ETV Bharat / bharat

Prophet Remarks Row: বুলডোজার, গ্রেফতারি ও এনএসএ প্রয়োগ, শুক্রবারের হিংসার ঘটনায় কড়া যোগীর পুলিশ-প্রশাসন

শুক্রবারের অশান্তির ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিচ্ছে যোগী আদিত্যনাথের পুলিশ-প্রশাসন ৷ সমাজবিরোধীদের গ্রেফতার করার পাশাপাশি, তাদের সম্পত্তি বাজেয়াপ্ত এবং প্রয়োজনে বুলডোজার দিয়ে তাদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হচ্ছে (Yogi police sets bulldozers rolling and arrests several in connection with friday violence case) ৷

Yogi sets bulldozers rolling
শুক্রবারের হিংসার ঘটনায় কড়া যোগী পুলিশ
author img

By

Published : Jun 12, 2022, 10:52 AM IST

লখনউ, 12 জুন : বুলডোজার আর গ্রেফতারি ৷ শুক্রবার উত্তরপ্রদেশের বিভিন্ন প্রান্তে হিংসাত্মক ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এই দুই পদক্ষেপ নিয়েছে যোগী আদিত্যনাথের পুলিশ-প্রশাসন ৷ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে গ্রেফতার করা হয়েছে কমপক্ষে 255 জনকে (Yogi police sets bulldozers rolling and arrests several in connection with friday violence case) ৷ পয়গম্বরকে নিয়ে বিজেপির বরখাস্ত হওয়া মুখপাত্র নূপুর শর্মা যে বিতর্কিত মন্তব্য করেছিলেন, তার প্রতিবাদকে কেন্দ্র করে শুক্রবার উত্তরপ্রদেশের বিভিন্ন প্রান্তে হিংসা ছড়ায় ৷

যোগী প্রশাসন জানিয়েছে এই অশান্তির ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে ৷ সমাজবিরোধীদের গ্রেফতার করার পাশাপাশি, তাদের সম্পত্তি বাজেয়াপ্ত এবং প্রয়োজনে বুলডোজার দিয়ে তাদের আস্তানা গুঁড়িয়ে দেওয়ার কাজ শুরু করেছে পুলিশ-প্রশাসন ৷ সাহারানপুর, প্রয়াগরাজে ধৃত বেশ কয়েকজনের বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা আইন (এনএসএ) প্রয়োগ করা হয়েছে ৷ প্রয়োগ করা হয়েছে গ্যাংস্টার অ্যাক্টও ৷

  • माहौल खराब करने की कोशिश करने वाले अराजक तत्वों के साथ पूरी कठोरता की जाएगी। ऐसे लोगों के लिए सभ्य समाज में कोई स्थान नहीं होना चाहिए।

    एक भी निर्दोष को छेड़ा नहीं जाएगा और कोई भी दोषी छोड़ा नहीं जाएगा।

    — Yogi Adityanath (@myogiadityanath) June 11, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : 'পয়গম্বর জীবিত থাকলে ধর্মান্ধদের তাণ্ডবে হতবাক হয়ে যেতেন', টুইটে তোপ তসলিমার

শুক্রবারের হিংসার ঘটনায় প্রয়াগরাজ থেকে 68 জন, সাহারানপুর থেকে 64 ও হাথরাস থেকে 50 জনকে গ্রেফতার করা হয়েছে বলে উত্তরপ্রদেশ পুলিশের এডিজি (আইন-শৃঙ্খলা) প্রশান্ত কুমার জানিয়েছেন ৷ এছাড়াও আম্বেদকরনগর থেকে 28, মোরাদাবাদ থেকে 27, ফিরোজাবাদ থেকে 13, আলিগড় থেকে 3 জনকে গ্রেফতার করা হয়েছে ৷

লখনউ, 12 জুন : বুলডোজার আর গ্রেফতারি ৷ শুক্রবার উত্তরপ্রদেশের বিভিন্ন প্রান্তে হিংসাত্মক ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এই দুই পদক্ষেপ নিয়েছে যোগী আদিত্যনাথের পুলিশ-প্রশাসন ৷ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে গ্রেফতার করা হয়েছে কমপক্ষে 255 জনকে (Yogi police sets bulldozers rolling and arrests several in connection with friday violence case) ৷ পয়গম্বরকে নিয়ে বিজেপির বরখাস্ত হওয়া মুখপাত্র নূপুর শর্মা যে বিতর্কিত মন্তব্য করেছিলেন, তার প্রতিবাদকে কেন্দ্র করে শুক্রবার উত্তরপ্রদেশের বিভিন্ন প্রান্তে হিংসা ছড়ায় ৷

যোগী প্রশাসন জানিয়েছে এই অশান্তির ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে ৷ সমাজবিরোধীদের গ্রেফতার করার পাশাপাশি, তাদের সম্পত্তি বাজেয়াপ্ত এবং প্রয়োজনে বুলডোজার দিয়ে তাদের আস্তানা গুঁড়িয়ে দেওয়ার কাজ শুরু করেছে পুলিশ-প্রশাসন ৷ সাহারানপুর, প্রয়াগরাজে ধৃত বেশ কয়েকজনের বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা আইন (এনএসএ) প্রয়োগ করা হয়েছে ৷ প্রয়োগ করা হয়েছে গ্যাংস্টার অ্যাক্টও ৷

  • माहौल खराब करने की कोशिश करने वाले अराजक तत्वों के साथ पूरी कठोरता की जाएगी। ऐसे लोगों के लिए सभ्य समाज में कोई स्थान नहीं होना चाहिए।

    एक भी निर्दोष को छेड़ा नहीं जाएगा और कोई भी दोषी छोड़ा नहीं जाएगा।

    — Yogi Adityanath (@myogiadityanath) June 11, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : 'পয়গম্বর জীবিত থাকলে ধর্মান্ধদের তাণ্ডবে হতবাক হয়ে যেতেন', টুইটে তোপ তসলিমার

শুক্রবারের হিংসার ঘটনায় প্রয়াগরাজ থেকে 68 জন, সাহারানপুর থেকে 64 ও হাথরাস থেকে 50 জনকে গ্রেফতার করা হয়েছে বলে উত্তরপ্রদেশ পুলিশের এডিজি (আইন-শৃঙ্খলা) প্রশান্ত কুমার জানিয়েছেন ৷ এছাড়াও আম্বেদকরনগর থেকে 28, মোরাদাবাদ থেকে 27, ফিরোজাবাদ থেকে 13, আলিগড় থেকে 3 জনকে গ্রেফতার করা হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.