ETV Bharat / bharat

Visually Impaired Walk on Ramp: দু'চোখে নিকষ আঁধার, তবু মননের আলোয় ব়্যাম্পে দ্যুতি ছড়ালেন 31 রমণী - গুজরাতের জুনাগড়ে ফ্যাশন শো

গুজরাতের জুনাগড়ে অন্যরকম ফ্যাশন শোয়ের সাক্ষী থাকল শহরবাসী ৷ দৃষ্টিহীন মেয়েদের ব়্যাম্পওয়ার্ক তাক লাগিয়েছে উপস্থিত দর্শকদের ৷

Etv Bharat
গুজরাতের জুনাগড়ে অন্যরকম ফ্যাশন শো
author img

By

Published : Jun 19, 2023, 10:35 PM IST

গুজরাতের জুনাগড়ে অন্যরকম ফ্যাশন শো

জুনাগড় (গুজরাত), 19 জুন: এমনও সম্ভব ! নিভেছে চোখের আলো, কিন্তু যাঁদের মনন আলোয় আলোকিত, তাঁদের আর অন্ধকারে ভয় কী! প্রথমবার এমনই কিছু সাহসী নারীর যুদ্ধজয়ের সাক্ষী থাকল গুজরাতের জুনাগড় তথা সৌরাষ্ট্র ৷ অন্ধকারকে সঙ্গী করেই আলোকজ্জ্বল ফ্যাশন শো মাতালেন জুনাগড়ের 31 জন মহিলা ৷ তাঁদের আত্মবিশ্বাস দেখে মুগ্ধ হলেন উপস্থিত দর্শকরা ৷

ফ্যাশন শো'য়ে শুধুমাত্র সৌন্দর্য নয়, বিচার্য হয় তীক্ষ্ণ বুদ্ধি, আত্মবিশ্বাস আর প্রতিভার ৷ ব়্যাম্প ওয়াকে সৌন্দর্য্যের মানদণ্ড সেইসব সংজ্ঞারই বদল দেখল জুনাগড়বাসী ৷ দৃষ্টিহীন মেয়েদের জন্য মিস ব্লাইন্ড অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল রবিবার । 31 জন বিশেষভাবে সক্ষম মেয়েরা এমনভাবে র‌্যাম্পে হাঁটলেন যা হার মানাবে বিশ্বের বড় বড় ফ্যাশন শো-কেও ৷ ইতিহাসে প্রথমবার একযোগে জুনাগড় এবং সৌরাষ্ট্রের 31 জন মহিলাকে নিয়ে মিস ব্লাইন্ড প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ব্যাপক সাড়া ফেলেছে এই শো ৷

Visually Impaired Walk on Ramp
গুজরাতের জুনাগড়ে অন্যরকম ফ্যাশন শো

জানা গিয়েছে অনুষ্ঠানের আয়োজকরা আগামিদিনে আহমেদাবাদ, বরোদা, মুম্বাইয়ের মতো শহরে দৃষ্টিহীন মেয়েদের জন্য এই রকম ফ্যাশন শো'য়ের আয়োজন করবেন ৷ আয়োজকের তরফ থেকে বলা হয়েছে, এই ধরণের অনুষ্ঠান বিশেষভাবে সক্ষম মেয়েদের মনোবল বাড়ায় ৷ তাঁদের জীবনের প্রতি উৎসাহ বাড়ে ৷ মানসিকভাবে লড়াই করার জোর পান ৷

Visually Impaired Walk on Ramp
দৃষ্টিহীন মেয়েদের ব়্যাম্পওয়ার্ক

আরও পড়ুন: সৌন্দর্যের কোনও মাপকাঠি নেই, দেখাল 'অনোখি'

অন্যদিকে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে খুশি হয়েছেন 31 জন মেয়ে ৷ অংশগ্রহণকারী এক তরুণী বলেন, "এমন প্ল্যাটফর্ম আমরা পাব তা ভাবিনি। আজ সেই স্বপ্ন পূরণ হয়েছে। ফ্যাশনের জগতে পা রাখার সুযোগ পেয়েছেন আমার মতো অনেকে ৷ এর জন্য আয়োজকদের আন্তরিক ধন্যবাদ ৷ এমন ধরনের অনুষ্ঠান আরও করা উচিত। আমার মতো যাঁরা রয়েছেন, তাঁরা দেখতে না-পেলেও অনুভব করতে পারেন ৷ র‌্যাম্প ওয়াকের মিউজিক আর মানুষের উচ্ছ্বাস যেন সব দেখতে পাই ৷ আজকের সুন্দর পরিকল্পনা সত্যিই সফল হয়েছে।"

