হায়দরাবাদ, 20 ডিসেম্বর: তেলেঙ্গানার রাজন্ন সিরসিল্লা জেলার মুদাপল্লী চন্দুর্থী এলাকা থেকে এক তরুণীকে অপহরণের সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়েছিল মঙ্গলবার ৷ এক তরুণীকে তাঁর বাবার থেকে ছিনিয়ে নিয়ে গিয়ে একদল লোক অপহরণ করে গাড়িতে তুলছে ৷ মঙ্গলবার ভোর রাতে ঘটনাটি ঘটে বলে জানা যায় (Telangana kidnapping video) ৷ সেই সূত্রে তদন্তও শুরু করে পুলিশ ৷ কিন্তু এদিন বেলা গড়াতেই ঘটনা অন্যদিকে মোড় নেয় ৷ শালিনী নামে ওই তরুণী দাবি করেছেন, কেউ তাঁকে অপহরণ করেনি ৷ তিনি নিজের ইচ্ছায় জনি নামের এক ব্যক্তির সঙ্গে পালিয়ে গিয়ে বিয়ে করেছেন (young woman claimed she was not kidnapped but married already after kidnapping video went viral) ৷
শালিনী তাঁর ও জনির বিয়ের ভিডিয়োও সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন ৷ সঙ্গে তিনি লিখেছেন, "আমি 4 বছর ধরে জনিকে ভালোবাসি ৷ আমার ইচ্ছেতেই সে আমাকে নিয়ে গিয়েছে ৷ আমি স্বেচ্ছায় তাঁকে বিয়ে করেছি ৷ আমার অভিভাবকরা জোর করে আমার সঙ্গে অন্য একজনের বিয়ে দেওয়ার চেষ্টা করছিল ৷ তাই আমি জনিকে ফোন করে বলি আমাকে এসে নিয়ে যেতে ৷ কিন্তু ঘটনার সময় আমি জনিকে চিনতে পারিনি যেহেতু তাঁর মুখে ঢাকা ছিল ৷ পরে তাঁকে চিনতে পেরে আমি জনিকে বিয়ে করি ৷"
আরও পড়ুন: বাড়িতে ডেকে প্রেমিকের গোপনাঙ্গ কাটলেন যুবতী
তবে ওই ভিডিয়োতে তরুণী এও জানিয়েছেন যে তাঁকে বিয়ে করার জন্য জনি ও তাঁর পরিবারের ক্ষতিও হতে পারে ৷