নয়াদিল্লি, 25 অক্টোবর: "সেনাবাহিনী মোতায়েন করে জম্মু-কাশ্মীর সমস্যার সমাধান করা সম্ভব নয় ৷ মানুষের বিশ্বাস অর্জন করতে পারলে সব সমস্যার সমাধান সম্ভব ৷" কংগ্রেস সাংসদ রাহুল গান্ধির এক প্রশ্নের উত্তরে এই জবাবই দিয়েছেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন রাজ্যপাল সত্যপাল মালিক ৷ তাঁর সঙ্গে রাহুলের এই সাক্ষাৎকার পর্বের ভিডিয়ো বুধবার কংগ্রেসের তরফে বিভিন্ন সোশাল মিডিয়া মাধ্যমে পোস্ট করা হচ্ছে ৷ বিভিন্ন বিষয়ে নিজেদের মধ্যে খোলামেলা আলোচনা করেছেন তাঁরা ৷ রাহুলকে সত্যপাল মালিক আরও জানিয়েছেন, উপত্যকার মানুষের বিশ্বাস অর্জনের স্বার্থে জম্মু-কাশ্মীরের রাজ্যের মর্যাদা অবিলম্বে ফিরিয়ে দেওয়া উচিত এবং দ্রুত সেখানে নির্বাচন করানো উচিত ৷
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রের বিজেপি সরকারের সমালোচক বলেই পরিচিত সত্যপাল মালিক ৷ এর আগে মালিক অভিযোগ করেছিলেন, 2019 সালে পুলওয়ামায় জঙ্গি হামলায় শহিদ 40 জন সিআরপিএফ জওয়ানের মৃত্যুকে সেবছর লোকসভা নির্বাচনে সুবিধা পেতে কাজে লাগিয়েছিল বিজেপি ৷ রাহুলের সঙ্গে তাঁর সাক্ষাৎকার পর্বেও এই প্রসঙ্গটি উঠেছে ৷
-
क्या ये संवाद ED-CBI की भाग दौड़ बढ़ा देगा?
— Rahul Gandhi (@RahulGandhi) October 25, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
पुलवामा, किसान आंदोलन और अग्निवीर जैसे महत्वपूर्ण मुद्दों पर राज्यपाल, पूर्व सांसद और किसान नेता, सत्यपाल मलिक जी के साथ दिलचस्प चर्चा!
पूरा वीडियो मेरे यूट्यूब चैनल पर देखिए। pic.twitter.com/tIGkXDRjzD
">क्या ये संवाद ED-CBI की भाग दौड़ बढ़ा देगा?
— Rahul Gandhi (@RahulGandhi) October 25, 2023
पुलवामा, किसान आंदोलन और अग्निवीर जैसे महत्वपूर्ण मुद्दों पर राज्यपाल, पूर्व सांसद और किसान नेता, सत्यपाल मलिक जी के साथ दिलचस्प चर्चा!
पूरा वीडियो मेरे यूट्यूब चैनल पर देखिए। pic.twitter.com/tIGkXDRjzDक्या ये संवाद ED-CBI की भाग दौड़ बढ़ा देगा?
— Rahul Gandhi (@RahulGandhi) October 25, 2023
पुलवामा, किसान आंदोलन और अग्निवीर जैसे महत्वपूर्ण मुद्दों पर राज्यपाल, पूर्व सांसद और किसान नेता, सत्यपाल मलिक जी के साथ दिलचस्प चर्चा!
पूरा वीडियो मेरे यूट्यूब चैनल पर देखिए। pic.twitter.com/tIGkXDRjzD
মালিক বলেছেন, "প্রধানমন্ত্রীর উচিত ছিল ওই ঘটনার পর শহিদ জওয়ানদের শেষশ্রদ্ধা জানাতে শ্রীনগরে যাওয়া ৷ কিন্তু জিম করবেট ন্যাশনাল পার্কে শুটিংয়ে ব্যস্ত ছিলেন ৷ উনি আমায় সেদিন সন্ধ্যা 6টায় ফোন করেছিলেন ৷ আমি তাঁকে ঘটনার কথা জানাই এবং বলি আমাদের গাফিলতির জন্যই এত জওয়ানের মৃত্যু হয়েছে ৷ কিন্তু তিনি আমায় বলেন এই প্রসঙ্গে চুপ থাকতে ৷ ডোভাল (জাতীয় নিরাপত্তা উপদেষ্টা) আমায় পরে ফোন করেন এবং তিনিও আমায় চুপ থাকতে বলেন ৷ আমি ভেবেছিলাম হয়তো ঘটনার কোনও তদন্ত হবে, কিন্তু কিছুই হয়নি ৷" মলিক জানিয়েছেন, সরকার ওই ঘটনা ঘটিয়েছিল তা তিনি মনে করেন না, কিন্তু রাজনৈতিক ফায়দা নিতে ওই ঘটনাকে ব্যবহার করে বিজেপি ৷ শহিদ জওয়ানদের নামে প্রধানমন্ত্রী মোদি যে সে বছর লোকসভা নির্বাচনে ভোট চেয়েছিলেন তাও জানিয়েছেন সত্যপাল মালিক ৷
জম্মু-কাশ্মীরকে বিশেষ মর্যাদা প্রদানকারী 370 ধারা প্রত্যাহার করা নিয়ে এই সাক্ষাৎকারে রাহুল গান্ধিকে সত্যপাল মালিক বলেছেন, "জম্মু-কাশ্মীরের মানুষ 370 ধারা প্রত্যাহার করা নিয়ে যত না ক্ষুব্ধ, তার থেকে অনেক বেশি তাঁরা ক্ষুব্ধ রাজ্যের মর্যাদা কেড়ে নেওয়ার বিষয়টি নিয়ে ৷" মালিকের দাবি, "কেন্দ্র হয়তো ভেবেছিল, 370 ধারা প্রত্যাহারের ঘোষণার পর জম্মু-কাশ্মীরের পুলিশ বিদ্রোহ করতে পারে, তাই রাতারাতি রাজ্যের মর্যাদা কেড়ে নিয়ে জম্মু-কাশ্মীরকে কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করা হয় ৷ কিন্তু সেখানকার পুলিশের ভরসা আছে কেন্দ্র সরকারের উপর, তাই সেই সময় টানা কয়েক মাস এখানকার কোনও পুলিশকর্মী ছুটি নেননি ৷"
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
আরও পড়ুন: ক্ষমতায় এলে মহিলাদের 10 হাজার টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি প্রিয়াঙ্কার
মণিপুর ইস্যুতেও রাহুল গান্ধির কাছে মুখ খুলেছেন সত্যপাল মালিক ৷ জানিয়েছেন, মণিপুরে যা ঘটে চলেছে তা সরকারের ব্যর্থনা ৷ উত্তর-পূর্ব ভারতকে বিজেপি অস্থির করে তুলছে বলেও অভিযোগ মালিকের ৷ মণিপুরের মুখ্যমন্ত্রী কী করে এখনও তাঁর পদে রয়েছেন তা নিয়েও বিস্ময় প্রকাশ করেন মালিক ৷ ভবিষ্যতে ভারত যে মহাত্মা গান্ধির দেখানো ধর্মনিরপেক্ষতার পথেই চলবে সেই আশাও প্রকাশ করেছেন তিনি ৷
আরও পড়ুন: নির্বাচনমুখী পাঁচ রাজ্যেই ক্ষমতায় আসবে কংগ্রেস, আত্মবিশ্বাসী খাড়গে