ETV Bharat / bharat

Yogi Meets Mother : মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার মায়ের সঙ্গে দেখা করলেন যোগী - Yogi Meets Mother

প্রায় তিনবছর পর উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্য়নাথ প্রথমবার পাউরি জেলার তাঁর নিজের গ্রাম পঞ্চুরে পা রাখলেন ৷ দেখা করলেন মা সাবিত্রীদেবীর সঙ্গে (Yogi Meets Mother) ৷ কোভিডে বাবাকে হারানোর পর এই প্রথম গ্রামে গেলেন তিনি ৷

Yogi Meets Mother news
মায়ের সঙ্গে দেখা করলেন যোগী
author img

By

Published : May 4, 2022, 12:25 PM IST

দেরাদুন, 4 মে : তিনবছর পর নিজের গ্রামের বাড়িতে পা রখলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্য়নাথ (Yogi Meets Mother) ৷ মুখ্যমন্ত্রী হওয়ার পর মঙ্গলবার যোগী আদিত্যনাথ তাঁর মা এবং অন্যান্য আত্মীয়দের সঙ্গে দেখা করতে পাউরি জেলার তাঁর নিজের গ্রাম পঞ্চুরে যান । গ্রামে যাওয়ার পর আদিত্যনাথ একটি ছবিও টুইট করেন মা সাবিত্রীদেবীর সঙ্গে ৷ যেখানে তাঁকে তাঁর মায়ের পা স্পর্শ করতে এবং তাঁর আশীর্বাদ নিতে দেখা যায় ।

2020 সালে বাবাকে কোভিডে হারিয়েছেন যোগী আদিত্যনাথ ৷ তিনি জানান, শেষ মুহূর্তে তাঁর বাবার সান্নিধ্য় পাওয়ার ইচ্ছা ছিল কিন্তু কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে তা সম্ভব হয়নি ৷

আরও পড়ুন : শেষ মুহূর্তে শাহী সফরসূচিতে পরিবর্তন, বুধবারের বদলে বৃহস্পতিবার বঙ্গে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী

সূত্রের খবর, আদিত্যনাথ পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে প্রথমবার তাঁর গ্রামে গিয়েছিলেন ৷ যদিও যোগী উত্তরাখণ্ডে রাজনৈতিক কর্মসূচিতে যোগ দিতে এবং জনসভায় ভাষণ দিতে এসেছিলেন ৷ তবে এই প্রথম তিনি তাঁর পৈতৃক গ্রামে গেলেন । জানা গিয়েছে, মঙ্গলবার রাতটা নিজের গ্রামের বাড়িতেই কাটাবেন তিনি । এরপর বুধবার পারিবারিক অনুষ্ঠানে যোগ দেবেন । এখানে আসার পরই আশপাশের গ্রাম থেকে তাঁর আত্মীয়স্বজন এবং পরিচিতরা আসেন ৷ কচিকাঁচা সদস্যদের সঙ্গেও কথা বলেন এবং তাদের চকোলেট বিতরণ করেন ।

মুখ্যমন্ত্রী এর আগে যমকেশ্বরের মহাযোগী গুরু গোয়ারকাহনাথ সরকারি কলেজে তাঁর আধ্যাত্মিক গুরু মহন্ত অবৈদ্যনাথের মূর্তি উন্মোচন করেন ৷ সেখানে তিনি আবেগপ্রবণ হয়ে জানান, যেখানে তিনি জন্মগ্রহণ করেছিলেন সেখানে তাঁর আধ্যাত্মিক গুরুর মূর্তি উন্মোচন করার সময় গর্বিত বোধ করেছিলেন ৷ অনুষ্ঠানে আদিত্যনাথ তাঁর স্কুল শিক্ষকদের প্রত্যেককে একটি করে শাল দিয়ে সম্মানিত করেন ৷

দেরাদুন, 4 মে : তিনবছর পর নিজের গ্রামের বাড়িতে পা রখলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্য়নাথ (Yogi Meets Mother) ৷ মুখ্যমন্ত্রী হওয়ার পর মঙ্গলবার যোগী আদিত্যনাথ তাঁর মা এবং অন্যান্য আত্মীয়দের সঙ্গে দেখা করতে পাউরি জেলার তাঁর নিজের গ্রাম পঞ্চুরে যান । গ্রামে যাওয়ার পর আদিত্যনাথ একটি ছবিও টুইট করেন মা সাবিত্রীদেবীর সঙ্গে ৷ যেখানে তাঁকে তাঁর মায়ের পা স্পর্শ করতে এবং তাঁর আশীর্বাদ নিতে দেখা যায় ।

2020 সালে বাবাকে কোভিডে হারিয়েছেন যোগী আদিত্যনাথ ৷ তিনি জানান, শেষ মুহূর্তে তাঁর বাবার সান্নিধ্য় পাওয়ার ইচ্ছা ছিল কিন্তু কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে তা সম্ভব হয়নি ৷

আরও পড়ুন : শেষ মুহূর্তে শাহী সফরসূচিতে পরিবর্তন, বুধবারের বদলে বৃহস্পতিবার বঙ্গে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী

সূত্রের খবর, আদিত্যনাথ পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে প্রথমবার তাঁর গ্রামে গিয়েছিলেন ৷ যদিও যোগী উত্তরাখণ্ডে রাজনৈতিক কর্মসূচিতে যোগ দিতে এবং জনসভায় ভাষণ দিতে এসেছিলেন ৷ তবে এই প্রথম তিনি তাঁর পৈতৃক গ্রামে গেলেন । জানা গিয়েছে, মঙ্গলবার রাতটা নিজের গ্রামের বাড়িতেই কাটাবেন তিনি । এরপর বুধবার পারিবারিক অনুষ্ঠানে যোগ দেবেন । এখানে আসার পরই আশপাশের গ্রাম থেকে তাঁর আত্মীয়স্বজন এবং পরিচিতরা আসেন ৷ কচিকাঁচা সদস্যদের সঙ্গেও কথা বলেন এবং তাদের চকোলেট বিতরণ করেন ।

মুখ্যমন্ত্রী এর আগে যমকেশ্বরের মহাযোগী গুরু গোয়ারকাহনাথ সরকারি কলেজে তাঁর আধ্যাত্মিক গুরু মহন্ত অবৈদ্যনাথের মূর্তি উন্মোচন করেন ৷ সেখানে তিনি আবেগপ্রবণ হয়ে জানান, যেখানে তিনি জন্মগ্রহণ করেছিলেন সেখানে তাঁর আধ্যাত্মিক গুরুর মূর্তি উন্মোচন করার সময় গর্বিত বোধ করেছিলেন ৷ অনুষ্ঠানে আদিত্যনাথ তাঁর স্কুল শিক্ষকদের প্রত্যেককে একটি করে শাল দিয়ে সম্মানিত করেন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.