ETV Bharat / bharat

ক্রাইম থ্রিলার দেখে মা-বাবা ও ভাইকে খুন! দুর্ঘটনার প্লট সাজিয়েও হল না শেষরক্ষা - crime thriller

Murder in Maharashtra: ক্রাইম পেট্রোল ও দৃশ্যম সিনেমা দেখে মা-বাবা ও ভাইকে খুনের পরিকল্পনা ৷ দুর্ঘটনা বলে গল্প সাজালেও পুলিশের হাতে পাকড়াও অভিযুক্ত ৷ দু'দিন ধরে তিনজনকে খুনের ঘটনা শুনলে শিউরে উঠবেন আপনিও ৷

murder
খুন
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 17, 2024, 4:28 PM IST

হিঙ্গোলি (মহারাষ্ট্র), 17 জানুয়ারি: ক্রাইম থ্রিলার দেখে মা-বাবা ও ভাইকে খুনের পর দুর্ঘটনা বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা ৷ পুলিশের বুদ্ধির কাছে হার অভিযুক্তের ৷ ঠান্ডা মাথায় পুরো ঘটনার প্লট সাজিয়েও হল না শেষরক্ষা ৷ পুলিশের জালে ধরা পড়ল অভিযুক্ত ৷ ঘটনাটি মহারাষ্ট্রের হিঙ্গোলি জেলার ডিগ্রুসওয়ানি এলাকার ৷

জানা গিয়েছে, অভিযুক্তের নাম মহেন্দ্র যাদব ৷ সে বাবা-মা ও ভাইয়ের সঙ্গে ডিগ্রুসওয়ানি এলাকায় থাকত ৷ মহেন্দ্র তাঁর বাবা-মার কাছে ঘন ঘন টাকা চাইত ৷ যা আত্মীর-স্বজনরা জানতে পেরে যাওয়ায় এ নিয়ে মহেন্দ্রকে কথা শোনাতেন তারা ৷ এরপরেই মহেন্দ্রকে টাকা দেওয়া বন্ধ করে দেন তাঁর মা-বাবা ৷ রাগে বাবা-মা ও ভাইকে খুন করার পরিকল্পনা করে যুবক ৷

হিঙ্গোলি পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত ক্রাইম পেট্রোল জাতীয় সিরিয়ালের প্রতি আসক্ত ছিল ৷ বাবা-মা ও ভাইকে হত্যার আগে 'দৃশ্যম' সিনেমাটি বহুবার দেখেছিল মহেন্দ্র ৷ পুলিশের দাবি, ক্রাইম থ্রিলারগুলি দেখেই শান্ত মাথায় পরিবারের তিনজনকে খুনের পরিকল্পনা করে অভিযুক্ত ৷ এরপর ভাবনা অনুযায়ী কাজ সারে সে ৷

জানা গিয়েছে, অভিযুক্ত মহেন্দ্র দু'দিনের মধ্যে ভাই, মা ও বাবাকে ঘুমের ওষুধ খাইয়ে পরপর তিনটি খুন করেন । প্রথমে 9 জানুয়ারি রাতে তিনি তাঁর ভাই আকাশ যাদবকে ঘুমের ওষুধ খাইয়েছিলেন । এরপর তিনি তাঁকে বিদ্যুতের শক দিয়ে অচেতন করে ফেলেন ৷ তারপর তাঁকে লোহার রড দিয়ে মাথায় আঘাত করে হত্যা করেন এবং ভাইয়ের দেহ ডিগ্রুসওয়ানি থেকে সিরসাম সড়কের একটি বাঁকে রাস্তার খাদে ফেলে আসেন মহেন্দ্র । এরপর পরদিন বিকেলে চায়ে ঘুমের ওষুধ খাইয়ে মাকে মাঠে নিয়ে গিয়ে তাঁকেও হত্যা করেন অভিযুক্ত এবং দেহ মাঠে রেখে আসেন । রাতে ভাই আকাশের সঙ্গে গর্তে মায়ের দেহও ফেলে আসেন মহেন্দ্র ৷ তারপর গভীর রাতে বাড়ি ফিরে বাবাকেও ভাইয়ের মতো একই কায়দায় হত্যা করেন এবং অন্ধকারে দেহ ওই একই গর্তে রেখে আসেন ।

