ETV Bharat / bharat

Young Businessman of Uttar Pradesh: বেকারদের সস্তায় ভালো খাবার বেচে প্রতিদ্বন্দ্বীদের মাত গোরক্ষপুরের যুবকের - নুডলস

প্রতিদ্বন্দ্বীদের ছাপিয়ে যেতে ও লোকসান কাটিয়ে উঠতে অভিনব উদ্যোগ নিলেন এক তরুণ ব্যবসায়ী ৷ সোনু রাওয়াত বেকারদের মাত্র 10 টাকায় নুডলস বিক্রি করছেন ৷ যা কর্মরত ব্যক্তিদের ক্ষেত্রে 15 টাকা । এই ভাবনাই তাঁর খাবারের প্রতি গ্রাহকদের আরও আকৃষ্ট করতে সাহায্য করছে ৷

New Business idea
নুডলস বিক্রেতা
author img

By

Published : Apr 11, 2023, 1:49 PM IST

গোরক্ষপুর (উত্তরপ্রদেশ), 11 এপ্রিল: সব জায়গায় এখন প্রতিযোগিতা ৷ সেই প্রতিযোগিতায় টিকে থাকারই লড়াই করছে সকলে ৷ আর ব্যবসার ক্ষেত্রে তা আরও বেশি করে দেখা দেয় ৷ এক্ষেত্রেও নতুন চিন্তা-ভাবনার মাধ্যমে টিকে থাকাটা খুব জরুরি ৷ তাই নিজের ব্যবসা বাঁচাতে অভিনব পথ অবলম্বন করলেন উত্তরপ্রদেশের গোরক্ষপুরের যুবক সোনু রাওয়াত ৷ কম খরচে নুডলস বেচতে শুরু করলেন তিনি বেকারদের ৷ 10 টাকার বিনিময়েই পাওয়া যাচ্ছে তাঁর দোকানে নুডলস ৷

এক তরুণ ব্যবসায়ী সোনু ৷ গোরক্ষপুরের মেডিক্যাল কলেজ রোডে তাঁর ঠেলা লাগান তিনি ৷ ব্যবসাই তাঁর বাঁচার সম্বল ৷ কিন্তু এখন বাজারে প্রচুর প্রতিদ্বন্দ্বী ৷ অনেকেই নুডলসের দোকান দিচ্ছে ৷ অন্য প্রতিদ্বন্দ্বীদের থেকে কীভাবে বেশি বেচাকেনা করা যায় তাই কুড়ে কুড়ে খাচ্ছিল সোনুকে ৷ এরপরেই তিনি বার করলেন পথ ৷ পরিকল্পনা করলেন তাঁর খাবারের দোকানে আরও গ্রাহকদের আকর্ষণ করতে সোনু কম টাকায় নুডলস বিক্রি করবেন ৷

কিন্তু এই অফার কেবল বেকারদের জন্য প্রযোজ্য ৷ যাদের হাতে হয়ত সেভাবে বেশি টাকা থাকে না, কিন্তু খাওয়াটা জরুরি ৷ তাই তিনি বেকারদের 10 টাকা করে নুডলস বেচতে শুরু করলেন ৷ তবে কর্মরতদের ক্ষেত্রে সেই নুডলস 15 টাকা ৷ কিন্তু দামের তারতম্য থাকলেও মানের সঙ্গে কোনও আপস করেন না সোনু ৷ এমনটাই জানাচ্ছে তাঁর গ্রাহকরা ৷ আর এতেই মাত করেছেন তিনি ৷ বেজায় খুশি তাঁর গ্রাহকেরা সোনুর দোকানের নুডলস খেয়ে ৷

কর্মরত এবং বেকার গ্রাহকদের জন্য বিভিন্ন ফাস্ট ফুড আইটেমের পৃথক দামের তালিকা তৈরি করেছেন সোনু ৷ তা উল্লেখ করেছেন তাঁর ঠেলায় ৷ সংবাদমাধ্যমকে সোনু বলেন, "এই ব্যবসায় অনেক প্রতিযোগিতা রয়েছে । এমনকী এই এলাকায় বেশ কিছু নতুন ফাস্ট-ফুডের দোকান খোলা হয়েছে । বেঁচে থাকার জন্য আমাদের আরও গ্রাহকদের আকৃষ্ট করতে হবে এবং গ্রাহকরা এখানে ভালো মানের খাবার খেতে চান । ফেল সস্তায় ভালো খাবার তাদের খাওয়াতে হবে ।"

তবে শুধু নুডলস নয়, সোনুর দোকানে বেকাররা 10 টাকায় পাস্তাও পাবেন ৷ রবীন্দ্র চৌধুরি নামে এক গ্রাহক বলেন, "আমি মেডিক্যাল কলেজে যাওয়ার পথে দেখলাম যে এই দোকানে 15 টাকায় নুডলস বিক্রি করছে চাকরিজীবীদের জন্য ৷ যা খুবই যুক্তিসঙ্গত । তারা এই হারে যে স্বাদ ও গুণমান দিচ্ছে তাও প্রশংসনীয় । আমি জানি না তারা কীভাবে এই অফার থেকে উপকৃত হবে ৷ কিন্তু আমি মনে করি তারা গ্রাহকদের আকৃষ্ট করতে সফল হবে ।"

