ETV Bharat / bharat

Young Lady Died By Suicide: মানতে পারেননি প্রেমিকের মৃত্যু, গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী তরুণী - আত্মঘাতী

প্রেমের পরিণতি হওয়ার কথা ছিল বিয়ে ৷ তবে মৃত্যুতেই শেষ হল সব ৷ বাড়ি থেকে তাঁদের প্রেম মেনে না নেওয়ায় আগেই আত্মহত্যা করেন যুবক ৷ প্রেমিকের মৃত্যুর খবর শুনে দু'দিন পরেই গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলেন তরুণীও ৷

young woman Died By Suicide
গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী তরুণী
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 4, 2023, 10:01 PM IST

হায়দরাবাদ, 4 অক্টোবর: তাঁরা দুজনে একসঙ্গে বাঁচার স্বপ্ন দেখেছিলেন ৷ নিজেদের প্রেমকে পরিণতি দেওয়ার ইচ্ছে ছিল তাঁদের ৷ এর জন্য বিয়েও করতে চেয়েছিলেন ৷ সুখে থাকার স্বপ্নও বুনছিলেন ৷ কিন্তু সাধ দিল না ভাগ্য ৷ যাXদের প্রেমের পরিণতি হওয়ার কথা ছিল বিয়ে ৷ ভাগ্যের পরিহাসে মৃত্যুতেই শেষ হয়ে গেল তাঁদের জীবন ৷ সঙ্গে ধীরে ধীরে বোনা স্বপ্নগুলিও চাপা পড়ে গেল মাটির তলায় ৷ এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটেছে হায়দরাবাদের গাছিবাউলি থানা এলাকায় ৷ বাড়ি থেকে যুগলের প্রেমের সম্পর্ক মেনে না নেওয়ায় রবিবার আত্মঘাতী হয়েছিলেন যুবক ৷ প্রেমিকের সঙ্গে চিরতরের এই বিচ্ছেদ মেনে নিতে পারেননি তরুণী ৷ তিনিও বেছে নিলেন মৃত্যুর পথ ৷ মঙ্গলবার গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলেন প্রেমিকাও ।

ইন্সপেক্টর জেমস বাবুর কথায়, পঞ্জাবের বাসিন্দা নেহা (19) ৷ তিনি আট মাস ধরে গোপনপল্লি সাংবাদিক কলোনীর হোস্টেলে থাকছিলেন । তিনি নানক্রংগুড়ার গল্ফ এজ অ্যাপার্টমেন্টে একটি বেকারিতে সেলস গার্ল হিসাবে কাজ করতেন । ওই একই বেকারিতে ছয় মাস আগে কাজে যোগ দেন বালাপুর থানার অন্তর্গত ভেঙ্কটাপুরমে বসবাসকারী সলমন ৷ সেখানে নেহা ও সলমনের দেখা এবং বন্ধুত্ব হয় ৷ শীঘ্রই তাঁদের বন্ধুত্ব প্রেমে পরিণত হয় । কিন্তু বিষয়টি জানতে পারার পর সলমনকে কাজ থেকে বরখাস্ত করে দেয় বেকারি কর্তৃপক্ষ ।

এরপর সলমন বাড়িতে তাঁর প্রেমের কথা জানান ৷ তবে সেখানেও তিরস্কারই জোটে সলমনের কপালে ৷ তাঁর বাবা-মা নেহার সঙ্গে সলমনের সম্পর্ক মানতে রাজি হয় না ৷ এমনকী তাঁদের বিয়েতেও না ছিল পরিবারের । এর ফলে গভীর আঘাত পান সলমন ৷ বিয়ে করে একসঙ্গে থাকার সব স্বপ্ন ভেঙে টুকরো টুকরো হয়ে যায় তাঁর ৷ এরপরেই জীবন থেকে ছুটি নিতে চান তিনি ৷ তার জন্য আত্মহত্যার পথে হাঁটেন সলমন ৷ 1 অক্টোবর আত্মহত্যা করেন তিনি । দু'দিন পর প্রেমিকের মৃত্যুর খবর জানতে পারেন নেহা ৷ এই খবরে পায়ের তলার মাটি সরে যায় তাঁর ৷ গভীর শোকের ছায়া নেমে আসে তাঁর জীবনে ৷ শেষ পর্যন্ত সেই শোকের থেকে নিজেকে মুক্তি দেন নেহা ৷ মঙ্গলবার দুই রুমমেট কাজে গেলে নিজের ঘরেই গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন তরুণী ৷

আরও পড়ুন: নাবালিকা হওয়ায় বিয়েতে আপত্তি, একই ওড়নায় ফাঁস দিয়ে আত্মঘাতী যুগল

এরপর রাত 10.30 টা নাগাদ হোস্টেলের কর্মীরা তাঁর রুম পরিষ্কার করতে আসেন ৷ সেসময় তাঁকে ডেকেও তাঁরা সাড়া পাননি । তারপর কর্মীরা জানালা দিয়ে তাকিয়ে দেখেন নেহা ফ্যানের সঙ্গে ঝুলছেন । হোস্টেল কর্তৃপক্ষ পুলিশকে খবর দেয় । তারা এসে ঘরের দরজা ভেঙ্গে নেহাকে মৃত অবস্থায় উদ্ধার করে । পুলিশ জানিয়েছে, প্রেমিকের আত্মহত্যা মেনে নিতে পারেননি নেহা । সেজন্যেই তিনি আত্মহত্যা করেছেন ৷ দেহ ময়নাতদন্তের জন্য ওসমানিয়া হাসপাতালে পাঠানো হয়েছে এবং পুলিশ একটি মামলা দায়ের করে ঘটনার তদন্ত শুরু করেছে ।