তিনটি হত্যা করার পরই ঘটনার ফাইনাল প্লট ৷ মহেন্দ্র তাঁর বাইকটি তিনটি দেহের ওপর ফেলে দিয়ে গোটা ঘটনাকে দুর্ঘটনা বলে দেখাতে চান । সকালে দুর্ঘটনার খবরও ছড়িয়ে পড়ে ৷ খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ । কিন্তু পুলিশ ঘটনাটিতে অন্যকিছুর রহস্য পায় ৷ পুলিশের সন্দেহ হওয়ায় বাসাম্বা থানার দল ও স্থানীয় অপরাধ শাখার দল অধিকতর তদন্ত চালায় এবং অভিযুক্ত মহেন্দ্রকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয় ৷ জিজ্ঞাসাবাদ নিজের অপরাধের কথা স্বীকার করেন তিনি । এরপরেই অভিযুক্ত মহেন্দ্রকে পুলিশ গ্রেফতার করে আরও তদন্ত করছে ।

11 জানুয়ারি কুন্ডলিক যাদব, কালাবতী যাদব এবং আকাশ যাদবের দেহ মিলেছিল ৷ পরে পুলিশ তদন্তে নেমে জানতে পারে এটি দুর্ঘটনা নয়, বরং মহেন্দ্র তাঁর বাবা-মা এবং ভাইকে হত্যা করেছেন । বাসাম্বা থানার এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, অভিযুক্ত টিভি সিরিয়াল ও ক্রাইম ফিল্ম দেখে এই খুন করেছে । অভিযুক্ত মহেন্দ্র যাদব তাঁর মা, বাবা এবং ভাইকে হত্যা করেছে ৷ কারণ তাঁর মা এবং বাবা টাকা দিচ্ছিল না এবং আত্মীয়রা বারবার এই নিয়ে কথা শোনাচ্ছিল ।

আরও পড়ুন:

  1. দিল্লির শ্রদ্ধাকাণ্ডের ছায়া মধ্যমগ্রামে, স্ত্রীকে খুনের পর দেহ টুকরো করে খালে ভাসাল স্বামী !
  2. প্রেমের বিয়েতে আপত্তি ! মেয়ে-জামাই-সহ 2 বছরের নাতনিকে পিটিয়ে-গুলি করে খুন বাবার
  3. ফোন চুরির অভিযোগে 'শাস্তি', রাস্তায় ফেলে তিন যুবককে বিবস্ত্র করে মার স্থানীয়দের

হিঙ্গোলি (মহারাষ্ট্র), 17 জানুয়ারি: ক্রাইম থ্রিলার দেখে মা-বাবা ও ভাইকে খুনের পর দুর্ঘটনা বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা ৷ পুলিশের বুদ্ধির কাছে হার অভিযুক্তের ৷ ঠান্ডা মাথায় পুরো ঘটনার প্লট সাজিয়েও হল না শেষরক্ষা ৷ পুলিশের জালে ধরা পড়ল অভিযুক্ত ৷ ঘটনাটি মহারাষ্ট্রের হিঙ্গোলি জেলার ডিগ্রুসওয়ানি এলাকার ৷

জানা গিয়েছে, অভিযুক্তের নাম মহেন্দ্র যাদব ৷ সে বাবা-মা ও ভাইয়ের সঙ্গে ডিগ্রুসওয়ানি এলাকায় থাকত ৷ মহেন্দ্র তাঁর বাবা-মার কাছে ঘন ঘন টাকা চাইত ৷ যা আত্মীর-স্বজনরা জানতে পেরে যাওয়ায় এ নিয়ে মহেন্দ্রকে কথা শোনাতেন তারা ৷ এরপরেই মহেন্দ্রকে টাকা দেওয়া বন্ধ করে দেন তাঁর মা-বাবা ৷ রাগে বাবা-মা ও ভাইকে খুন করার পরিকল্পনা করে যুবক ৷

হিঙ্গোলি পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত ক্রাইম পেট্রোল জাতীয় সিরিয়ালের প্রতি আসক্ত ছিল ৷ বাবা-মা ও ভাইকে হত্যার আগে 'দৃশ্যম' সিনেমাটি বহুবার দেখেছিল মহেন্দ্র ৷ পুলিশের দাবি, ক্রাইম থ্রিলারগুলি দেখেই শান্ত মাথায় পরিবারের তিনজনকে খুনের পরিকল্পনা করে অভিযুক্ত ৷ এরপর ভাবনা অনুযায়ী কাজ সারে সে ৷

