ETV Bharat / bharat

Smoking Cigarette in Toilet: বিমানের শৌচালয়ে সিগারেট খেয়ে আটক বাংলার যুবতী - Indigo Flight

কলকাতা থেকে বেঙ্গালুরুগামী বিমানের শৌচালয়ে সিগারেট খেয়ে আটক হলেন বাংলার এক যুবতী (Smoking Cigarette in Toilet)৷ মঙ্গলবার ইন্ডিগোর বিমানে এই ঘটনা ঘটে ৷

woman smoked cigarette ETV Bharat
বিমানের শৌচলয়ে ধূমপান
author img

By

Published : Mar 8, 2023, 5:41 PM IST

দেবনাহল্লি (বেঙ্গালুরু), 8 মার্চ: যত কাণ্ড বিমানে ! মাঝ আকাশে বিমানের অন্য যাত্রীর গায়ে প্রস্রাব করে দেওয়ার ঘটনা নিয়ে গত কয়েকদিন ধরেই তোলপাড় চলছে দেশজুড়ে ৷ এ বার বিমানের শৌচালয়ে ধূমপানের (Woman smoked cigarette in toilet) অভিযোগ উঠল বাংলার এক যুবতীর বিরুদ্ধে ৷ কলকাতা থেকে বেঙ্গালুরুগামী বিমানে তিনি এই কাজ করেছেন বলে অভিযোগ উঠেছে ৷ ওই যুবতীকে আটক করা হয়েছে (Smoking cigarette in toilet)৷

বিমানের শৌচলয়ে সিগারেট খেয়ে আটক: গতকাল অর্থাৎ মঙ্গলবার ইন্ডিগোর বিমান (Indigo Flight) 6ই 716-এ এই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে ৷ 5 মার্চ রাত 9টা 50 মিনিটে কলকাতা থেকে বেঙ্গালুরু যাচ্ছিল বিমানটি ৷ বিমানটি যখন মাঝ আকাশে, তখন বিমানের শৌচালয়ে গিয়ে এক যুবতী সিগারেট খান বলে অভিযোগ ৷ এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন অন্যান্য যাত্রী ও ক্রু সদস্যরা ৷ বিমানের এই ঘটনা দেরিতে প্রকাশ্যে এসেছে ৷ যে যুবতীর বিরুদ্ধে অভিযোগ, তাঁকে নিরাপত্তা কর্মীরা আটক করেছেন ।

শৌচলয়ের ডাস্টবিনে মেলে সিগারেটের টুকরো: অভিযোগ, বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরে ইন্ডিগোর বিমানটি অবতরণের আধঘণ্টা আগে বিমানের শৌচালয়ে ধূমপান করেন ওই যুবতী ৷ টয়লেটের দরজা খুলে চেক করা হলে সেখানে ডাস্টবিনে সিগারেটের টুকরো পাওয়া যায় । ফ্লাইট ক্রুরা সিগারেট দেখার সঙ্গে সঙ্গে ডাস্টবিনে জল ঢেলে দেন । বিমানটি বেঙ্গালুরুতে অবতরণ করার সঙ্গে সঙ্গেই অভিযুক্ত যুবতীকে নিরাপত্তা কর্মীরা হেফাজতে নিয়ে যান ।

আরও পড়ুন: বিমানে সহযাত্রীর গায়ে প্রস্রাব মদ্যপ ছাত্রের, কড়া পদক্ষেপ উড়ান সংস্থার

অভিযুক্ত যুবতীর বিরুদ্ধে মামলা দায়ের: অন্যের জীবন ও ব্যক্তিগত নিরাপত্তা বিপন্ন করার অভিযোগে ওই যুবতীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরের পুলিশ তাঁকে হেফাজতে নিয়েছে ।