গুজরাতের জুনাগড়ে অন্যরকম ফ্যাশন শো

জুনাগড় (গুজরাত), 19 জুন: এমনও সম্ভব ! নিভেছে চোখের আলো, কিন্তু যাঁদের মনন আলোয় আলোকিত, তাঁদের আর অন্ধকারে ভয় কী! প্রথমবার এমনই কিছু সাহসী নারীর যুদ্ধজয়ের সাক্ষী থাকল গুজরাতের জুনাগড় তথা সৌরাষ্ট্র ৷ অন্ধকারকে সঙ্গী করেই আলোকজ্জ্বল ফ্যাশন শো মাতালেন জুনাগড়ের 31 জন মহিলা ৷ তাঁদের আত্মবিশ্বাস দেখে মুগ্ধ হলেন উপস্থিত দর্শকরা ৷

ফ্যাশন শো'য়ে শুধুমাত্র সৌন্দর্য নয়, বিচার্য হয় তীক্ষ্ণ বুদ্ধি, আত্মবিশ্বাস আর প্রতিভার ৷ ব়্যাম্প ওয়াকে সৌন্দর্য্যের মানদণ্ড সেইসব সংজ্ঞারই বদল দেখল জুনাগড়বাসী ৷ দৃষ্টিহীন মেয়েদের জন্য মিস ব্লাইন্ড অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল রবিবার । 31 জন বিশেষভাবে সক্ষম মেয়েরা এমনভাবে র‌্যাম্পে হাঁটলেন যা হার মানাবে বিশ্বের বড় বড় ফ্যাশন শো-কেও ৷ ইতিহাসে প্রথমবার একযোগে জুনাগড় এবং সৌরাষ্ট্রের 31 জন মহিলাকে নিয়ে মিস ব্লাইন্ড প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ব্যাপক সাড়া ফেলেছে এই শো ৷

Visually Impaired Walk on Ramp
গুজরাতের জুনাগড়ে অন্যরকম ফ্যাশন শো

জানা গিয়েছে অনুষ্ঠানের আয়োজকরা আগামিদিনে আহমেদাবাদ, বরোদা, মুম্বাইয়ের মতো শহরে দৃষ্টিহীন মেয়েদের জন্য এই রকম ফ্যাশন শো'য়ের আয়োজন করবেন ৷ আয়োজকের তরফ থেকে বলা হয়েছে, এই ধরণের অনুষ্ঠান বিশেষভাবে সক্ষম মেয়েদের মনোবল বাড়ায় ৷ তাঁদের জীবনের প্রতি উৎসাহ বাড়ে ৷ মানসিকভাবে লড়াই করার জোর পান ৷

Visually Impaired Walk on Ramp
দৃষ্টিহীন মেয়েদের ব়্যাম্পওয়ার্ক

আরও পড়ুন: সৌন্দর্যের কোনও মাপকাঠি নেই, দেখাল 'অনোখি'

অন্যদিকে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে খুশি হয়েছেন 31 জন মেয়ে ৷ অংশগ্রহণকারী এক তরুণী বলেন, "এমন প্ল্যাটফর্ম আমরা পাব তা ভাবিনি। আজ সেই স্বপ্ন পূরণ হয়েছে। ফ্যাশনের জগতে পা রাখার সুযোগ পেয়েছেন আমার মতো অনেকে ৷ এর জন্য আয়োজকদের আন্তরিক ধন্যবাদ ৷ এমন ধরনের অনুষ্ঠান আরও করা উচিত। আমার মতো যাঁরা রয়েছেন, তাঁরা দেখতে না-পেলেও অনুভব করতে পারেন ৷ র‌্যাম্প ওয়াকের মিউজিক আর মানুষের উচ্ছ্বাস যেন সব দেখতে পাই ৷ আজকের সুন্দর পরিকল্পনা সত্যিই সফল হয়েছে।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.