জানা গিয়েছে, অভিযুক্ত মহেন্দ্র দু'দিনের মধ্যে ভাই, মা ও বাবাকে ঘুমের ওষুধ খাইয়ে পরপর তিনটি খুন করেন । প্রথমে 9 জানুয়ারি রাতে তিনি তাঁর ভাই আকাশ যাদবকে ঘুমের ওষুধ খাইয়েছিলেন । এরপর তিনি তাঁকে বিদ্যুতের শক দিয়ে অচেতন করে ফেলেন ৷ তারপর তাঁকে লোহার রড দিয়ে মাথায় আঘাত করে হত্যা করেন এবং ভাইয়ের দেহ ডিগ্রুসওয়ানি থেকে সিরসাম সড়কের একটি বাঁকে রাস্তার খাদে ফেলে আসেন মহেন্দ্র । এরপর পরদিন বিকেলে চায়ে ঘুমের ওষুধ খাইয়ে মাকে মাঠে নিয়ে গিয়ে তাঁকেও হত্যা করেন অভিযুক্ত এবং দেহ মাঠে রেখে আসেন । রাতে ভাই আকাশের সঙ্গে গর্তে মায়ের দেহও ফেলে আসেন মহেন্দ্র ৷ তারপর গভীর রাতে বাড়ি ফিরে বাবাকেও ভাইয়ের মতো একই কায়দায় হত্যা করেন এবং অন্ধকারে দেহ ওই একই গর্তে রেখে আসেন ।

তিনটি হত্যা করার পরই ঘটনার ফাইনাল প্লট ৷ মহেন্দ্র তাঁর বাইকটি তিনটি দেহের ওপর ফেলে দিয়ে গোটা ঘটনাকে দুর্ঘটনা বলে দেখাতে চান । সকালে দুর্ঘটনার খবরও ছড়িয়ে পড়ে ৷ খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ । কিন্তু পুলিশ ঘটনাটিতে অন্যকিছুর রহস্য পায় ৷ পুলিশের সন্দেহ হওয়ায় বাসাম্বা থানার দল ও স্থানীয় অপরাধ শাখার দল অধিকতর তদন্ত চালায় এবং অভিযুক্ত মহেন্দ্রকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয় ৷ জিজ্ঞাসাবাদ নিজের অপরাধের কথা স্বীকার করেন তিনি । এরপরেই অভিযুক্ত মহেন্দ্রকে পুলিশ গ্রেফতার করে আরও তদন্ত করছে ।

11 জানুয়ারি কুন্ডলিক যাদব, কালাবতী যাদব এবং আকাশ যাদবের দেহ মিলেছিল ৷ পরে পুলিশ তদন্তে নেমে জানতে পারে এটি দুর্ঘটনা নয়, বরং মহেন্দ্র তাঁর বাবা-মা এবং ভাইকে হত্যা করেছেন । বাসাম্বা থানার এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, অভিযুক্ত টিভি সিরিয়াল ও ক্রাইম ফিল্ম দেখে এই খুন করেছে । অভিযুক্ত মহেন্দ্র যাদব তাঁর মা, বাবা এবং ভাইকে হত্যা করেছে ৷ কারণ তাঁর মা এবং বাবা টাকা দিচ্ছিল না এবং আত্মীয়রা বারবার এই নিয়ে কথা শোনাচ্ছিল ।

আরও পড়ুন:

  1. দিল্লির শ্রদ্ধাকাণ্ডের ছায়া মধ্যমগ্রামে, স্ত্রীকে খুনের পর দেহ টুকরো করে খালে ভাসাল স্বামী !
  2. প্রেমের বিয়েতে আপত্তি ! মেয়ে-জামাই-সহ 2 বছরের নাতনিকে পিটিয়ে-গুলি করে খুন বাবার
  3. ফোন চুরির অভিযোগে 'শাস্তি', রাস্তায় ফেলে তিন যুবককে বিবস্ত্র করে মার স্থানীয়দের
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.