুলিশ আরও বলেছে, এটি এমন একটি অ্যাপ যেখানে তরুণীদের নগ্ন ছবি আদান-প্রদান করা হয় ।

পুলিশ জানিয়েছে যে, অনেকে তাঁদের সঙ্গীর সঙ্গে সবার পরিচয় করিয়ে দিতে এবং একে-অপরের সঙ্গে অশ্লীল ছবি ও ভিডিয়ো শেয়ার করার জন্য এই অ্যাপটি ব্যবহার করেন । পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে । এই ঘটনার তদন্তের জন্য একটি বিশেষ দল গঠন করা হয়েছে ৷

আরও পড়ুন: 18 ছাত্রীকে যৌন হেনস্থায় গ্রেফতার শিক্ষক ! ভয়ে স্কুলেই যাচ্ছে না পড়ুয়ারা

ত্রিশূর (কেরল), 16 মে: যৌতুকের দাবিতে দিনের পর দিন হেনস্থা ! এরপর স্ত্রীর নগ্ন ছবি একটি অ্যাপে ছড়িয়ে দেওয়ার অভিযোগে কেরলের এক যুবককে গ্রেফতার করা হল ৷ জানা গিয়েছে, ওই অ্যাপে অশ্লীল ছবি শেয়ার করা হয় ৷ ঘটনার তদন্তে একটি বিশেষ দল গঠন করেছে পুলিশ ৷

জানা গিয়েছে, ধৃতের নাম সেবি পালাক্কাদ (33) ৷ তিনি ত্রিশূর জেলার ইরুমাপেট্টির বাসিন্দা ৷ আড়াই বছর আগে সেবির বিয়ে হয় । বিয়ের সময় কনের পরিবার যৌতুক হিসেবে 80 গ্রাম সোনা দিয়েছিল । কিন্তু বিয়ের পর থেকে মেয়েটির শ্বশুরবাড়ির লোকজন তাঁর থেকে আরও টাকা চাইছিল বলে অভিযোগ । পুলিশ জানিয়েছে, যৌতুকের দাবিতে স্ত্রীকে ক্রমাগত হেনস্থা করতেন সেবি । তিনি ছাড়াও তাঁর পরিবারের সদস্যরাও যৌতুকের দাবিতে ওই মহিলার উপর মানসিক ও শারীরিক নির্যাতন চালাতেন বলে অভিযোগ ৷ যদিও বাড়িতে এ সব কিছুই জানাননি নিগৃহীতা ৷

অভিযোগ, যৌতুকের দাবিতে অত্যাচারের পর স্ত্রীকে নগ্ন করে মোবাইলে ছবি তুলে রাখতেন সেবি ৷ পরে তিনি স্ত্রীর সেই ছবি একটি অ্যাপে পোস্ট করে দিতেন ৷ সেটা আর মেনে নিতে পারেননি ওই মহিলা ৷ তিনি গোটা ঘটনার কথা জানিয়ে কুন্নামকুলাম থানায় অভিযোগ দায়ের করেন । তাঁর অভিযোগের ভিত্তিতে পুলিশ তাঁর স্বামীর মোবাইল ফোনের বিষয়ে তদন্ত শুরু করে । তদন্তে উঠে আসে যে, ওই মহিলার ছবি সত্যিই অ্যাপে শেয়ার করা হয়েছে । পুলিশ আরও বলেছে, এটি এমন একটি অ্যাপ যেখানে তরুণীদের নগ্ন ছবি আদান-প্রদান করা হয় ।

পুলিশ জানিয়েছে যে, অনেকে তাঁদের সঙ্গীর সঙ্গে সবার পরিচয় করিয়ে দিতে এবং একে-অপরের সঙ্গে অশ্লীল ছবি ও ভিডিয়ো শেয়ার করার জন্য এই অ্যাপটি ব্যবহার করেন । পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে । এই ঘটনার তদন্তের জন্য একটি বিশেষ দল গঠন করা হয়েছে ৷

আরও পড়ুন: 18 ছাত্রীকে যৌন হেনস্থায় গ্রেফতার শিক্ষক ! ভয়ে স্কুলেই যাচ্ছে না পড়ুয়ারা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.