আরও পড়ুন: সংসার ছেড়ে প্রেমিককে বিয়ে, সন্তানদের কান্নাতেও মন গলল না মায়ের

গোরক্ষপুর (উত্তরপ্রদেশ), 11 এপ্রিল: সব জায়গায় এখন প্রতিযোগিতা ৷ সেই প্রতিযোগিতায় টিকে থাকারই লড়াই করছে সকলে ৷ আর ব্যবসার ক্ষেত্রে তা আরও বেশি করে দেখা দেয় ৷ এক্ষেত্রেও নতুন চিন্তা-ভাবনার মাধ্যমে টিকে থাকাটা খুব জরুরি ৷ তাই নিজের ব্যবসা বাঁচাতে অভিনব পথ অবলম্বন করলেন উত্তরপ্রদেশের গোরক্ষপুরের যুবক সোনু রাওয়াত ৷ কম খরচে নুডলস বেচতে শুরু করলেন তিনি বেকারদের ৷ 10 টাকার বিনিময়েই পাওয়া যাচ্ছে তাঁর দোকানে নুডলস ৷

এক তরুণ ব্যবসায়ী সোনু ৷ গোরক্ষপুরের মেডিক্যাল কলেজ রোডে তাঁর ঠেলা লাগান তিনি ৷ ব্যবসাই তাঁর বাঁচার সম্বল ৷ কিন্তু এখন বাজারে প্রচুর প্রতিদ্বন্দ্বী ৷ অনেকেই নুডলসের দোকান দিচ্ছে ৷ অন্য প্রতিদ্বন্দ্বীদের থেকে কীভাবে বেশি বেচাকেনা করা যায় তাই কুড়ে কুড়ে খাচ্ছিল সোনুকে ৷ এরপরেই তিনি বার করলেন পথ ৷ পরিকল্পনা করলেন তাঁর খাবারের দোকানে আরও গ্রাহকদের আকর্ষণ করতে সোনু কম টাকায় নুডলস বিক্রি করবেন ৷

কিন্তু এই অফার কেবল বেকারদের জন্য প্রযোজ্য ৷ যাদের হাতে হয়ত সেভাবে বেশি টাকা থাকে না, কিন্তু খাওয়াটা জরুরি ৷ তাই তিনি বেকারদের 10 টাকা করে নুডলস বেচতে শুরু করলেন ৷ তবে কর্মরতদের ক্ষেত্রে সেই নুডলস 15 টাকা ৷ কিন্তু দামের তারতম্য থাকলেও মানের সঙ্গে কোনও আপস করেন না সোনু ৷ এমনটাই জানাচ্ছে তাঁর গ্রাহকরা ৷ আর এতেই মাত করেছেন তিনি ৷ বেজায় খুশি তাঁর গ্রাহকেরা সোনুর দোকানের নুডলস খেয়ে ৷

কর্মরত এবং বেকার গ্রাহকদের জন্য বিভিন্ন ফাস্ট ফুড আইটেমের পৃথক দামের তালিকা তৈরি করেছেন সোনু ৷ তা উল্লেখ করেছেন তাঁর ঠেলায় ৷ সংবাদমাধ্যমকে সোনু বলেন, "এই ব্যবসায় অনেক প্রতিযোগিতা রয়েছে । এমনকী এই এলাকায় বেশ কিছু নতুন ফাস্ট-ফুডের দোকান খোলা হয়েছে । বেঁচে থাকার জন্য আমাদের আরও গ্রাহকদের আকৃষ্ট করতে হবে এবং গ্রাহকরা এখানে ভালো মানের খাবার খেতে চান । ফেল সস্তায় ভালো খাবার তাদের খাওয়াতে হবে ।"

তবে শুধু নুডলস নয়, সোনুর দোকানে বেকাররা 10 টাকায় পাস্তাও পাবেন ৷ রবীন্দ্র চৌধুরি নামে এক গ্রাহক বলেন, "আমি মেডিক্যাল কলেজে যাওয়ার পথে দেখলাম যে এই দোকানে 15 টাকায় নুডলস বিক্রি করছে চাকরিজীবীদের জন্য ৷ যা খুবই যুক্তিসঙ্গত । তারা এই হারে যে স্বাদ ও গুণমান দিচ্ছে তাও প্রশংসনীয় । আমি জানি না তারা কীভাবে এই অফার থেকে উপকৃত হবে ৷ কিন্তু আমি মনে করি তারা গ্রাহকদের আকৃষ্ট করতে সফল হবে ।"

আরও পড়ুন: সংসার ছেড়ে প্রেমিককে বিয়ে, সন্তানদের কান্নাতেও মন গলল না মায়ের

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.