ETV Bharat / bharat

Woman Dragged from Auto in Delhi: ছিনতাইয়ের উদ্দেশে যুবতীকে অটো থেকে ফেলে দেওয়ার অভিযোগ দিল্লিতে - Delhi Crime news

Young Woman Dragged on Road by Snatchers for iPhone: ছিনতাইয়ে বাধা দেওয়ায় যুবতীকে অটো থেকে টেনে ফেলে দিল তিন দুষ্কৃতী ৷ পরে তাঁকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে ৷ ঘটনায় আহত হন স্কুল শিক্ষিকা ওই যুবতী ৷ অভিযুক্তদের খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ ৷

Woman Dragged from Auto in Delhi ETV BHARAT
Woman Dragged from Auto in Delhi
author img

By

Published : Aug 14, 2023, 3:07 PM IST

নয়াদিল্লি, 14 অগস্ট: আইফোন ছিনতাই করতে গিয়ে যুবতীকে অটো থেকে ফেলে দিল বাইকে সওয়ার তিন দুষ্কৃতী ৷ এমনকি তাঁকে ওই অবস্থায় রাস্তা দিয়ে টেনে নিয়ে যায় অভিযুক্তরা ৷ গত 11 অগস্ট বিকেল সাড়ে তিনটে নাগাদ দক্ষিণ দিল্লিতে এই ঘটনাটি ঘটেছে বলে সোমবার জানিয়েছে পুলিশ ৷ ঘটনায় আহত যুবতী যুবিকা চৌধুরিকে দিল্লির হাসপাতালে ভরতি করতে হয় ৷ এই ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ ৷

সোমবার দক্ষিণ দিল্লির এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, পেশায় দিল্লির এক নামী স্কুলের শিক্ষিকা আক্রান্ত যুবিকা চৌধুরি ৷ তিনি গত 11 অগস্ট বিকেল 3টে 20 মিনিটে অটোয় উঠে স্কুল থেকে বাড়ির উদ্দেশে রওনা দেন ৷ দিল্লির জ্ঞানভারতী স্কুল থেকে জওহর পার্ক এলাকার অটো ধরেন তিনি ৷ সাকেত এলাকার খোকা মার্কেটে পৌঁছানোর পরেই তাঁর অটোর সঙ্গে পাশাপাশি একটি বাইক চলতে শুরু করে ৷ অভিযোগ বাইকে মোট 3 জন সওয়ার ছিল ৷ তাদের মধ্যে একজন তাঁর ফোন ছিনতাইয়ের চেষ্টা করে ৷ নিজের ফোন বাঁচাতে গিয়ে অটো থেকে পড়ে যান যুবিকা চৌধুরি ৷

অভিযোগ ওই অবস্থায় তাঁকে বেশ কিছুটা পথ টেনে হিঁচড়ে নিয়ে যায় বাইকে সওয়ার 3 দুষ্কৃতী ৷ এই ঘটনায় পুলিশ কন্ট্রোলরুম থেকে একটি অভিযোগ যায় সাকেত পুলিশ স্টেশনে ৷ আহত অবস্থায় স্কুল শিক্ষিকা ওই যুবতীকে একটি বেসরকারি হাসপাতালে ভরতি করানো হয় ৷ পুলিশ জানিয়েছে, আপাতত তিনি সুস্থ রয়েছেন ৷ এই ঘটনায় রাস্তার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে ৷ অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের চেষ্টা করছে পুলিশ ৷ তবে, সাকেত থানায় ভারতীয় দন্ডবিধি 356, 379 এবং 34 নম্বর ধারায় প্রথমে মামলা রুজু করা হয়েছিল ৷ পরে তা 392 এবং 34 নম্বর ধারায় রুজু করা হয় ৷

আরও পড়ুন: মুম্বইয়ের দাদর স্টেশনে চলন্ত ট্রেন থেকে তরুণীকে ধাক্কা, গ্রেফতার যুবক