হায়দরাবাদ, 4 অক্টোবর: তাঁরা দুজনে একসঙ্গে বাঁচার স্বপ্ন দেখেছিলেন ৷ নিজেদের প্রেমকে পরিণতি দেওয়ার ইচ্ছে ছিল তাঁদের ৷ এর জন্য বিয়েও করতে চেয়েছিলেন ৷ সুখে থাকার স্বপ্নও বুনছিলেন ৷ কিন্তু সাধ দিল না ভাগ্য ৷ যাXদের প্রেমের পরিণতি হওয়ার কথা ছিল বিয়ে ৷ ভাগ্যের পরিহাসে মৃত্যুতেই শেষ হয়ে গেল তাঁদের জীবন ৷ সঙ্গে ধীরে ধীরে বোনা স্বপ্নগুলিও চাপা পড়ে গেল মাটির তলায় ৷ এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটেছে হায়দরাবাদের গাছিবাউলি থানা এলাকায় ৷ বাড়ি থেকে যুগলের প্রেমের সম্পর্ক মেনে না নেওয়ায় রবিবার আত্মঘাতী হয়েছিলেন যুবক ৷ প্রেমিকের সঙ্গে চিরতরের এই বিচ্ছেদ মেনে নিতে পারেননি তরুণী ৷ তিনিও বেছে নিলেন মৃত্যুর পথ ৷ মঙ্গলবার গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলেন প্রেমিকাও ।

ইন্সপেক্টর জেমস বাবুর কথায়, পঞ্জাবের বাসিন্দা নেহা (19) ৷ তিনি আট মাস ধরে গোপনপল্লি সাংবাদিক কলোনীর হোস্টেলে থাকছিলেন । তিনি নানক্রংগুড়ার গল্ফ এজ অ্যাপার্টমেন্টে একটি বেকারিতে সেলস গার্ল হিসাবে কাজ করতেন । ওই একই বেকারিতে ছয় মাস আগে কাজে যোগ দেন বালাপুর থানার অন্তর্গত ভেঙ্কটাপুরমে বসবাসকারী সলমন ৷ সেখানে নেহা ও সলমনের দেখা এবং বন্ধুত্ব হয় ৷ শীঘ্রই তাঁদের বন্ধুত্ব প্রেমে পরিণত হয় । কিন্তু বিষয়টি জানতে পারার পর সলমনকে কাজ থেকে বরখাস্ত করে দেয় বেকারি কর্তৃপক্ষ ।

এরপর সলমন বাড়িতে তাঁর প্রেমের কথা জানান ৷ তবে সেখানেও তিরস্কারই জোটে সলমনের কপালে ৷ তাঁর বাবা-মা নেহার সঙ্গে সলমনের সম্পর্ক মানতে রাজি হয় না ৷ এমনকী তাঁদের বিয়েতেও না ছিল পরিবারের । এর ফলে গভীর আঘাত পান সলমন ৷ বিয়ে করে একসঙ্গে থাকার সব স্বপ্ন ভেঙে টুকরো টুকরো হয়ে যায় তাঁর ৷ এরপরেই জীবন থেকে ছুটি নিতে চান তিনি ৷ তার জন্য আত্মহত্যার পথে হাঁটেন সলমন ৷ 1 অক্টোবর আত্মহত্যা করেন তিনি । দু'দিন পর প্রেমিকের মৃত্যুর খবর জানতে পারেন নেহা ৷ এই খবরে পায়ের তলার মাটি সরে যায় তাঁর ৷ গভীর শোকের ছায়া নেমে আসে তাঁর জীবনে ৷ শেষ পর্যন্ত সেই শোকের থেকে নিজেকে মুক্তি দেন নেহা ৷ মঙ্গলবার দুই রুমমেট কাজে গেলে নিজের ঘরেই গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন তরুণী ৷

আরও পড়ুন: নাবালিকা হওয়ায় বিয়েতে আপত্তি, একই ওড়নায় ফাঁস দিয়ে আত্মঘাতী যুগল

এরপর রাত 10.30 টা নাগাদ হোস্টেলের কর্মীরা তাঁর রুম পরিষ্কার করতে আসেন ৷ সেসময় তাঁকে ডেকেও তাঁরা সাড়া পাননি । তারপর কর্মীরা জানালা দিয়ে তাকিয়ে দেখেন নেহা ফ্যানের সঙ্গে ঝুলছেন । হোস্টেল কর্তৃপক্ষ পুলিশকে খবর দেয় । তারা এসে ঘরের দরজা ভেঙ্গে নেহাকে মৃত অবস্থায় উদ্ধার করে । পুলিশ জানিয়েছে, প্রেমিকের আত্মহত্যা মেনে নিতে পারেননি নেহা । সেজন্যেই তিনি আত্মহত্যা করেছেন ৷ দেহ ময়নাতদন্তের জন্য ওসমানিয়া হাসপাতালে পাঠানো হয়েছে এবং পুলিশ একটি মামলা দায়ের করে ঘটনার তদন্ত শুরু করেছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.