দিন কয়েক আগেই মদ্যপ অবস্থায় সহযাত্রীর গায়ে প্রস্রাব করে দেওয়ার অভিযোগ ওঠে নিউইয়র্ক-নিউ দিল্লি আমেরিকান এয়ারলাইন্সের বিমানে ৷ তারও আগে গত 26 নভেম্বর নিউইয়র্ক-দিল্লি এয়ার ইন্ডিয়ার একটি বিমানেও এমন ঘটনা ঘটেছিল ৷

দেবনাহল্লি (বেঙ্গালুরু), 8 মার্চ: যত কাণ্ড বিমানে ! মাঝ আকাশে বিমানের অন্য যাত্রীর গায়ে প্রস্রাব করে দেওয়ার ঘটনা নিয়ে গত কয়েকদিন ধরেই তোলপাড় চলছে দেশজুড়ে ৷ এ বার বিমানের শৌচালয়ে ধূমপানের (Woman smoked cigarette in toilet) অভিযোগ উঠল বাংলার এক যুবতীর বিরুদ্ধে ৷ কলকাতা থেকে বেঙ্গালুরুগামী বিমানে তিনি এই কাজ করেছেন বলে অভিযোগ উঠেছে ৷ ওই যুবতীকে আটক করা হয়েছে (Smoking cigarette in toilet)৷

বিমানের শৌচলয়ে সিগারেট খেয়ে আটক: গতকাল অর্থাৎ মঙ্গলবার ইন্ডিগোর বিমান (Indigo Flight) 6ই 716-এ এই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে ৷ 5 মার্চ রাত 9টা 50 মিনিটে কলকাতা থেকে বেঙ্গালুরু যাচ্ছিল বিমানটি ৷ বিমানটি যখন মাঝ আকাশে, তখন বিমানের শৌচালয়ে গিয়ে এক যুবতী সিগারেট খান বলে অভিযোগ ৷ এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন অন্যান্য যাত্রী ও ক্রু সদস্যরা ৷ বিমানের এই ঘটনা দেরিতে প্রকাশ্যে এসেছে ৷ যে যুবতীর বিরুদ্ধে অভিযোগ, তাঁকে নিরাপত্তা কর্মীরা আটক করেছেন ।

শৌচলয়ের ডাস্টবিনে মেলে সিগারেটের টুকরো: অভিযোগ, বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরে ইন্ডিগোর বিমানটি অবতরণের আধঘণ্টা আগে বিমানের শৌচালয়ে ধূমপান করেন ওই যুবতী ৷ টয়লেটের দরজা খুলে চেক করা হলে সেখানে ডাস্টবিনে সিগারেটের টুকরো পাওয়া যায় । ফ্লাইট ক্রুরা সিগারেট দেখার সঙ্গে সঙ্গে ডাস্টবিনে জল ঢেলে দেন । বিমানটি বেঙ্গালুরুতে অবতরণ করার সঙ্গে সঙ্গেই অভিযুক্ত যুবতীকে নিরাপত্তা কর্মীরা হেফাজতে নিয়ে যান ।

আরও পড়ুন: বিমানে সহযাত্রীর গায়ে প্রস্রাব মদ্যপ ছাত্রের, কড়া পদক্ষেপ উড়ান সংস্থার

অভিযুক্ত যুবতীর বিরুদ্ধে মামলা দায়ের: অন্যের জীবন ও ব্যক্তিগত নিরাপত্তা বিপন্ন করার অভিযোগে ওই যুবতীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরের পুলিশ তাঁকে হেফাজতে নিয়েছে ।

দিন কয়েক আগেই মদ্যপ অবস্থায় সহযাত্রীর গায়ে প্রস্রাব করে দেওয়ার অভিযোগ ওঠে নিউইয়র্ক-নিউ দিল্লি আমেরিকান এয়ারলাইন্সের বিমানে ৷ তারও আগে গত 26 নভেম্বর নিউইয়র্ক-দিল্লি এয়ার ইন্ডিয়ার একটি বিমানেও এমন ঘটনা ঘটেছিল ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.