এফআইআর-এর ধারা বদল নিয়ে প্রশ্ন উঠেছে ৷ কারণ, 356 ধারা ছিনতাইয়ের উদ্দেশে করা হামলার ক্ষেত্রে রুজু করা হয় ৷ সেক্ষেত্রে এই ধারাটিকে কেন তুলে নেওয়া হল ? সেই প্রশ্ন উঠছে ৷ আর 392 ধারা সাধারণত হাইওয়েতে ডাকাতি বা ছিনতাইয়ের ক্ষেত্রে দেওয়া হয় ৷

নয়াদিল্লি, 14 অগস্ট: আইফোন ছিনতাই করতে গিয়ে যুবতীকে অটো থেকে ফেলে দিল বাইকে সওয়ার তিন দুষ্কৃতী ৷ এমনকি তাঁকে ওই অবস্থায় রাস্তা দিয়ে টেনে নিয়ে যায় অভিযুক্তরা ৷ গত 11 অগস্ট বিকেল সাড়ে তিনটে নাগাদ দক্ষিণ দিল্লিতে এই ঘটনাটি ঘটেছে বলে সোমবার জানিয়েছে পুলিশ ৷ ঘটনায় আহত যুবতী যুবিকা চৌধুরিকে দিল্লির হাসপাতালে ভরতি করতে হয় ৷ এই ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ ৷

সোমবার দক্ষিণ দিল্লির এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, পেশায় দিল্লির এক নামী স্কুলের শিক্ষিকা আক্রান্ত যুবিকা চৌধুরি ৷ তিনি গত 11 অগস্ট বিকেল 3টে 20 মিনিটে অটোয় উঠে স্কুল থেকে বাড়ির উদ্দেশে রওনা দেন ৷ দিল্লির জ্ঞানভারতী স্কুল থেকে জওহর পার্ক এলাকার অটো ধরেন তিনি ৷ সাকেত এলাকার খোকা মার্কেটে পৌঁছানোর পরেই তাঁর অটোর সঙ্গে পাশাপাশি একটি বাইক চলতে শুরু করে ৷ অভিযোগ বাইকে মোট 3 জন সওয়ার ছিল ৷ তাদের মধ্যে একজন তাঁর ফোন ছিনতাইয়ের চেষ্টা করে ৷ নিজের ফোন বাঁচাতে গিয়ে অটো থেকে পড়ে যান যুবিকা চৌধুরি ৷

অভিযোগ ওই অবস্থায় তাঁকে বেশ কিছুটা পথ টেনে হিঁচড়ে নিয়ে যায় বাইকে সওয়ার 3 দুষ্কৃতী ৷ এই ঘটনায় পুলিশ কন্ট্রোলরুম থেকে একটি অভিযোগ যায় সাকেত পুলিশ স্টেশনে ৷ আহত অবস্থায় স্কুল শিক্ষিকা ওই যুবতীকে একটি বেসরকারি হাসপাতালে ভরতি করানো হয় ৷ পুলিশ জানিয়েছে, আপাতত তিনি সুস্থ রয়েছেন ৷ এই ঘটনায় রাস্তার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে ৷ অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের চেষ্টা করছে পুলিশ ৷ তবে, সাকেত থানায় ভারতীয় দন্ডবিধি 356, 379 এবং 34 নম্বর ধারায় প্রথমে মামলা রুজু করা হয়েছিল ৷ পরে তা 392 এবং 34 নম্বর ধারায় রুজু করা হয় ৷

আরও পড়ুন: মুম্বইয়ের দাদর স্টেশনে চলন্ত ট্রেন থেকে তরুণীকে ধাক্কা, গ্রেফতার যুবক

এফআইআর-এর ধারা বদল নিয়ে প্রশ্ন উঠেছে ৷ কারণ, 356 ধারা ছিনতাইয়ের উদ্দেশে করা হামলার ক্ষেত্রে রুজু করা হয় ৷ সেক্ষেত্রে এই ধারাটিকে কেন তুলে নেওয়া হল ? সেই প্রশ্ন উঠছে ৷ আর 392 ধারা সাধারণত হাইওয়েতে ডাকাতি বা ছিনতাইয়ের ক্ষেত্রে দেওয়া হয় ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.